নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি মানুষের মনের দেয়াল সরায়ে দেয় সময় সময়

০৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৭



কলেজের ১ম বর্ষ শেষ, গরমের ছুটি, বেশীরভাগ সময় খামারে গরু-ছাগল দেখছি, থাকিও সেখানে। সারাদিনের খরতাপের পর, চৈত্রের সন্ধ্যাগুলো কেমন আয়েসী আয়েসী মনে হতো। সেদিন বেলা ডুবার পর, পুকুরপাড়ে দাঁড়িয়ে পুর্বের মাঠ ও পাহাড়টাকে দেখছিলাম; মাঠের মাঝামাঝি কে একজন টুকরি মাথায় গ্রামের দিকে আসছে, সাঁঝের আলোয় এতদুর থেকে চেনা মুশকিল; হাঁটার প্যাটার্ণ দেখে মনে হলো, পশ্চিম পাড়ার আবুল ভাইয়ের ছোট মেয়ে মনি, জ্বীনে-ধরা বেছুর ছোট বোন। আমি ঘাটে নেমে হাতমুখ ধুয়ে আবার পাড়ে উঠলাম; দেখি মনি যেখানে ছিলো, অনেকটা সেখানেই আছে, কিন্তু বসা অবস্হায়। গত সপ্তাহে একটা ছেলেকে মাঠে ধোঁড়া সাপে কামড় দিয়েছিলো; এই বছর মাঠে অনেক ইঁদুর; সেই কারনে কিছু সাপও আছে মাঠে।

সাপের কথা মনে আসায় আমি অনেকটা দৌড়ে মনির কাছে পৌঁছালাম; কাছে যেতেই মনি উঠে দাঁড়ালো, তার বাজারের টুকরী পড়ে গিয়েছিলো, তাকে খুবই বিষন্ন দেখাচ্ছে, কপালে ঘাম। চারিদিকে বেশ পরিমাণ খেসারীর ডাল ছড়ায়ে আছে। সে বাজার নিয়ে ফিরছিলো, পড়ে গেছে; কিছু পরিমাণ ডাল সে টুকরিতে তুলেছে, ধুলাবালি ও খড়কুটায় একাকার; বাকীগুলো ধানের নারা ও ফাটলে পড়েছে। সে সেগুলো তোলার জন্য আবার বসলো। আমি বললাম,
-ওগুলো থাক, তুই বাড়ী চলে যা।
-মা রাগবে, বাবা বলেছে রাতে শুটকি দিয়ে ডাল রান্না করতে।
-এগুলো ফাটল মাটল থেকে বের করতে তোর সারা রাত যাবে।
-তুমি যাও, আমি এগুলো নিয়েই বাড়ী যাবো।
-তোর বাবা খাবে কখন?
-যখন হয়, তখন খাবে, তুমি যাও।

দেখতে দেখতে অন্ধকার হয়ে এলো; আমি বললাম,
-খামারে খেসারীর ভাংগানো পরিস্কার ডাল আছে, ওখান থেকে নিয়ে যা, এই ধুলাবালির ডাল নিলে গেলে তোর মায়ের মন খারাপ হবে।
-আমি এগুলো তুলে নেবো; তোমাদের ডাল নিলে মা রাগ করবেন।
-তুই না বললে উনি জানবেন কি করে? চল, তোর ঘরে ফিরতে দেরী হবে।

মনি আমাকে কিছুটা অপছন্দ করতো; তার ধারণা, আমি বেছুর সব কথা শুনি, সেজন্য বেছু একটু বেশী পাগলামী করতে পছন্দ করে। গ্রামের সবাই মনে করে যে, বেছুর সাথে জ্বীন আছে। আমরা নীরবে হেঁটে খামারের দিকে যাচ্ছি, আমি বললাম,
-তুই অকারণে আমার উপর রাগ করিস সব সময়।
-অকারণে নয়, অনেক কারণ আছে; বেছু তোমাকে পেলে কিসব পাগলামী শুরু করে, তোমার হাত ধরে কথা বলে, মানুষ কি মনে করে?
-বেচারী সোজা মানুষ, কথা বলতে চায়।
-তোমাকে পেলে ওর কথা কখনো শেষ হয় না, এগুলো ভালো নয়।
-তুই মন খারাপ করিস না, সব মেয়ে মানুষ সমান হয় না; কিছু মেয়ে একটু বেশী আদুরে হয়।

