নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ইউক্রেনকে ক্লাষ্টার বোমাও দিচ্ছে?

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৪



আমেরিকা ও ইউরোপ ইউক্রেনকে সব ধরণের অস্ত্র ও টনে টনে ক্যাশ দিয়েছে; তারা আশা করেছিলো, একদিন ইউক্রেন কাউন্টার এট্যাক শুরু করবে; অভিনেতা জেনারেল, জিলেনস্কি সেই ধরণের ধারণা দিয়েছিলো ন্যাটোকে। ভিডিও কাউন্টার এ্যাটাক শুরু হয়েছিলো জুন মাসে; আসলে, ইহা গেরিলা ধরণের কাউন্টার এ্যটাক ছিলো, স্হানেস্হানে ছোট ছোট গেরিলা গ্রুপ রাশিয়ান পজিশন আক্রমণ করার চেষ্টা করেছে; ফলাফল, ইহাতে ইউক্রেন কিছু পরিমাণ সৈনিক হারানোর পর, ইহা নিজের থেকেই বন্ধ হয়ে গেছে।

মনে হয়, রাশিয়ান বাহিনী বাংকার ও ট্রেন্চের নেটওয়ার্কে করে, এন্টি-ট্যাংক ব্যারিকেড দিয়ে মাটির নীচে শক্ত হয়ে বসে, শসার পিকল দিয়ে ভোদকা খেয়ে বউদের চিঠি লিখছে। রাশিয়ানরা এখন পজিশনে, আর ইউক্রেনের বাহিনী এ্যাটাকে; ইহাই যুদ্ধের সবচেয়ে কঠিন অংশ; রাশিয়ান পজিশনের দিকে অগ্রসর হওয়ার মতো বাহিনী ইউক্রেনের নেই; যুদ্ধের এই সিনারিওতে ইউক্রেন বাহিনী সব সময় পরাজিত হবে। এখানে দরকার শক্ত ট্যাংক বাহিনী, আর্টিলিয়ারী ও আকাশ থেকে আক্রমণ; ইউক্রেন এই ধরণের আক্রমণ করার মতো শক্ত নয়।

এখন ন্যাটো ভুল অংক করে বের করেছে, মানুষের বদলে ক্লাষ্টার বোমা ব্যবহার করে, রাশিয়ান ভালুকদের গর্ত থেকে বের করা হবে। ইহা কোনভাবেই কাজ করবে না; এসব বোমা ছোট আকারের বোমা, এগুলো ব্যাংকার বাষ্টার নয়; এসব বোমা ফেলতে হলে, আকাশ দখলে থাকতে হয়, আকাশ থেকে না'ফেললে ইহা টার্গেট হিট করার সম্ভাবনা কম।

আমেরিকা ও ইউরোপ যেই পরিমাণ ক্যাশ ঢেলেছে ইউক্রেনে, মনে হয়, খাদ্য উৎপাদনও বন্ধ হয়ে যাবে। বাতাসে ডলার উড়ছে দেখে, কৃষি শ্রমিকেরা গলা থেকে এম-১৬ রাইফেল ঝুলোয়ে কয়েকটি ভিডিও বানায়ে, ১৫/২০ হাজার ডলার আয় করে, সেই ডলার দিয়ে পশ্চিমে পালিয়ে যাবে অনেকে। অনেক ইউক্রেনী বুঝে গেছে যে, এই যুদ্ধ পুরোপুরি ঠিক তাদের যুদ্ধ নয়, ইহার মালিকানা আসলে ন্যাটোর হাতে।



মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৭

জুন বলেছেন: জেলিনেস্কির আচরণ দেখে আমার মনে হয় সে যা করছে জেদের বশে। বিচার বিবেচনা বা কুটনীতির ধারে কাছেও সে যাচ্ছেনা। অথবা সেই জ্ঞ্যান বুদ্ধি তার নেই বা নেয়ার মত ক্যাপাসিটিও নাই। পোল্যান্ডের লেস ওয়ালেসার মত এক হাতের পুতুল যাকে কাজ উদ্ধার হলে আম্রিকা আর ন্যাটো ছুড়ে ফেলে দেবে। লেস ওয়ালেসার নাম এখন কেউ জানে কি!! এটা অবশ্য সেও বুঝতে পারছে কিন্ত এখন পিছু হটা মনে হয় তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাড়িয়েছে। পুরোটা আমার মতামত।
আমি রাশিয়ার সর্বাত্মক বিজয় দেখতে চাই।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



