নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের নির্বাচন নিয়ে ৬ কংগ্রেসম্যানের চিঠি

১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৯



আমেরিকান কংগ্রেসের ৬ জন সদস্য: জিম কস্টা, জেমস ম্যাকগভার্ন, বারবারা লি, ডিনা টাইটাস, জেমি রাসকিন ও উইলিয়াম কিটিং সেই দেশের ফরেন সেক্রটারীকে চিঠি লিখে জানিয়েছে যে, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেক্রটারী যেন সেই ব্যবস্হা নেন। ইহা একটি ভালো পদক্ষেপ। আমেরিকার নির্বাচন সুষ্ঠু, যারা কংগ্রেসে নির্বাচিত হয়, তারা রাজনীতিতে দক্ষ, এরা কমপক্ষে ২ বার সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে আমেরিকান কংগ্রেসে এসেছে।

আমেরিকান কংগ্রেসের মোট সদস্য ৪৩৫ জন। আমার প্রশ্ন, মাত্র এই ৬ জন কেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে কথা বলছে? বাকীরা কেন এই ব্যাপারে কিছু বলছে না? উত্তরটা সহজ, এরা আসলে হয়তো বাংলাদেশের নির্বাচন সম্পর্কে সঠিক কিছু জানেন না; তবে, সাধারণভাবে বুঝে যে, বাংলাদেশ, বার্মা, পাকিস্তান, এসব দেশের নির্বাচন ঠিক আমেরিকার মতো সুষ্ঠু হয় না।

এরা যদি জানে যে, জয়নাল হাজারী, আওরংগ, পিন্টু, আব্বাস, শামীম ওসমান, ফালু, বদি, বদির বউ, বেগম জিয়া, প্রমুখ কি ধরণের মানুষ ছিলেো, এবং এরা বাংলাদেশের এমপি ছিলেো, তারা অবাক হয়ে যাবে যে, কোন সুষ্টু নির্বাচনে এরা নির্বাচিত হয়েছিলো! কিংবা এরাই যদি নির্বাচিত হবে, সেখানে সুষ্ঠু নির্বাচনের দরকার কেন?

যেই ৬ জন চিঠি লিখেছে, ওদেরকে নির্বাচনে প্রার্থী কে করেছে? পিন্টু, ফালু, আব্বাসকে কে বা কারা প্রার্থী করেছে? বদি, বদির বউ, জয়নাল হাজারী, শামীম ওসমানকে প্রার্থী কে করেছে? এসব কংগ্রেসম্যানরা কি সঠিকভাবে এসব বুঝে?

৬ জন থেকে চিঠি আসার কারণ আপনারা হয়তো জানেন। এই ৬ জনের অনুরোধে ফরেন সেক্রেটারী যদি বাংলাদেশ সরকারকে কোন চিঠি দেয়, সেটা নিয়েও ব্লগে পোষ্ট আসবে; হয় আমি, না'হয় না'হল তরকারী সাহেব থেকে পোষ্ট আশা করতে পারেন।

কংগ্রসম্যানরা এই ধরণের চিঠি ইয়েমেনের জন্যও লেখেন, আফগানিস্তানের জন্যও লেখেন, সিরিয়ার জন্য লেখেন, তুরস্কের জন্য লেখেন; এদের চিঠির উত্তরও দেয়া হয়; কিন্তু বদির যায়গায় বদির বউ, এরশাদের যায়গায় এরশাদের বউ, খোকার যায়গায় খোকার ছেলে, পিন্টুর যায়গায় পিন্টুর ছেলে যদি নমিনেশন পায়, সেই নির্বাচন সুষ্ঠু হবে কিভাবে?


মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: চোখে পরার মতো বেশ কিছু টাইপো রয়ে গিয়েছে, প্লিজ ঠিক করে দিন।

১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ

২| ১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তারা রাজনীতিতে দক্ষ আবার বলছেন তারা বাংলাদেশের নির্বাচন সম্পর্কে জানেন না কথাগুলো অনেকটা স্ববিরোধী।

১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:




তারা আমেরিকান রাজনীতিতে দক্ষ, বাংলাদেশে কি ঘটছে, বাংলাদেশের রাজনীতিবিদরাও বুঝে না; বিদেশীরা ডিটেইলস বুঝতে হলে, সেই দেশে যাওয়া আসা থাকতে হয়।

৩| ১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৯

কামাল১৮ বলেছেন: পশ্চিম যত চাপাচাপি করবে বাংলাদেশ তত পুবদিকে সরে যাবে।ইতিমধ্যে অনেকটা সরে গেছে।ইউক্রেন যুদ্ধে বিশ্ব ইতিমধ্যে দুই ভাগ হয়ে গেছে।

১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশকে কেহ চাপ দিচ্ছে না, ব্যুরোক্রেটরা চীনের দিকে সরছে; কারণ, তারা চীনাদের সাথে মিলে ডাকাতী করছে।

৪| ১৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাঙ্গালী পশ্চিম থেকে পূবে যাবে, পূব থেকে পশ্চিমে যাবে, তথাপি স্বস্থানে থেকে ভালো মানুষ হবে না।

১৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



আমাদের নেতারা কাজ জানতো না, ভিক্ষা করে চলতো; কাজে শক্ত ও দক্ষ না'হলে, দ্বারে দ্বারে ঘুরতে হয়, ভিক্ষা করতে হয়।

৫| ১৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

নতুন বলেছেন: আমেরিকান কংগ্রেসের ৬ জন সদস্য: জিম কস্টা, জেমস ম্যাকগভার্ন, বারবারা লি, ডিনা টাইটাস, জেমি রাসকিন ও উইলিয়াম কিটিং সেই দেশের ফরেন সেক্রটারীকে চিঠি লিখে জানিয়েছে যে, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেক্রটারী যেন সেই ব্যবস্হা নেন। ইহা একটি ভালো পদক্ষেপ।

এই কস্টা কিটিং রা বাংলাদেশ কোথায় তা ম্যেপে দেখাতে পারবে?

আমাদের দেশের ভোটের কেন্দে কি হয় তার সম্পর্কে কোন ধারনা নাই।

১৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



অনেক আমেরিকান ভুগোলে কাঁচা; অনেক জানতে চায়, বাংলাদেশ কোথায়!

জিয়া, বেগম জিয়া, এরশাদ, রওশন ও শেখ হাসিনা দেশে যেসব সমস্যা সৃষ্টি করেছে, এগুলো থেকে বের হওয়া অসম্ভব ব্যাপার।

৬| ১৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

নতুন বলেছেন: জিয়া, বেগম জিয়া, এরশাদ, রওশন ও শেখ হাসিনা দেশে যেসব সমস্যা সৃষ্টি করেছে, এগুলো থেকে বের হওয়া অসম্ভব ব্যাপার।

যদি শেখ হাসিনা বলে যে কোন নেতা কর্মী ভোট কাটবেনা, তবে সেটা বন্ধ করা সম্ভব।

কিন্তু আয়ামীলীগের নেতারা জানে ভোট না কাটলে তারা নিবাচনে জয়ী হতে পারবেনা। :(

বিদেশীরা যা বলে সেটা সভ্য মানুষের জন্য, আমরা তো এখনো সেই লেভেলে যেতে পারিনাই।

দেশে এখনো অন্য দলে ভোট দিলে রাতে বাড়ীতে আক্রমন করে, ভোট কেন্দ্রে গিয়ে দেখে অন্যরা সিল মেরে দিয়েছে। অথবা আগেই কেউ্ ভোট দিয়ে দিয়েছে। :(

এই সব সিনারিও জিম কস্টা, জেমস ম্যাকগভার্ন, বারবারা লি, ডিনা টাইটাস, জেমি রাসকিন ও উইলিয়াম কিটিং মিটিংরা কল্পনাও করে না।

১৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:



আমাদের ভোটের ডিটেইলস বেশীরভাগ আমেরিকানরা জানার কথা নয়।

শেখ হাসিনার বড় সমস্যা, উনি সময় ও জনপ্রিয়তা পেয়েও কাজে লাগাতে পারেননি; উনার দল নির্বাচনে অসততা করে দুষ্টদের জিতায়েছে।

নির্বাচনে অসততা করে যদি কিছু দক্ষ ও জ্ঞানীকে নির্বাচিত করতো, সেসব নির্বাচিতরা সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা করতে পারতো।

৭| ১৫ ই জুন, ২০২৩ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: তবু চীনারা ভাগ দেয়।আমেরিকা সুই সুতাটাও নিয়ে যায়।রেখে যায় কামান বন্দুক।যাতে নিজেরা যুদ্ধ করে মরে।ইরাক আফগান তার প্রমান।দুই টাকার সম্পদও রেখে যায়নাই।কিন্তু কামান বন্দুক সব রেখে গেছে।

১৫ ই জুন, ২০২৩ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:



আফগানিস্তানে কি ঘটেছে, তা আপনি কি দেখেননি?

