নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাড়ী কোথায়, ইহা তো জাংক!

২১ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৫



আমেরিকায় বিশ্বের সব জাতির লোকজন ইমিগ্রেন্ট হয়ে আসে, সময়ের সাথে একদিন আমরিকানে পরিণত হয়; আমি ১ জন ভিয়েতনামী তরুণের সাথে জড়ায়ে গিয়েছিলাম, ওর কথাবার্তা আমার কাছে জোকের মতো লাগছিলো।

অক্টোবরের ঠান্ডা বিকেলে কুইন্সে গেছি; অনেক কষ্টে ১ ম্যাকডোনাল্ড রেষ্টুরেন্টের সামনে পার্কিং পেলাম। কাজ শেষে বাড়ী ফেরার পালা, বেলা ডুবেনি, হালকা বৃষ্টি ও কুয়াশার কারণে অনেকটা অন্ধকার হয়ে এসেছে। গাড়ীতে উঠে, ঠাঁসাঠাঁসি প্যারালাল পার্কিং থেকে বের হতে গিয়ে আমার গাড়ী সামনের ও পেছনের গাড়ীর বাম্পারে লেগেছ সামান্য। অনেকটা বের হয়ে গেছি, তখন দেখি, ছোটখাট আকাররের ১ লোক আমার পথ আটকে দাঁড়ায়েছে; দরজার কাঁচ নামায়ে জিজ্ঞেস করলাম,
-ব্যাপার কি?
-তুমি আমার গাড়ী ভেংগে ফেলেছ। গাড়ী থেকে নেমে দেখ, তুমি কি করেছ?

আমার গাড়ী সামনের ও পেছনের গাড়ীকে সামান্য চুম্বন করেছে মাত্র, গাড়ী ভাংলো কি করে? নামলাম। দেখি, আমার পেছনে ১৯৬০ সালের দিকের কচ্ছইব্যা মডেলের ভকস-ওয়াগেন, স্বাস্হ্য খুবই খারাপ; উহার সামনের বাম্পার রশি দিয়ে বাঁধা ছিলো, এখন মাটিতে পড়ে আছে; ইহাই তার গাড়ী, উহাকে এখানে আনলো কি করে? উহা তো চলার কথা নয়।আমি বললাম,
-তোমার গাড়ী কই?
-অন্ধ নাকি? চোখের সামনে ভকস-ওয়াগেন দেখছ না?
-ইহাকে তুমি গাড়ী বলছ? ইহা তো জাংক!
-শোন, তুমি আমাকে অপমাণিত করছ, জাংক মাংক বললে, আমি পুলিশ ডাকবো।
-এই জাংক রাস্তায় আনার কারণে পুলিশ তোমাকে ৩০০ ডলারের টিকিট দেবে।

এই অবস্হায়, জাংক'এর দরজা খুলে ছোটখাট এক ভিয়েতনামী সুন্দরী বেরিয়ে এলো, হাতে ১ ডলারের হ্যামবার্গার; বেচারা ভেতরে বসে খাচ্ছিলো, মনে হয়, এখন সে ঝগড়ায় যোগ দিলো, সে আমাকে বলে,
-তুমি ধাক্কা দিয়ে গাড়ী ভেংগেছ, এখন উহাকে জাংক জাংক করছ কেন, ইহা কি তুমি কিনে দিয়েছ?
-এই গাড়ী তোমার কে হয়?
-গাড়ী আমার কেহ হয় না, ইহা আমার বয়ফ্রেন্ডের গাড়ী!
-এই ভাংগাচুরা লোকটা তোমার বয়ফ্রেন্ড? তুমি অন্ধ নাকি, আর মানুষ পাওনি? ডিনারে সময়ে, তোামর হাতে ১ ডলারের হ্যামবার্গার? আমার গাড়ীতে উঠে বস, আমি তোমাকে বেষ্ট রাষ্টুরেন্টে নিয়ে যাবো।
-আমি তোমার সাথে যাবার জন্য বসে নেই; গাড়ী ভেংগেছ, ক্ষতিপুরণ দাও, না'হয় পুলিশ ডাকবো।
-আমি পকেট থেকে ৩ ডলার বের করে ছেলের সামনে ধরলাম; ছেলে বলে,
-হেই, এটা ঠিক করতে ৪০০ ডলার লাগবে।
-তুমি গাড়ী কত দিয়ে কিনেছ? ইহাকে এখান থেকে জাংক ইয়ার্ডে নিতে হলে ২০০ ডলার খরচ হবে।
-শোন, ইহা রিপেয়ার করার টাকা না দিয়ে তুমি কোথায় যেতে পারবা না।
-আমি তোমার জন্য বৃষ্টিতে ভিজে জাংক পাহারা দেবো ভাবছ?

আমি ৫ ডলারের ১টা নোট ছেলের দিকে দিয়ে বললাম,
-যাও, তুমি ২ ডলারে একটা বিগ-ম্যাক কিনো, আর সুন্দরীকে ৩ ডলার দিয়ে ১টি কোয়ার্টার পাউন্ডার কিনে দাও; এখন আমার সামনের থেকে সর।


মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৯

আমি সাজিদ বলেছেন: গানশটের ভয় টয় নাই নাকি?