মনির ধুলো মাখা ডালগুলো রেখে দিয়ে, তাকে আনুমানিক সের'খানেক ডাল দিলাম; তার বিষন্নতা কমে এসে্ছে, আমি দৌঁড়ায়ে গেছি, এতেই তার চোখগুলো উজ্বল হয়ে উঠেছিলো; আমি বললাম,
-তোকে দেখে মনে হচ্ছে, কেহ তোকে পিটায়েছে, একটু হাস।
-হাসাহাসির দরকার নেই; তুমি বেছুর সাথে হাসিও।


মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: কিছুক্ষন আগে পোস্ট দিয়ে সরিয়ে দিলেন, আমার মন্তব্য ফেরত দিন।

০৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



সরায়ে নিয়েছি, কারণ যারা অকারণে শোরগোল করেছে, তারা ক্যাচাল করবে, আমি সেমিব্যানে আছি।

২| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর গল্প।
জীবনের গল্প।

যে গ্রামে সাপ আছে, আমি সে গ্রামে যাই না। সাপ আমি অনেক ভয় পাই।
ডাল দিয়ে যে শুটকি রান্না করা যায়, এটা আমি জানতাম না।

বেছু ও মনি দু বোণই আপনাকে ভালো পায়।

০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:


একমাত্র ব্লগে আমার সাথে লোকজনের সমস্যা হয়েছে; কারণ ব্লগের বেশীরভাগ লোকজন আজকের সমস্যাপুর্ণ প্রোডাক্ট। ব্লগে যারা আমার সম বয়সী তাদের সাথে আমার সমস্যা হয়নি।

৩| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৩০

মোহামমদ কামরুজজামান বলেছেন: " তুমি আমার সাথে নয় ;) বেছুর সাথে হাসিও" - মেয়ে মানুষ বোন হইলেও জেলাসি ফিল করে।

তবে , একজন জীনে ধরা ঔলেও আপনাকে যে বালাবাইত তা প্রমাণিত :P , আর আরেকজন ত ফিদা।
কপাল ভাই আপনার ।
বড়ই প্রেমিক পুরুষ ও রমণীমোহন ছিলেন আপনি মনে লয়।

০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:


আপনি গ্রামে বড় হয়েছেন, নাকি শহরে?

৪| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ২:০১

রানার ব্লগ বলেছেন: মেয়ে মানুষ স্বাভাবিক ভাবেই হিংসুটে হবেই

০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:



মেয়েরাই মানবজাতির স্রষ্টা, প্রকৃতির ভুষণ।

৫| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ২:৪২

শাওন আহমাদ বলেছেন: তারা এখন কেমন আছেন? যোগাযোগ আছে আপনা সাথে?

০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫২

সোনাগাজী বলেছেন:




এদের ১ জনও সুখী হয়নি; বেছুর স্বামীকে মাঝে মাঝে ভয় লাগাতে হতো, সে বাদাইম্যা ছিলো, কাজ করতো না; ২ জনেই বেঁচে আছে।

৬| ০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

কামাল১৮ বলেছেন: গ্রামের একটা শাশ্বত চিত্র তুলে এনেছেন গল্পে (বাস্তবে)।বালিকা মনের চিত্রটি অকৃত্রিম।”বেছুর সাথে হাসিও” কথাটির সাথে অভিমান এবং ভালোলাগা দুটিই আছে।

০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



গ্রামের মেয়েরা প্রকৃতির কোলে বড় হয়, এদের পৃথিবীটা সরল ও সৌম্য

৭| ০৭ ই জুন, ২০২৩ রাত ৮:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: সুন্দর লেখা।

০৭ ই জুন, ২০২৩ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

৮| ০৭ ই জুন, ২০২৩ রাত ৯:২৮

নীলসাধু বলেছেন: হুম।
লেখাটি আগে পড়েছি?