আমেরিকার ৩০০০ মানুষ মেরে বিন লাদেন আফগানিস্তানে বসে বস কাবাব খাবে, ইহা আমেরিকার মানুষ সহ্য করার কথা নয়।

৮| ১৫ ই জুন, ২০২৩ রাত ৮:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

এই ৬ জন ডেমোক্রেট কংগ্রেস ম্যন কেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে কথা বলছে? বাকীরা কেন এই ব্যাপারে কিছু বলছে না?

এই কংগ্রেসম্যানরা চিঠি লিখবে কেন?
কোন কিছু সদস্য সমস্যায় তো একমত হলে সবাই মিলে একটা প্রস্তাব করবে। বিল আনবে বা হাউসে উত্থাপন করবে। চিঠি আবার কি?

উত্তরটা সহজ, আমেরিকায় লবিং ব্যবসা একটি বৈধ সিস্টেম।
লবিং মানে টাকার বিনিময়ে দালালি তদবির। টাকা খরচ করেছেন মেপে মেপে।

এর আগেও রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসমেন কে দিয়ে চিঠি লেখানো হয়েছিল। মেপে মেপে ৬ জন।

ইউরোপের ইউনিয়নের পার্লামেন্ট সদস্য সেখানেও মেপে মেপে ছয় জন কে দিয়ে বলানো হয়েছিল।

চিঠির ভাষাযই বলে
এরা সারা জীবন একবারও বাংলাদেশে আসেনি বাংলাদেশ সম্বন্ধে তেমন কিছুই জানে না, যে চিঠিতে স্বাক্ষর করেছে সে ভালোভাবে চিঠিটা পড়েছে কিনা তাও সন্দেহ।
টাকায় কথা বলে।

১৫ ই জুন, ২০২৩ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:



শান্ত্বনার লবিং

৯| ১৫ ই জুন, ২০২৩ রাত ৮:২৯

ডার্ক ম্যান বলেছেন: এসব চিঠি দিয়ে কাজ হবে না।

১৫ ই জুন, ২০২৩ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



এগুলো লবিং'এর ফরমালিটিস।

১০| ১৫ ই জুন, ২০২৩ রাত ৯:১৬

তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগ ১৫ বছর ধরে ক্ষমতায়, বিএনপির লোকজনের থেকে তাদের টাকা, শক্তি কয়েকশত গুন বেশী তাহলে আওয়ামীলিগ কেন তাদের পক্ষে একটা চিঠি বা বিবৃতি আনতে পারে না? এতই সোজা এরা কি বাংলাদেশের এমপি-মন্ত্রী?

১। রিপাবলিকান ৬ কংগ্রেসম্যানরা বলেছে সেনাবাহিনী,পুলিশসহ সব বাহিনীকে শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করতে, যারা আছে তাদেরকে পাঠিয়ে দিতে। গনতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশ কে আরো নিষেধাজ্ঞা দিতে।
২। ইউরোপিয়ান ৬ পার্লামেন্ট মেম্বার কেয়ার টেকেরের অধীনে নির্বাচন চেয়েছে। বিরোধীদের উপর হত্যা-নির্যাতন চালানোর জন্য ক্ষমতাশীনদের বিরোদ্ধে কঠুর পদক্ষেপ নেওয়ার জন্য বলছে।
৩। আওয়ামীলিগের ফ্যাসিবাদের পক্ষে চিনাদের লাফালাফির জন্য আপনার নেত্রীর পতন আরো দ্রুত হবে।
৪। ইউরোপ-আমেরিকার বর্তমান পদক্ষেপগুলো বাংলাদেশের ৯০% মানুষ সমর্থন করছে। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য তাদের পদক্ষেপগুলো খুবই কার্যকর হবে।