জিলেনস্কি ভালো অভিনেতা; সে অভিনয় করে ক্যাশ ও অস্ত্র আনছে; কিন্তু যুদ্ধ করার মতো লোকজন নেই; বেশীর ভাগ ভলন্টিয়ার পালিয়ে যাবে।

লেস ওয়ালেসা পোল্যান্ডের মানুষের কাছে ভিলেন হয়ে গেছে।

২| ০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: সে কমেডিয়ান তাও তৃতীয় শ্রেনীর ম্যুভির, প্রথম শ্রেণির না আমি শিউর।

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



ন্যাটো তাকে নাচিয়ে রাশিয়ার ক্ষতি করেছে; কিন্তু ইউক্রেন ধ্বংসের দ্বারপ্রান্তে

৩| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউক্রেনে আমেরিকা ও রাশিয়ার রণকৌশলের পরীক্ষা হচ্ছে। শেষতক রাশিয়াকে এখানে হারতেই হবে। তারা আফগানিস্তানেও হেরেছিলো। আর এটা আফগান যুদ্ধ নয়। সেখানে তারা উভয়পক্ষ হেরেছে। এখানে তারা উভয়পক্ষ যুদ্ধে জড়িত। সুতরাং তারা উভয়পক্ষ এখানে জিততে চাইবে।

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



পুটিন জেনারেল নয়, এং যুদ্ধের শুরুতে জেনারেলরা ছিলো অলিগার্খ; এখন টনক নড়েছে। ইউক্রেনের বেশীরভাগ লোকজন যু্ধ থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে; ফলে, তারা জয়ী হওয়ার সম্ভাবনা কম।

৪| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ইউক্রেন প্রথমে ক্রাইমিয়া হারিয়েছে এবার দনবাস। ওরা আগামী এক হাজার বছরেও আর এই এলাকার ক্ষমতা হাতে পাবে না। ক্লাস্টার বোমা কিংবা এফ-১৬ দিয়েও খুব একটা কাজ হবে না। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে এস-৩০০/৪০০ বিশ্বসেরা। তবে আমি সবচেয়ে বেশী অবাক হয়েছি ওদের এস-৩৫০ দেখে। আগামীতে এটা রাশিয়ার জন্য বিশাল আর্শীবাদ হয়ে আসব বলে আমার ধারনা।

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:


রাশিয়ানরা ভুল সময়ে, ভুল প্ল্যানে ইউক্রেনে ঢুকেপিছু হটাতে ন্যাটো মনে করেছিলো যে, রাশিয়ানরা যুদ্ধের ভার বইতে পারবে না; ন্যাটোর ভুলের জন্য আমেরিকাও ইউরোপ ভুগছে।

৫| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

কামাল১৮ বলেছেন: কানাডা প্রতিবাদ করেছে।ন্যাটোর অনেক দেশ প্রতিবাদ করবে।

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:


ঐ বোমার ২০ ভাগ ফুটে না, ইহা সিভিলিয়ানদের জন্য মরণফাঁদে পরিণত হবে।

৬| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

শূন্য সারমর্ম বলেছেন:



ন্যাটোর সফলতাসমূহ কি কি?

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:



পুর্ব ইউরোপকে সোস্যালিজম থেকে ক্যাপিটেলিজমে আনা

৭| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকা হয়তো চায় রাশিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাক। কিন্তু খেয়াল করছে না যে বিশ্বের অর্থনীতি শ্লথ হয়ে যাচ্ছে যেটার প্রভাব থেকে ইউরোপ বা অ্যামেরিকাও বাঁচতে পারবে না।