০৭ ই জুন, ২০২৩ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:




আপনার স্মৃতিশক্তি ভালো।

৯| ০৭ ই জুন, ২০২৩ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একমাত্র ব্লগে আমার সাথে লোকজনের সমস্যা হয়েছে; কারণ ব্লগের বেশীরভাগ লোকজন আজকের সমস্যাপুর্ণ প্রোডাক্ট। ব্লগে যারা আমার সম বয়সী তাদের সাথে আমার সমস্যা হয়নি।

আপনি একজন খাটি মানুষ। বাস্তববাদী মানুষ। অভিজ্ঞ মানুষ।
তেলানো কথা আপনি বলতে পারেন না। মুখের উপর সত্যটা বলে দেন, এজন্য কতিপয় লোকজন আপনাকে পছন্দ করে না।

একটা নৌকা ছেড়ে দিলে ভেসে ভেসে কোথায় চলে যাবে তার ঠিক নেই।
কিন্তু আপন নৌকা ছেড়ে দিতে রাজী না। নৌকার বৈঠা হাতে নিয়ে রাখেন। নৌকার চলতে হয় আপনার ইচ্ছা মতো। এখানেই সবার সাথে আপনার প্রার্থক্য।

আসলে এই প্রজন্ম আপনাকে বুঝবে না।
প্রশ্নসফাস জেনারেশন এবং চোখে রঙ্গিন চশমা যারা পড়ে আছেন, তাঁরা আপনাকে বুঝবে না। তাঁরা মগজহীণ। আপনার দুনিয়া সহজ সরল এবং সুন্দর।

০৭ ই জুন, ২০২৩ রাত ১০:০৯

সোনাগাজী বলেছেন:


আপনি ও আরো ৪ জন আমাকে প্যানেলে দেখতে চেয়েছেন; আপনাকেসহ সবাইকে ধন্যবাদ।

যাঁদের নাম বেশী এসেছে, তাঁরা ভয়ে প্যানেলে যাচ্ছে না; কারণ, তাঁরা প্রস্তাবকারীদের ভয় করেন।

বেশীরভাগ ব্লগার যখন উনাদের নাম প্রস্তাব করেছেন, উনাদের উচিত ছিলো অংশ নেয়া; কিন্তু উনারা মধ্যপন্হি মানুষ, তাই সবাইকে ভয় করেন, সমালোচনার ভয় করেন। এঁরা ব্লগে কারো ভুলভ্রান্তি নিয়ে, ক্যাচাল নিয়ে সমালোচনা করেননি, প্রতিবাদ করেননি; এদেরকে কোন প্রয়োজনীয় কাজে পাওয়া যাবে না।

০৭ ই জুন, ২০২৩ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



যারা ক্যাচালাের সাথে যুক্ত, তারাই মধ্যপন্হী ব্লগারদের নাম বেশী বেশী বলেছেন; এখন মধ্যপন্হীরা ক্যাচালবাজদের ভয়ে নাম দিচ্ছেন না।

১০| ০৭ ই জুন, ২০২৩ রাত ১০:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্ট গুলো লেখা কম থাকে। এই যুগে কেউ রচনা পড়তে চায়না। কম লেখা হলে সবাই পড়ে।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগের কমেন্ট আমার পোষ্ট থেকে বড়।

দেখেছেন, এডমিনের ( বিচারিক প্যানেলের পোষ্ট ) কত বড় বড় কমেন্ট লিখেছেন সবাই!

বড় কমেন্টের ১টা প্রতিযোগীতা হওয়ার দরকার আছে। নীল আকাশ ১ম হবে, সোনাবীজ হবে ২য়, শেরজা হবে ৩য়, আমি হবো লড্ডা।

১১| ০৮ ই জুন, ২০২৩ রাত ১২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপকার এবং আপনার ভালো আচরণের কারণে মনির মনের কোনে আপনার প্রতি একটা কোমল অনুভুতির জন্ম হয়েছিল। আবার একটু রহস্য করে বলেছিল 'তুমি বেছুর সাথে হাসিও'। এই বাক্যটার মধ্যে আপনার প্রতি একটা ভালো লাগার অনুভূতি ছিল।

০৮ ই জুন, ২০২৩ রাত ১২:৫১

সোনাগাজী বলেছেন:



গ্রামের সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিলো; শহরের লোকজনের সাথে কোনভাবে মিল হয়নি আমার; কলেজের ২ বছর শহরে বেশ ঝামেলায় ছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.