১৫ ই জুন, ২০২৩ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:




সরকারও লবিং'এ অনেক ডলার খরচ করছে নিশ্চয়।

আমেরিকা জিয়াকে ও এরশাদকে ক্ষমতায় আসতে্ সাহায্য করেছিলো; আপনারা উহাদের ছানাপোনা; দেখেন আবার সাহায্য করে কিনা।

১১| ১৫ ই জুন, ২০২৩ রাত ১১:৪৪

কাছের-মানুষ বলেছেন: আমেরিকায় কংগ্রেসমেনের চিঠি লেখা খুব বড় কিছু না! আমেরিকাতে লবিং ভালই চলে আর সেই চিঠিও তার অফিস করে! আমি দেখেছি অনেকে ইমিগ্রেসন কাগজপত্র প্রসেসিং ধীর গতির হলে নিজ এলাকার কনগ্রেসমেন এর সাথে যোগাযোগ করলে তার অফিস আবেধনকারির পক্ষ থেকে USCIS এর সাথে যোগাযোগ করে খোজখবর নেয়! আমার গ্রিন কার্ড আসতে দেরি হয়েছিল বিদায় আমি কনগ্রেসমেন অফিসে যোগাযোগের চেষ্টা করেছিলাম!

আপনাকে কমেন্ট ব্যান্ট থেকে মুক্ত করার কোন আলামত দেখছি না! আমার মনে হয় আপনাকে সপ্তাহে অন্তত একদিন কমেন্ট করার সুযোগ দেয়া উচিৎ! সপ্তাহের একদিন হবে আপনার কমেন্ট মুক্তি দিবস!


১৫ ই জুন, ২০২৩ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:


আমাকে কমেন্টব্যান করা হয়েছে কেন, উহা আমার কাছে পরিস্কার নয়।

কংগ্রেসম্যানদের অফিসে গেলে, অফিসের লোকেরা সাহায্য করার চেষ্টা করে; ওদের ইলেকশান তহবিলে দানও করা যায়।

১২| ১৬ ই জুন, ২০২৩ সকাল ৭:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের দুষ্টু রাজনীতির বিষয়ে আমেরিকা কতটুকু ওয়াকিবহাল? আমার ধারণা ওদের যা বোঝানো হয়, তাই বুঝে। বাংলাদেশ উদার গণতান্ত্রিক হতে হলে দেশের মানুষকেও সভ্য হতে হবে। বিম্পি-আম্লীগ চক্রের ঘূর্ণায়ণে এখানে মারামারি, খুনোখুনি ছাড়া সভ্যতা, ভদ্রতার বালাই নেই।

১৬ ই জুন, ২০২৩ সকাল ৮:৪১

সোনাগাজী বলেছেন:



আপনি পড়তে গিয়ে পরিবারের অবস্হা কি হয়েছিলো? গ্রামের চাষী পরিবার ও শহরের দৈনিক শ্রমিকদের পরিবারগুলো শিক্ষিত হতে কত যুগ লাগবে?

যদি ওদের পড়ালেখা ফ্রি হতো, ও তাদেরকে পড়ালেখায় সাহায্য করা হতো, কত কম সময়ে মানুষ একটা লেভেলে আসতে পারতো!

১৬ ই জুন, ২০২৩ সকাল ৮:৪৬

সোনাগাজী বলেছেন:



ওদের ধারণা, বাংলাদেশ, পাকিস্তান, আরবরা ও আফ্রিকানরা দেশ চালনা করতে জানে না।

১৩| ১৬ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই চিঠি সম্ভবত লবিংয়ের ফলাফল। মাত্র ৬ জন স্বাক্ষর করেছে। যারা চিঠিতে স্বাক্ষর করেছে তারা বাংলাদেশের সমাজ, রাজনীতি সম্পর্কে কতটুকু জানে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।

১৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:




অবশ্যই ইহা লবিয়ের টাকার গুণ, ভেতরে কিছু নেই।

১৪| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: শাহজাহান সিরাজ এখন কোথায় জানেন?
উনি এখন সুইজারল্যান্ডে আছেন। উনি সুইজারল্যান্ডে কি করছেন?

১৫| ১৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



উনি ২০২০ সালে পরলোক গমণ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.