নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং আপনার লেখার মান, ধারণা ও ভাবনাকে ভালোর দিকে নিচ্ছে?

১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬



ব্লগে লেখার আগে আপনি কোথায়ও লিখতেন? আজকের তুলনায়, তখন আপনার লেখার মান কেমন ছিলো? সেখানকার পাঠকেরা আপনার লেখার উপর ফিডব্যাক দিতো? ব্লগে লেখার শুরুতে আপনার লেখার বিষয়বস্তু, প্রকাশের ষ্টাইল, বিষয়বস্তুর উপর ধারণা যেই লেভেলে ছিলো, এখনো কি আপনি সেই লেভেলে আছে, নাকি অনুভব করেন যে, আপনি আগের থেকে অনেক বেশী কমফোর্টেবল?

আমার লেখার শুরু ব্লগেই ( আমার ব্লগিং'এর শুরুটা ছিলো অন্য ব্লগে ); সময়ের সাথে আমার নিজের লেখার মান বেড়েছে; তবে, লেখা শুরু করার পুর্ব থেকে অনেক সুপরিচিত ও কমন বিষয়/ঘটনা ইত্যাদির উপর আমার যেই ধরণের ধারণা ছিলো, উহা খুব একটা বদলায়নি; যেমন আমাদের জাতির শিক্ষা ব্যবস্হা, ধর্ম, আমাদের জাতির প্রোফাইল, রাজনীতিতে শেখ সাহেবের ভুমিকা, স্বাধীনতা যুদ্ধে সমাজের বিবিধ শ্রেনীর ভুমিকা, দেশের অর্থনীতি, প্রশাসনের ভুমিকা, শিক্ষক সমাজের ভুমিকা, মাদ্রাসার ভুমিকা, ১৯৭৫ সালের ঘটনা, আমাদের সরকার প্রধানদের ভুমিকা, বড় রাজনৈতিক দলগুলোর ভুমিকা। এসব পরিচিত বিষয়/ঘটনার ব্যাপারে আমার ধারণা খুব একটা না'বদলালেও, উহা রিফাইনড হয়েছে।

আমি অনেক অনেক ব্লগারকে দেখেছি যে, অনেক প্রতিষ্ঠিত বিষয়েও তাঁদের সঠিক ও সম্যক ধারণা ছিলোনা; এবং সময়ের সাথে উহার পরিবর্তন হয়নি' এরা একই বিষয়ের উপর একই ভুল ধারণাভিত্তিক পোষ্ট লিখে গেছেন বছরের পর বছর। ইহার উদাহরণ হলো, ১৯৬৯ সালে মানুষের চাঁদের অবতরণ, আমাদের দেশে সেনাশাসন, ছাত্র রাজনীতি, সংবিধানকে অবহেলা করে ধর্মীয় জীবনকে পুর্ণাংগ জীবন বিধান বলা, ইত্যাদি।

ছাত্রদের জন্য ব্লগিং আসলে উন্নতমানের কলেজ ও ইউনিভার্সিটি হওয়ার কথা; ছাত্রদেরকে ক্রমেই উপরের শ্রেনীতে গিয়ে জ্ঞানের উঁচু লেভেল আয়ত্ব করতে হয়; তাদের শিক্ষনীয় বিষয়ের উপর তাদের ধারণা ক্রমাগতভাবেই বিকশিত হয়; ৮ম শ্রেনীর বিজ্ঞানে মধ্যাকর্ষণ যেই লেভেলে পড়ানো হয়, ১০ শ্রেনীতে উহার লেভেলে অনেক উপরে থাকে।