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



ওরা বিশ্বকে সোস্যালিজম মুক্ত রাখতে যুদ্ধ করছে।

৮| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

আগন্তুক৬৯ বলেছেন: এই যুদ্ধের পরিণতি কি। শেষ পর্যন্ত কি হতে পারে আপনি মনে করেন।

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



যুদ্ধে রাশিয়া জয়ী হবে, ইউক্রেনে রাশিয়ান পন্হি সরকার আসবে।

৯| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউক্রেনে আমেরিকার জয়টাই মুখ্য বিষয়। আমেরিকা সেখানে রাশিয়াকে সহজেই ছেড়ে দেবে বলে মনে হয় না।

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:


আমেরিকার উদ্দেশ্য হাসিল হবে, সেই এলাকায় সোস্যালিজম ফেরত আসবে না; তবে ইউক্রেন জয়ী হওয়ার সম্ভাবনা দেখছি না।

১০| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমেরিকা ধন-মান-জন-অস্ত্র সব কিূ টনকে টনকে ইউক্রেনকে দিয়ে আড়াল থেকে কলকাঠি নেড়ে একটা জিনিসই চাচছে। তা হল রাশিয়ার পরাজয় ।

তবে তাদের চাওয়া কতটুকু সফল হবে কিংবা দিনশেষে সারা দুনিয়ার কি হবে তা নিয়ে একটুও ভাবছেনা। রাশিয়াকে হারাতে গিয়ে শেষে না আমেরিকা-ইউ হেরে যায় তাই এখন দেখার বিষয়।

আর গরীবদের কথা আর বলার কিছু নেই। এমনিতেই এশিয়া-আফ্রিকার কালো-বাদামীরা পেরেশানীতে আছে।

০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:




এশিয়া-আফ্রিকার কালো-বাদামীরা পেরেশানীতে আছে, কারণ তাদের মাথায় মগজ কম ও কাজ করতে চাহে না।

আমেরিকা চেষ্টা করছে যাতে পুর্ব ইউরোপে সোস্যালিজম ফেরত না'আসে; সেটা হবে; তবে, পুটিনকে সরাতে না'পারলে রাশিয়া যুদ্ধে জয়ী হবে।

১১| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ করছে রাশিয়া। যুদ্ধ করাচ্ছে আমেরিকা। সুতরাং জয়-পরাজয়ের হিসাব তাদের মধ্যে হবে। রাশিয়ার কাছে আমেরিকা খুব সহজে হার মেনে নিবে না।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:


যুদ্ধ হচ্ছে ক্যাপিটেলিজম ও রাশািয়ান জাতীয়তাবাদী ক্যাপিটেলিজমের মাঝে; পুটিনের লোকজন দুর্নীতিবাজ, কিন্তু সাধারণ রাশিয়ানরা যোদ্ধা।

১২| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: যুদ্ধে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। এই নিয়ে ১০০ দেশ সম্মতি দিয়েছে। তাহলে আমেরিকা কেন এই নোমা দেবে?

০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩১

সোনাগাজী বলেছেন:



রাশিয়ান বাহিনী বাংকার বানায়ে শক্ত হয়ে বসেছে, ইউক্রেনের কাউন্টার এ্যটাক ফেইল করেছে; এখন আমেরিকা গরমের মাথায় ভুল করছে; ক্লাষ্টার বোমা রাশিয়ানদের গর্ত থেকে বের করতে পারবে না।

১৩| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১:১৬

জ্যাক স্মিথ বলেছেন: ১: ক্লাস্টার বোমা রাশিয়াই প্রথম ইউজ করা শুরু করেছে ইউক্রেনে।

২: রাশিয়ার তৈরি ক্লাস্টার বোমা ২০% ফাটে না, আমেরিকার মাত্র ৩%।

৩: পুতিন আর সর্বোচ্চ দেড় বছর ক্ষমতায় থাকতে পারে।

৪:পেশায় ব্যাংকার একজন ইউক্রেনিয়ান নাগরিকের তথ্য মতে- ইউক্রেন এখনো কাউন্টার অ্যাটাক শুরুই করেনি, অক্টোবর থেকে শুরু করবে বলে সে জানিয়েছে।

৫:বাংলাদেশর জামাত-শিবির টাইপের লোকজন জেনালেস্কি'কে কমেডিয়ান বলে অবহিত করে থাকে।

ধন্যবাদ।


১০ ই জুলাই, ২০২৩ রাত ২:৫৫

সোনাগাজী বলেছেন:




আমেরিকা বলেছে যে, রাশিয়া ক্লাষ্টার ব্যবহার করছে, ইউক্রেনও করক; কিন্তু রাশিয়ানরা এখন বাংকারে। কাউন্টার কি সামনে? ভালো। পুতিন যদি ক্ষমতায় না'থাকে, রাশিয়ানরাযুদ্ধ বন্ধ করে দেবে। জামাত-শিবির রাশিয়া ও ইউক্রেনকে পছন্দ করার করার কথা নয়; ওরা আমাদের দেশকেও পছন্দ করে না; আমি দেখেছি ওরা লন্ডন ও নিউইয়র্কের ভক্ত।

১৪| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১:২৮

জ্যাক স্মিথ বলেছেন: @রাজীব নুর- রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা এদের কেউই উক্ত সম্মতি পত্রে সাইন করেনি।

১৫| ১০ ই জুলাই, ২০২৩ রাত ৩:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শুনলাম ইউক্রেন নাকি এই বোমা রাশিয়ায় ব্যবহার করবে না।


যায়হোক। আপনি অন্য পোষ্টে মন্তব্য করতে পারছেন না।
আমার পোষ্টে লাইক দিয়েছেন। বুঝলাম আপনি পড়েছেন।
সেই পোষ্টের ব্যপারে কিছু বলতে পারেন।

১০ ই জুলাই, ২০২৩ ভোর ৫:১৫

সোনাগাজী বলেছেন:




আপনার পোষ্ট পড়ে মনে হয়েছে যে, আপনি এইচএসসি;র বাংলা ১ম পত্রের পরীক্ষা দিয়েছেন সামুতে। মুসলমানের জীবনের উপর সুফী সাধকদের প্রভাব বুঝিয়ে বলার উপর কোন প্রশ্ন এসেছিলো, মনে হয়।

১৬| ১০ ই জুলাই, ২০২৩ ভোর ৬:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যাক অন্তত পাঠ্য বই পড়ে কিছু লিখতে পেরেছি ।

১০ ই জুলাই, ২০২৩ ভোর ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি ৪০/৪৫ লাখ নারীর সাথে চাকুরী করেন, যাঁরা জাতির জন্য হার্ড কারেন্সী আয় করেন, ৪০/৪৫ লাখ পরিবারকে চালাতে দিনরাত খাটছেন; তাঁদের নিয়ে লিখুন।

১৭| ১০ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তৃতীয় শ্রেনীর ম্যুভির কমেডিয়াকে কেন যে ক্লাস্টার বোমা দিচ্ছে আমেরিকা তা কারো বোধগম্য নয়, আমেরিকার মিত্ররাও এর বিরোধিতা করছে।

১০ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৯

সোনাগাজী বলেছেন:


বেকুব ডাক্তার সব ধরণের ঔষধ দেয়, আশা করে, কোন একটা কাজ করবে। পজিশনে থাকা সেনাবাহিনীর উপর ইহা কাজ করবে না; ইহার আওয়াজ সৈন্যদের বিরক্ত করবে হয়তো কিছু সময়ের জন্য; তবে, ইউক্রেন এই বোমা কি করে ফেলবে?

১৮| ১০ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৬

জুন বলেছেন: জেলেনেস্কি যে ম্যুভিতে কমেডিয়ান অভিনেতা ছিল তা মনে হয় অনেকের অজানা। জেলেনিস্কির জীবনী পড়লেই জানা যাবে উনি কি ছিলেন।
আমাদের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের বিরুদ্ধে সেভেন ফ্লিট পাঠিয়েছিল তখন
রাশিয়া আমাদের দেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল । কারো কারো কথায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা ইউক্রেনকে সমর্থন না করলেই যদি জামাত শিবির হয় তার মানে ইউক্রেনের বিরোধী রাশিয়া যখন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তখন
স্বাধীনতা যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধা ও নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ ছিল জামাত শিবির ।

১০ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:




আমেরিকার লোকজনও এই যুদ্ধের বিপক্ষে, আমেরিকার লোকজন জানে যে, এই যুদ্ধ ন্যাটোর যুদ্ধ, আমেরিকা ইহাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.