২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:


মানসিক রোগী না'হলে কেহ গান বের করে না; মানুষের সাথে মানুষের যোগাযোগ কম হওয়াতে লাখ লাখ মানুষ একাকিত্বে ভোগে; ইহার ফলে, মানসিক সমস্যা বেড়ে গেছে এই দেশে।

২| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:২২

মিরোরডডল বলেছেন:



পুরোনো লেখা, আগে পড়েছি।

পড়তে মজাই লেগেছে তবে যত ভাঙা গাড়ি হোক এভাবে কিন্তু বলতে নেই :)

২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:


আগে পড়েছেন, এখন রিভিউ হলো; আপনি নিজকে প্রস্তত মনে করলে, ইহার উপর পরীক্ষা দিতে পারেন।

তার গাড়ীর বাম্পার রশি দিয়ে বাঁধা ছিলো, সামান্য লাগাতে উহা মাটিতে পড়ে গিয়েছিলো; পুর্ব এশিয়ার লোকজন লোভী।

৩| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৩

মিরোরডডল বলেছেন:



এই ভাংগাচুরা লোকটা তোমার বয়ফ্রেন্ড? তুমি অন্ধ নাকি, আর মানুষ পাওনি? ডিনারে সময়ে, তোামর হাতে ১ ডলারের হ্যামবার্গার? আমার গাড়ীতে উঠে বস, আমি তোমাকে বেষ্ট রাষ্টুরেন্টে নিয়ে যাবো।

you are unbelievable!!! :)

রক্ষা, দুজনে মিলে যে চ্যাংদোলা করে ফেলেনি !!

২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:




আমি আগে ২'জনের দৈর্ঘ প্রস্হ মেপে নিয়েছি। একটু নিরুসাহিত করার দরকার ছিলো।

৪| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৯

মিরোরডডল বলেছেন:



পুর্ব এশিয়ার লোকজন লোভী

জেনারেলাইজ করে কি বলা যায়!!!
সব জায়গায় ভালোমন্দ আছে।

২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:


আমাদের দেশ, বার্মা, ফিলিপিন, কম্পুচিয়া ও ভিয়েতনামে ভালোর সংখ্যা কম।

৫| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫৬

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন:

আগে পড়েছেন, এখন রিভিউ হলো; আপনি নিজকে প্রস্তত মনে করলে, ইহার উপর পরীক্ষা দিতে পারেন।


you're really something. :)

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



বাংলায় কি রকম, জানার দরকার আছে!

৬| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

কামাল১৮ বলেছেন: সরে ছিলো বলে মনে হয় না।পরে আরো কিছু ঘটনা ঘটেছিলো।আপনার সাথে অনেক মজার ঘটনা ঘটে।অথবা আপনি মঝা করে লিখতেপারেন।

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



পরে সামান্য কথা কাটাকাটি হয়েছিলো; বাম্পার রশি দিয়ে বাঁধা ছিলো, তাদের ক্লেইম টিকেনি।

৭| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

মিরোরডডল বলেছেন: .




বার্মা আর কম্পুচিয়া সম্পর্কে নো আইডিয়া, তাদের সাথে অভিজ্ঞতা নেই।
কিন্তু একাধিক ভিয়েতনামি ফিলিপিনোর সাথে মেলামেশা হয়েছে।
খারাপ না। বিশেষ করে ভিয়েতনামি আর ফিলিপিনো ক্লোজ ফ্রেন্ড আছে।
দুজনেই খুব ভালো মানুষ।

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



শিক্ষিতরা ফিলিপিনোরা বাইরের দেশে চলে যায়; অশিক্ষিতরা কোন ধরণের সুযোগ পায় না, দেশে গন্ডগোল করে; সম্রতি ভিয়েতনামে বিদেশী বিনিয়োগ বেড়েছে, অবস্হা ভালোর দিকে।

৮| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

মিরোরডডল বলেছেন:




কামাল১৮ বলেছেন: সরে ছিলো বলে মনে হয় না।পরে আরো কিছু ঘটনা ঘটেছিলো।

আমিও একমত।

কাহিনী কিন্তু ইনকমপ্লিট ছিলো, লাস্ট কথাটা বলার পর কি হয়েছিলো সেটা কিন্তু খেলাঘর আর বলেনি :)

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



পরে তেমন কিছু ঘটেনি, আমি যখন দেসখেছি যে, বাম্পার রশি দিয়ে বাঁধানো ছিলো, তাদের ক্লেইম টিকেনি; ওরা চুপ হয়ে গেছে।

৯| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

চেয়ারম্যান সাব বলেছেন:




হোঁহোঁহোঁ...... মামু তুমি জাত জড়োয়া বটে। নানাও কি অমন জড়োয়া ছিলো?