শিক্ষার কথা যখন আসে, আমরা সবাই সব সময়ই ছাত্র; প্রতিদিন মানুষ প্রটিষ্ঠিত বিষয়ের উপর নতুন নতুন ভাবনা নিয়ে আসছে! আমরা দীর্ঘ সময় ধরে আর্টিফিসিয়েল ইনটেলিজেন্স সম্পর্কে কিছু ধারণা পেয়ে আসছি; গত ৫/৬ মাসে ইহা বিশালভাবে টেকনোলোজীতে প্রবেশ করেছে, ইহা আগামী ৫/১০ বছরে টেকনোলোজী ও মানব সমাজের উপর বিশাল প্রভাব রাখবে; ইহা সম্পর্কে আমাদের বর্তমান ধারণা অনেকটা বদলে যাবে।

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

আমি সাজিদ বলেছেন: apni artificial intelligence niye post din

১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:



দেবো।

২| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন:




নীজের লেখালেখির মানোন্নয়ন ও ব্লগে পাঠক কিংবা লেখক
হিসাবে বিচরণ যে জ্ঞানের পিপাশা নিবৃত্তি ও বিকাশে ভাল
একটি ভুমিকা রাখতে পারে সে সম্পর্কে ধারণা প্রদান সম্বলিত
একটি ভাল পোষ্ট ।

১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



লেখকদের ধারণা, ভাবনা ও লেখার মানের উপর ব্লগিং খুবই বড় প্রভাব রাখছে।

৩| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

মিরোরডডল বলেছেন:

আর্ফিফিসিয়েল বানানটা ঠিক করে নিবে আর্টিফিসিয়েল হবে।


১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ

৪| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

মিরোরডডল বলেছেন:



আমরা সবাই সব সময়ই ছাত্র;

সেটাই, শেখার কোন শেষ নেই।
প্রতিনিয়ত শিখি।

১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



যখনই কোন কারণে আমেরিকায় কয়েক মিলিয়নের চাকুরী চলে যায়, সরকার বেকার লোকদের পড়ালেখার জন্য অনেক টাকা দেয়।

৫| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২১

রানার ব্লগ বলেছেন: আর্টিফিসিয়েল ইন্টিলেজেন্সি কি মানুষ কে হুমকির সম্মুখীন করবে?

১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:


না, তবে সমস্যা হবে; একা আমেরিকায় আগামী ১৫ বছরে ৮/৯ কোটী মানুষের বর্তমান চাকুরী চলে যাবার উপক্রম হবে; যদি চাকুরী রাখতে হয়, তাদের দক্ষতার লেভেল অনেক বাড়াতে হবে।

৬| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগিং বাঙালীর ঠিক কতটুকু উপকার করেছে বলা কঠিন ; তবে আমার ধারনা,ভাবনা বদলেছে।

১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



ব্লগিংটা যেভাবে শুরু হয়েছিলো, সেটার সাথে তুলনা করলে, ইহা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ, অনেকে বুঝতে পেরেছেন, তাঁরা যা লিখছেন, ইহা সময়ের তুলনায় যথেষ্ট নয়। ভাবনা কিছুটা বদলায়েছে।

৭| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

আমি সাজিদ বলেছেন: আপনার পড়া সেরা পাঁচটি নন ফিকশন বইয়ের নাম বলুন।

১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:


ডাস ক্যাপিটেল (মার্ক্স ), এ হিষ্টোরি অব ওয়েষ্টার্ণ ফিলোসফি ( বি রাসেল ), মা ( গোর্কি ), ওয়ার এন্ড পীস ( তলস্তয় ), মেঘনাদ বধ কাব্য ( মধুসুধন দত্ত )।

৮| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগিং আমাকে বুদ্ধিবৃত্তিক লেখনী চর্চা করতে সাহায্য করেছে। আমার লেখাকে ও মন্তব্য করার ক্ষমতাকে বৃদ্ধি করেছে।

আমি ডাটা সায়েন্স নিয়ে পড়তে গিয়ে যা বুঝেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজের জিনিস।

মেশিন লার্নিং নিয়ে আমার দুটি মডেল আছে।


১২ ই জুন, ২০২৩ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:



তা'হলে আপনি AI নিয়ে লেগে গেছেন!

