নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকার পতনের আন্দোলন থামাতে পারবে তো শেখ হাসিনা?

০৯ ই জুলাই, ২০২৩ ভোর ৬:০২



বিএনপি মোটামুটিভাবে ঘোষণা দিয়েছে যে, তারা সরকারের পতন ঘটাবে ( ১ দফা আন্দোলন ); তারা শরীক দলগুলোর সাথে মিটিং করছে, ১৫ তারিখের ভেতর চুড়ান্ত রোডম্যাপ দিবে ও আন্দোলন শুরু করবে। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার দায়িত্ব হবে প্রথমত: সরকারকে রক্ষা করা; সরকারের পতন হলে দেশ চালানোর দায়িত্ব ভুল হাতে চলে যেতে পারে।

বিএনপি-জামাত ২০১৬ সালে সরকার পতনের আন্দোলন করেছিলো; ফলাফল হয়েছে ভয়ংকর: ১৫০ জনের বেশী নিরীহ মানুষের প্রাণ গেছে, ২০০ জনের বেশী মানুষ অগ্নিদগ্ধ হয়ে পংগু হয়েছিলো; এদের কেহই কোন রকমের ক্ষতিপুরণ পায়নি। প্রায় ২ বিলিয়ন ডলারের সম্পদ বিনষ্ট ও ব্যবসায়িক ক্ষতি হয়েছিলো। আন্দোলনের রেশ ধরে, তত্বাধায়ক ( মিলিটারী, ২০০৭ সাল ) সরকারের আমলের মামলার দ্রুত নিস্পত্তি করে বেগম জিয়াকে ১০ বছরের সাজা দেয়া হয়।

২০১৬ সালের বিএনপি'র আন্দোলনের জন্য শেখ হাসিনার প্রস্তুতি ছিলো; আন্দোলনের শুরু ও শেষ দেখে মনে হয়েছে যে, শেখ হাসিনা প্রথমে বিএনপি-জামাতকে খেলতে দিয়েছে, পরে সফলভাবে তাদেরকে থামায়ে দিয়েছে।

এবার বিএনপি-জামাত নিয়ে শেখ হাসিনা একবারেই চুপ, তিনি কল্পিত আমেরিকান আক্রমণ থামাতে ব্যস্ত। ৩য় বিশ্বের দেশগুলোর জন্য আমেরিকার পররাষ্ট্র নীতি কিছুটা বদলে গেছে; এখন সোভিয়েত ইউনিয়ন নেই, সোস্যালিষ্ট ব্লকের সাথে কোল্ডওয়ার নেই, ৩য় বিশ্বের দেশগুলোকে দলে রাখার দরকার নেই, ওসব দেশের সরকার ও মিলিটারীর সাপোর্টের দরকার নেই। যেসব দেশের মানুষ ভালো, কাজ করে ভালো থাকতে চাচ্ছে, আমেরিকা তাদের পক্ষে আছে।

পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ইয়েমেন, আফগানিস্তান ও আফ্রিকার অনেক দেশে যা ঘটছে, এগুলো মানুষের জীবনযাত্রার মানকে নীচে নামিয়ে আনছে এবং এসব দেশের লোকজন ইউরোপ গিয়ে উঠছে, সাগরে ডুবছে। আমেরিকান ও ইউরোপিয়ান কুটনীতিবিদরা এসব অব্যবস্হার সমালোচনা করছে; এত মানুষ নেয়ার মতো অর্থনীতি ইউরোপের নেই। বাংলাদেশ সরকারের লোকেরা যে, লুটতরাজ চালাচ্ছে ইহা সবার আগে কুটনীতিবিদরা জানার কথা। এগুলো নিয়ে হয়তো শেখ হাসিনার সাথে আমেরিকান কুটনীতিবিদদের আলাপ হয়েছে, হচ্ছে, মনে হয়।

শেষ হাসিনা বয়সের ভারে যদি ন্যুয়ে না'হয়ে পড়েন; তিনি নিশ্চয় বিএনপি'কে থামাবেন। আমেরিকার ব্যাপারটা কি আসলে কোন ব্যাপার, নাকি উনার কোন ধরণের কৌশল, উহা বুঝা যাচ্ছে না।


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৩ ভোর ৬:১৯

কামাল১৮ বলেছেন: যদি সত্যি সত্যি ২০১৬ মতো এমন কোন আন্দোলন করতে চায় তবে এটাই হবে বিএনপির শেষ আন্দোলন।

০৯ ই জুলাই, ২০২৩ ভোর ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা কৌশলে ভোটের আগে মাঠে নামিয়ে, মোয়া হাতে বিদায়ের ব্যবস্হা করছে কিনা কে জানে!

২| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমেরিকার সাথে তুরস্কের আর ইরানের সাথে সৌদি আরবের নতুন কৌশলগত সম্পর্ক ফ্যাক্টর হিসেবে দেখা দিবে।

০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



তুরস্ক ও সৌদী ভালোই আছে; তাদের সম্পদ অনুসারে, আরো ভাল থাতে পারতো। ইরানের শিয়া ও সুন্নীর বরাবর বিভক্তি করে আরবদের ধ্বগসের মুখে ঠেলে দিয়েছে।

৩| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমেরিকা আর তুরস্ক একই ঘরানার। অন্য দিকে , সৌদি আরবের সাথে ইরানের নতুন সম্পর্ক স্থাপন হয়েছে তুরস্কের মধ্যস্থতায়।

এই আন্তর্জাতিক মেরুকরন আমাদের দেশের পরবর্তী নির্বাচনে নিশ্চিত ভাবে প্রভাব ফেলবে।

০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৯

সোনাগাজী বলেছেন:




আমাদের নিয়ে আরব ও তুর্কীরা কি মাথা ঘামায়? সৌদীরা পাকিস্তানের সাথে যুক্ত, তারা মুসলিম ব্রাদার্স। বাংলাদেশের সাথে আরবদের সম্পর্ক হলো সত্তা শ্রমিকের উৎস হিসেবে; এর বাহিরে অন্য কোন সম্পর্ক আছে বলে মনে হয় না।

৪| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৯:১৬

ধুলো মেঘ বলেছেন: তুর্কিরা যদি রাশিয়ার মিত্র হয়, তাহলে তারা ন্যাটোতে কি করছে?

০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৯:২০

সোনাগাজী বলেছেন:




তুর্কিরা ন্যাটোতে নামমাত্র আছে। আমেরিকা এরদোয়ানকে পছন্দ করে না।

৫| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২০

নজসু বলেছেন:



অসম্ভবকে সম্ভব করাও শেখ হাসিনার কাজ। :)
পেঁয়াজ ছাড়া তরকারী রান্না। কুমড়ো দিয়ে বেগুনি।
কাঁঠালের কাবাব আর যেন কি কি? 8-|
প্রধানমন্ত্রী এতো কঠিন কঠিন কাজ করে এসেছেন।
সুতরাং সরকার পতনের আন্দোলন থামানো উনার কাছে ওয়ান টু ব্যাপার। :) :) :)

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৮

সোনাগাজী বলেছেন:


সব আওয়ামী লীগ বিরোধী যদি রাস্তায় নেমে যায়, পুলিশ ও বিজিবি কোন ধরণের এ্যাকশান নিতে চাইবে না।

৬| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৭

কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় পারবেন! আমাদের উপমহাদেশের রাজনীতির হল মানুষ মারার রাজনীতি!

কলকাতায় নির্বাচন চলছে সম্ববত পঞ্চায়েত নির্বাচন, আজ আনন্দবাজার পত্রিকায় দেখলাম একদিনেই ১০ জন নিহিত, মারামারি কাটাকাটি অবস্থা আমাদের মতই!

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



বিজেপি মানুষকে অমানুষ করে ফেলেছে। আমাদের ১জন ব্লগার আছে কলকাতা থেকে, উনার বিবর্তন দেখলে বুঝতে পারবেন, মানুষ কি করে মানুষ থেকে হনুমানে রূপান্তরিত হয়।

৭| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এবার দু'দলেরই জন্যই অগ্নিপরীক্ষা যে হারবে তার অস্তিত্ব টিকে রাখা দায় হবে। এবার আওয়ামীলীগের ফাঁদে বিএনপি পা দেবেনা এটাই আওয়ামীলীগের বড় চিন্তার বিষয়।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০১

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগকে সোজা করার দরকার, তবে বিএনপি'কে বিলুপ্ত করার দরকার।

৮| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৩

রানার ব্লগ বলেছেন: সাধারন মানুষ এদের নিয়ে চিন্তিত নয়।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৪

সোনাগাজী বলেছেন:



সাধারণ মানুষের জন্য আছে আরব, মালয়েশিয়া ও দেশে সারাদিন কাজ করে দরকারী খাবারটুকু যোগাড় করতে না'পারার বিড়ম্বনা।