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:




তিনি গন্ডগোল করার সুযোগ পাননি, গ্রামের মাতব্বর ছিলেন; তবে, প্রানবন্ত ছিলেন, হাসিখুশী থাকতেন।

১০| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

চেয়ারম্যান সাব বলেছেন:



আহা! বড্ড ভাল লোক ছিলো তবে। RIP. তাইতো বলে, আলেমের ঘরে জালেম জন্ম নেয়। তা মামু কতবার জেল-জরিমানা খাটছো? সেসব কাহিণী যদি লিখতা

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



ক্রাইম ট্রাইম করি না, সামান্য এটা সেটা করি; বেশীরভাগ লোকজন আমাকে পছন্দ করেন, এজন্য আড্ডায় নিমন্ত্রণ পাই।

১১| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

চেয়ারম্যান সাব বলেছেন:



তুমি ক্রাইম করলেও বুঝে-শুনে করবা তাই সে নিপাতনে সিদ্ধ। আজ দেখলাম একজনে সেই কখন হতে পোস্ট দিয়ে মাত্র ৬ টা কমেন্ট পাইছে। তুমি ব্যান না থাকলে হয়তো ১ টা বেশি পাইতো। এ নিয়ে তোমার মন্তব্য কি?

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



গত ২ মাসে আমি ৩০০০ কমেন্ট করতে পারতাম; যারা আমার কমেন্ট বন্ধ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তারা কমেন্টের অভাবে ব্লগ ছাড়বে; কয়েকজনের অবস্হা বেশ খারাপ।

১২| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার উচিত ছিল আরেকটা শক্ত রশি কিনে দেয়া যেন ওরা বাম্পারটা আবার বাধতে পারে।

আপনার বুদ্ধি আছে আগে সাইজ মেপে তার পড়ে ঝগড়া করেন।

২১ শে জুন, ২০২৩ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:



ঝগড়ার কোন নিয়ম মানে না; তবে, প্রতিপক্ষের শারীরিক অবস্হাটা হিসেবের মাঝে রাখার দরকার।

১৩| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলে বিরাট ক্যাচাল লেগে যেত। হাতাহাতি হতো। থানা পুলিশ হতো নিশ্চিত।

২১ শে জুন, ২০২৩ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:



এখানে সবার মনে পুলিশের ভাবনাটা এসে যায়; ফলে, এক সময় ঝগড়া থেমে যায়।

১৪| ২১ শে জুন, ২০২৩ রাত ৯:০১

রানার ব্লগ বলেছেন: আপনার ভাগ্য ভালো যে ছেলেটা আপনার নাক বরাবর কিছু ছুড়ে মারে নাই ।

২১ শে জুন, ২০২৩ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



আমি ঝগড়া করলেও হাসিমুখে থাকি, ফানি কথাবার্তা বলি; ফলে, হঠাৎ কিছু ঘটার সম্ভাবনা কম।

১৫| ২১ শে জুন, ২০২৩ রাত ৯:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার পোস্টে আপনার কেরামতি যা শোনা যায়, সোনার বাংলায় হলে কি যে হতো।

২১ শে জুন, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:




আমি ছোটখাট এটা সেটা করে থাকি, ক্রিমিনাল টাইপের কিছু নয়।

১৬| ২১ শে জুন, ২০২৩ রাত ১০:৪৬

বিষাদ সময় বলেছেন: আপনার এই টাইপের লেখাগুলো পড়ে বেশ ভাল লাগে।
আসলে আপনি ব্লগে যেমন বাস্তবেও তেমন ....... :)

২১ শে জুন, ২০২৩ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



ব্লগের মালটিগুলো বর্ণচোরা।
তবে, লেখা থেকে সবাইকে মোটামুটি বুঝা যায়।

১৭| ২১ শে জুন, ২০২৩ রাত ১০:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আগে পড়ছি। আগেরটাতে নুরু ভাই এর মন্তব্য ছিল এটাতে থাকবেনা। :(

২১ শে জুন, ২০২৩ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



নুরুভাই আধুনিক মানুষ ছিলেন।

১৮| ২২ শে জুন, ২০২৩ রাত ১২:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় ওরা আমেরিকাতে নতুন, তাই আপনি সুযোগ বুঝে ওদের এক হাত নিয়ে নিলেন।
তবে, ভুলেও কিন্তু এই কাজ বাংলাদেশে কারো সাথে করতে যাবেন না, তাহলে বিপদ হবে।

২২ শে জুন, ২০২৩ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



আসলে সুযোগটা নিয়েছে ওরা, আমার থেকে ৫ ডলার ওদের পাওনা ছিলো না; আমি সামান্য বিতর্কিত হাসির কথা বলেছি মাত্র।

১৯| ২২ শে জুন, ২০২৩ সকাল ১১:২৭

শাওন আহমাদ বলেছেন: ইশ! ভালোবাসার কি দাম! সুন্দ্রী আপা কুড়েঘর রেখে হোটেলে এলেন না, ভাবা যায় এগ্লা? ;)

২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:



আপা তো আসার কথা নয়, এগুলো ঝগড়ার বিবিধ লেভেল

২০| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কুইন্সের কথা লিখেছেন। তার মানে আপনি নিউ ইয়র্কে থাকেন। আগে পড়িনি। এবার পড়ে ভালো লাগলো।

২৩ শে জুন, ২০২৩ রাত ৩:৪৮

সোনাগাজী বলেছেন:


আমি নিউইয়র্কে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.