৯| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

ঢাবিয়ান বলেছেন: আমারটা জানি না, কিন্ত আপনারটা একেবারে এক জায়গাতেই থমকে আছে। দুই দিন পর পর সব ব্লগাররা সব একাট্টা হয় আপনার বিরুদ্ধে :`>

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:


যারা আমার বিপক্ষে একাট্টা হয়ে থাকেন, তাদের কেহই ব্লগিং'এ টিকবে না।

যারা আমার বিপক্ষে একাট্টা হয়ে থাকেন, তারা ব্লগার নন; তারা খাঁটি বাংগালী; ওদের সমস্যা হচ্ছে আমার ধারণা ও বক্তব্য, ওরা সেখানে দাঁড়াতে না'পেরে আমাকে "ব্যক্তি আক্রমণ" ইত্যাদির দোষ দিয়ে থাকেন।

আমি কারো বিপক্ষে ১টি ক্যাচাল পোষ্ট লিখিনি; ওরা সবাই আমার বিপক্ষে ক্যাচাল পোষ্ট লিখেছে। ওদের কাউকে ৫ মাসের জন্য কমেন্ট ব্যান করলে, সেজন ১ম মাসেই ব্লগ থেকে হারিয়ে যাবে।

১০| ১২ ই জুন, ২০২৩ রাত ৮:০৭

আমি সাজিদ বলেছেন: শাইয়্যান ভাই, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পোস্ট দেন। বিভিন্ন প্রোডাক্টটিভ কাজে ব্যবহার টাইপ আর কি। কোর্সএরা তে একটা কোর্স আছে দেখলাম।। এ আই ফোর এভ্রিওয়ান।

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



হাতেনাতে AI বুঝতে হলে, আপনাকে কমপক্ষে ১টি প্রাগ্রামিং ক্যাংগুয়েজ, ১টা ডাটাবেইজ ও বই পড়ার জন্য ইংরেেজীতে ভালো হতে হবে।

১১| ১২ ই জুন, ২০২৩ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: আমি জানি না আমি কেমন লিখি। জানি না দিন দিন আমার লেখার মান ভালো হচ্ছে, না মন্দ হচ্ছে।
আপনি আমার চিন্তিত মতামত দিন আমার ব্লগিং নিয়ে। আপনার মন্তব্য আমার জন্য খুব গুরুত্বপূর্ন।

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



আপনার বড় পরিবর্তন হয়েছে, আপনি সাধারণ মানুষ নিয়ে লেখার শুরু করেছেন; আগে আপনি রবী ঠাকুর ও বিবিধ লেখক ও বই নিয়ে ছিলেন।

১২| ১২ ই জুন, ২০২৩ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: আপনার জন্য প্রশ্ন
১। কোনটা গুরুত্বপূর্ন ব্লগ না মসজিদ?
২। ব্লগ এবং মসজিদ কোনটাতে সময় দেওয়া উচিৎ?

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



তুলনাটা সম-লেভেলের বিষয়ের উপর হয়নি; একজন লেখক মসজিদে সামান্য সময় ব্যয় করেন মাত্র।

১৩| ১২ ই জুন, ২০২৩ রাত ৮:৩২

কামাল১৮ বলেছেন: গতিশীল পৃথিবীতে কোন কিছুই স্থির না।সংখ্যা গত পরিবর্তন কিছুটা হয়েছে কিন্তু গুনগত পরিবর্তন চোখে পড়ছে না।পুরনোরা যার যার গন্ডিতে আবদ্ধ,নতুনদের সম্ভাবনা আছে বিকশিত হবার।

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



শত সমস্যা, যুদ্ধবিগ্রহ, সবকিছুর পরেও মানব সভ্যতা ক্রমাগতভাবে ভালোর দিকে যাচ্ছে।

১৪| ১২ ই জুন, ২০২৩ রাত ১০:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগে কখনও লেখালেখি করি নাই। আমার ধারণা আমার প্রথম পোস্টের তুলনায় বর্তমান সময়ের পোস্টের লেখার মান কিছুটা ভালো হয়েছে। আসলে চর্চার দ্বারা উন্নতি হয় সেটা যে বিষয়ই হোক না কেন।