৯| ০৯ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: সব কিছু লেজে গোবরে হয়ে যাচ্ছে , আমার কাছে এরকমটাই লাগছে । এটাই বি এন পির শেষ আন্দোলন এবং এর পর বি এন পি ছোট ছোট উপসংহারে গিয়ে দাঁড়াবে । এখনি অগ্রিম কোন বার্তা নয় বরং দেখতে হবে কি ঘটতে যাচ্ছে ।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাতকে বাদ দিয়ে একটা আন্দোলন করে, দেশ থেকে সব ব্যুরোক্রেট, সব ঋনখেলাপি, সব ড: হাছান মাহমুদ, সব হানিফ, সব বদিকে বের করে দেয়ার দরকার।

১০| ০৯ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:

সরকার পতনের আন্দোলন শুরুই হবে না।
খিচুড়ি খাইয়ে হাতে কিছু টাকা দিয়ে দলীয় অফিসের সামনে, বড়জোড় প্রেসক্লাবের সামনে কিছু লোক জড় করে হইচই হবে, এর বেশি কিছু না।
লোক জড় করতে পারতো মামুনুল কিন্তু তার নুনু কেটে দেয়া হয়েছে।
নুরাও পারতো, কিন্তু শেষ। শেষ। নুরাকে চ্যাপ্টা করে ফেলা হয়েছে। নুরার দলই করেছে। সরকারকে কিছুই করতে হয় নি।
এখন বিএনপির শেষ ভরসা শেষ ভরসা হিরো আলম।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:



মনে হয়, শেখ হাসিনা বুঝার শুরু করেছেন যে, তিনি আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, আওয়ামী লীগে রাজনীতিবিদ নেই: আছে ছাঁদাবাজ, ভুমিদস্যু, ঋণ খেলাপী,আলম ব্রাদার্স, বেক্সিমকো, সিকদার ব্রাদার্স, খুলনা পাওয়াররা।

১১| ০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ষড়যন্ত্র নামক একটা পুরাতন যন্ত্রের নিকট একদা আওয়ামী লীগ হেরে গিয়ে ছিলো। বিএনপির হাতে তেমন কোন শক্তিশালী যন্ত্র থাকলে তা’ মোকাবেলা করা সরকারের পক্ষে কঠিন হবে।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের নীচু মানের লোকজন হচ্ছে বিএনপি'র নেতা; তবে, তাদের অনুসরণ করে আওয়ামী লীগ বিরোধীরা ও সাধারণ মানুষ রাস্তায় নামে, পুলিশ ও বিজিবি মানুষকে থামাতে পারবে না।

১২| ০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৫

তানভির জুমার বলেছেন: ৭১ এর পর দেশে সবচেয়ে বড় ট্রাজেডি হল আওয়ামীলিগ ১০ বছর অস্র, দিয়ে ভোট চুরি করে, অবৈধভাবে ক্ষমতায় থেকেছে ইহার বিচার হতেই হবে। বিরোধীদের যেভাবে হত্যা, গুম, আর নির্যাতন চালিয়েছে এর একভাগ আওয়ামীলিগের উপর প্রয়োগ করে আওয়ামীলিগ বলে কিছুই থাকবে না, আওয়মীলিগ দেশ কে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। আওয়ামিলীগ যতদিন ক্ষমতায় থাকবে তত দেশের ক্ষতি হতেই থাকবে।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা গত ১০ বছরে দেশের মুল সেক্টরগুলোর: শিক্ষা, চাকুরী, বাজারদর ( সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ), ব্যাংকিং, বিদ্যূতের পেছনে ব্যয়, ইত্যাদিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে; কারণ, আধুনিক অর্থনীতি তিনি বুঝেন না ও উনার দল রাজনীতি থেকে সরে গেছে।

উনার উচিত বিএনপি, জামাত ও জাপাকে নিষিদ্ধ করা।

১৩| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: মানুষ যখন গভীর সমুদ্রে ডুবে যায়, বাঁচার জন্য গড় কুটা যা পায় সেটাই আকড়ে ধরে। যা এখন বিএনপি করছে। আমেরিকার কারনে বিএনপি কিছুটা আসার আলো দেখেছে। কিন্তু এর ফলাফল শূন্য। শেখ হাসিনা কঠিন দাবার চাল জানেন। যথাসময়ে দেশবাসী শেখ হসিনার খেলা দেখবে।

১০ ই জুলাই, ২০২৩ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:



উনি কি করছেন, কি বলছেন, তাহা আওয়ামী লীগও জানে না; তবে, উনার পপুলারিটি কমানোর জন্য বাজারদরকে ব্যব হার করা হচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.