একটা ভালো আড্ডা থেকেও অনেক কিছু জানা যায়। ব্লগেও ভালো আড্ডাগুলিতে জড়িত থাকলে নতুন তথ্য এবং জ্ঞান অর্জন করা যায়। আপনার মতই অনেক সুপরিচিত এবং কমন বিষয়/ ঘটনা সম্পর্কে আমার ধারণার কোন মৌলিক পরিবর্তন হয় নাই। তবে সেই বিষয়গুলিতে জ্ঞান আরও বৃদ্ধি পেয়েছে ব্লগের কল্যাণে। বাংলাদেশের সূচনা লগ্নের অনেক ইতিহাস/ ঘটনাবলী সম্পর্কে আপনার ধারণা সঠিক। অনেক তথাকথিত বুদ্ধিজীবী নতুন প্রজন্মকে এই ব্যাপারে বিভ্রান্ত করছে। ফলে ঐ সময়ের প্রকৃত অবস্থা তারা জানতে পাড়ছে না।

১২ ই জুন, ২০২৩ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



আপনার লেখায় ও বিষয়বস্ততে বড় ধরণের পরিবর্তন এসেছে।

১৫| ১২ ই জুন, ২০২৩ রাত ১০:৪৫

চেয়ারম্যান সাব বলেছেন:




একসময় যারা গাধা নিয়ে প্রচুর পোস্ট দিতো তাদের অনেকেই এখন গাধা নিয়ে লিখছে না।
এই পরিবর্তনটাকে মামু কিভাবে দেখছো?

১২ ই জুন, ২০২৩ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:




আমি বলেছি সব সময়, ওদের লেখা বন্ধ হয়ে যাবে।

১৬| ১২ ই জুন, ২০২৩ রাত ১১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার ধারণা কয়েকবছর আগে আমার লেখার মান ভালো ছিল। ইদানীং মনে হচ্ছে গুছিয়ে লিখতে পারি না। তালগোল পাকিয়ে যায়। তবে রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে চিন্তা-ভাবনা সম্ভবত আরও বাস্তবিক হয়েছে।

১৩ ই জুন, ২০২৩ রাত ১২:১৫

সোনাগাজী বলেছেন:



আপনি অনেক বিরূপ পরিবেশের সাথে সংগ্রাম করে চলেছেন; এতে অনেক সময় ঠিক মতো কনসেন্ট্রেশান করতে পারেননি। আপনার বর্তমান অবস্হা কি, চলতে পারছেন?

কোটি টাকার দরকার নেই; তবে, আপনাকে গড়ে সমাজের সাধারণ নাগরিকের মতো চলার মতো চেষ্টা করতে হবে।

১৭| ১৩ ই জুন, ২০২৩ রাত ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি। তবে গড়ে সমাজের সাধারণ নাগরিকের মতো চলতে আরেকটু সময় লাগবে হয়তো।

১৩ ই জুন, ২০২৩ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



এখন আপনার দাঁড়ানোর মতো জায়গা হয়েছে, এখন চেষ্টা করেন।

১৮| ১৩ ই জুন, ২০২৩ রাত ১:৩০

কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় এখন ব্লগাররা ভাল লেখছে! অনেকেই উন্নত করেছে! আমরা এখানে প্রতিনিয়তই শিখছি।

১৩ ই জুন, ২০২৩ রাত ৩:০৮

সোনাগাজী বলেছেন:



সবার লেখা ভালোর দিকে যাওয়ার কথা।

১৯| ১৩ ই জুন, ২০২৩ রাত ২:১৫

কাওসার চৌধুরী বলেছেন:




খুব কঠিন বিষয়। মানুষের ভাবনার জগৎ খুবই রহস্যময়। একাডেমিক রেজাল্ট, বড় চাকরি, পারিবারিক ঐতিহ্য এগুলো থাকার পরও মানুষের মৌলিক বিশ্বাস পরিবর্তন হয় না খুব একটা। পোস্টে আপনি যথার্থই বলেছেন, 'দীর্ঘদিন ব্লগিং করেও লেখার মান, বিষয় নিয়ে অনেক ভুল ধারণা/বিশ্বাসের কোন পরিবর্তন ঘটে না।' এর মূল কারণ হচ্ছে স্বাধীনভাবে মুক্তবুদ্ধিচর্চার অভাব। এজন্য বুয়েট পাশ করা নামকরা প্রকৌশললী, বড় ডাক্তার, সাইনটিস্টরা আজগুবি মার্কা পোস্ট লিখেন। সারাজীবন বিজ্ঞান চর্চা করে এরা ধর্মীয় গোড়ামী, গোজামিল এবং ভুল ধারণাকে দিনের পর দিন কলমের কালিতে লিপিবদ্ধ করতেন না।

ব্লগের মতো এতো চমৎকার একটি প্লাটফর্মে লেখার মান, বিষয় এবং লেখার ধারণাগত ভুলের জন্য উপলব্ধি না হলে লেখালেখির অন্য কোন মাধ্যমে তা সংশোধনের সুযোগ নেই। আপনি কমেন্টে পরোক্ষভাবে অনেক সময় এই কথাগুলো বলেন। এতে কেউ কেউ আহত হন, আপনাকে ভুল বুঝেন। আপনার লেখালেখি থেকে, আপনার লেখার বিভিন্ন বিষয়ের উপর জোরালো মতামত আমার চিন্তার খোরাক যুগিয়েছে। আপনার কমেন্ট, পরামর্শ লেখালেখিত আরো সতর্ক এবং গভীর ভাবনার রসদ দিয়েছে। এজন্য সামহোয়্যারইন ব্লগ এবং আপনার মতো গুণীজনের সান্নিধ্য আমার লেখালেখির জন্য আশীর্বাদ ছিল।

পরিশেষে, বিচারিক প্যানেলে আমার অন্তরভূক্তির জন্য শুভেচছা জানিয়েছেন এজন্য ধন্যবাদ। করোনা পরবর্তী সময়টা একটু কঠিন যাচ্ছে আশীর্বাদ করবেন। আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন প্রত্যাশা করছি।

১৩ ই জুন, ২০২৩ রাত ৩:১৫

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, সময় নিয়ে ব্লগিং সম্পর্কে খুবই সঠিক মন্তব্য করেছেন।

আপনি আপনার লেখা, ভাবনাচিন্তা, ধারণাগুলো সম্পর্কে ফিডব্যাক নিয়ে কাজে লাগায়েছেন; নিজের সমস্যা নিজের কাছে সব সময় পুরোপুরিভাবে ধরা পড়ে না। আমি জানি, আপনি পুর্ব ও পশ্চিমের সভ্যতা দেখার সুযোগ পেয়েছেন, এবং মানুষ, সমাজ, সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন।

আপনি লেখার পাশাপাশি অন্য কিছু করছেন?

১৩ ই জুন, ২০২৩ রাত ৩:২১

সোনাগাজী বলেছেন:



আপনার অবদানের স্বীকৃতি হিসেবে আপনাকে বিচারিকের দায়িত্ব দেয়া হয়েছে; এতে সবাই খুশী হয়েছেন; আবারো শুভেচ্ছা।

২০| ১৩ ই জুন, ২০২৩ রাত ৩:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:




ধন্যবাদ।
পড়াশোনা করতে যখন বিদেশে গিয়েছিলাম তখন সেখানে স্থায়ী হবো সে ভাবনাটাই ছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ভাবনায় পরিবর্তন আসে। এজন্য প্রয়োজনের তাগিদে বেশ ক'বছর প্রবাসে থাকলেও দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পেছেন দেশপ্রেম, নতুন কিছু করা, উদ্যোক্তা হওয়া এসব বিষয় প্রাধান্য পাইলেও বিদেশের বেশ কিছু নেতিবাচক অভিজ্ঞতা ফিরে আসার অন্যতম কারণ ছিল। কিন্তু বাস্তবতা খুব কঠিন, দেশে ফিরে তা উপলব্ধি করেছি। আমি চা ব্যবসায়ী। সম্পূর্ণ নিজের পরিশ্রম এবং মনোবলে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছি। করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতার জন্য কঠিন সংগ্রাম করছি। বর্তমান কঠিন হলেও আগামীর দিনগুলো সুন্দর ও ইতিবাচক হবে এই প্রত্যাশা আছে।

আশীর্বাদ করবেন।

১৩ ই জুন, ২০২৩ সকাল ১০:২৭

সোনাগাজী বলেছেন:



ব্যবসায় আপনার সফলতা কামনা করছি।

আমি বিদেশে পড়ালেখা শেষ করার পর, দেশে চাকুরী করেছিলাম; উহাতে চলতে না'পেরে বিদেশে চাকুরী করতে গিয়ে হেরে গেছি, জীবনটা প্রবাসে কেটে গেছে। কয়েক দেশে চাকুরী করার ফলে, সঠিকভাবে দেশে কোন কিছু চেষ্টা করা হয়নি। আমি ভুল করেছি চাষবাস ছেড়ে দিয়ে। আমি দেশে এসে চাষবাস করার কথা ভাবছি। ভালো থাুন।

২১| ১৩ ই জুন, ২০২৩ সকাল ১০:১৮

নূর আলম হিরণ বলেছেন: অবশ্যই ব্লগে সময়ের সাথে সাথে নিজের ভাবনা ও জ্ঞানের সীমা বৃদ্ধি পায়। তবে ব্যতিক্রমও আছে, অনেকে অনেকের ভুল ধারণা আকড়ে থাকতে পছন্দ করে।

১৩ ই জুন, ২০২৩ সকাল ১০:৩০

সোনাগাজী বলেছেন:



আমাদের মানুষকে বিশ্বের সাথে তালমিলানোর সুযোগ দেয়া হয়নি, আলাদা করে রাখা হয়েছে।

২২| ১৩ ই জুন, ২০২৩ সকাল ১০:৩৩

ডার্ক ম্যান বলেছেন: আমার লেখার মান কেমন বলে আপনার মনে হয়??

১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:



প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে, আপনার লেখার মান মোটামুটি। আপনি পাঠকদের নজরে এসেছেন সম্প্রতি; বিশেষ করে, বিয়ে-ভাংগা নারীদের জীবনের উপর আলোকপাত করে; আপনার লেখাগুলো ( বিয়ে ভাংগা নারীদের নিয়ে) সার্বজনীন ছিলো না, একটু একচোখা ছিলো।

আপনি লিকের লেখা সরায়েছেন কেন?

২৩| ১৩ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি কবে কমেন্ট ব্যান মুক্ত হবেন?

১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:


অনিশ্চিত

২৪| ১৩ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৯

অক্পটে বলেছেন: ব্লগটা প্রতিনিয়তই একটা শেখার জায়গা। ব্লগের মানুষজন আরো একটু উদার হলে আরো অনেক কিছুই শেখা যেত।

১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৫

সোনাগাজী বলেছেন:




ব্লগ হচ্ছে বাংগালী শিক্ষিত সমাজের প্রতিচ্ছবি।

২৫| ১৩ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

আমি সাজিদ বলেছেন: আপনার পড়া সেরা নন ফিকশনগুলো বেশ স্ববিরোধী।

১৩ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



স্ববিরোধী কেন বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.