নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক ক্যাচালে কমেন্ট নেয়া বন্ধ? এই লেখকের ভাবনাচিন্তা তো নাসা-লেভেলের!

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৮:২৮



প্রথমত: রাজনৈতিক ধরণের পোষ্ট, মানের দিক থেকে মোটামুটি ক্যচাল জাতীয়; ইহাতে স্বাভাবিকভাবে আলোচনা ও তর্কবিতর্ক হওয়ার কথা; সেই ধরণের পোষ্ট লিখে, উহাতে কমেন্ট নেয়া বন্ধ করেছেন লেখক সাহেব! এই লেখকের ভাবনাচিন্তার পরিসর কতটুকু? উনি কি পত্রিকায় লিখছেন, নাকি ব্লগে লিখছেন? লেখক সাহেবের ভাবনাচিন্তার পরিসর দেখে মনে হয়, লেখক সাহেব ধরে নিয়েছেন যে, আমরা পিগমীল্যান্ডের অধিবাসী!

এই লেখক আবার আমাকে কেমন্ট ব্যান করে রেখেছেন; আমাকে যারা কেমন্ট ব্যান করেন, তাদের লেখায় সিরিয়াস প্রবলেম থাকে, সন্দেহ নেই। এই লেখক আগে মোটামুটি নিয়মিত লিখতেন, আমাকে কমেন্ট ব্যান করার পর যা'ঘটে, উনার বেলায় তাই ঘটেছে, ব্লগ থেকে দুরে দুরে। বিএনপি'র মহাসন্মলনে মানুষের উপস্হিতি দেখে লেখা ১ খানা ছেড়েছেন; কিন্তু আলোচনা ও তর্কর্বিতর্কের ভয়ে কমেট নেয়া বন্ধ করে দিয়েছেন; সেই লেখাকে সামুটিম আবার লালসালুর মতো সামুর মাথায় জড়ায়ে দিয়েছেন!

আমি কোন রকম কুসংস্কারের আশেপাশেও নেই; তবু কেন আমার মনে হয় যে, যারা আমাকে কমেন্ট ব্যান করেন, তাদের ব্লগিং ক্রমেই খারাপের দিকে চলে যায়; এক সময় এরা একবারে থেমে যায়। শুধু সামুতে এই ঘটনা ঘটলে, আমি ধরে নিতাম যে, আমার বয়স বাড়ছে, সমস্যা হয়তো ওখানে; কিন্তু এই ঘটনা ঘটেছে তিন তিনটি ব্লগে। আমি জানি না, যারা আমাকে ব্যান করেন, তারা কি কোন ধরণের মানসিক অবসাদের শিকার হয়ে থাকেন কিনা? তারা তো আমাকে কোন ধরণের ফিডব্যাক দেন না, ফলে আমি অন্ধকারে থাকি! তবে, ব্লগে রাজনৈতিক ক্যাচাল লিখে, উহাতে কমেন্টের অপশন বন্ধ করা বুদ্ধিমানের পরিচয় নয়।





মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৮:৪৯

কামাল১৮ বলেছেন: আমি একটি কমেন্ট লিখে পোষ্ট করে দেখি,কমেন্ট নেয়া বন্ধ।এখন আর আগ্রহ পাচ্ছি না ঐ টিকি করা পোষ্টে কমেন্ট করতে।

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



গরুর রচনা পড়েছেন? আপনার ধৈয্য আছে। লেখক উহা পড়লে নিজেও বুঝতে পারবেন না যে, উনি কি লিখেছেন।

২| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৩

মোগল সম্রাট বলেছেন:



এই পোস্ট স্টিকি কেমনে হয়।

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:




৩য় শ্রেনীর বার্ষিক পরীক্ষায় গরুর রচনা সব সময় কমন পড়ে, ইহা বাই ডিফল্ট পপুলার।

৩| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৮

কলাবাগান১ বলেছেন: সামু নিজেকে নিরুপেক্ষ দাবী করে.......এই তার নমুনা.....এই রকম লেখক দের একটাই সম্বল ভারত জুজু , ভারত দেশ নিয়ে গেল? আরে ভারত থেকে যে এই সরকার কয়েক শ বর্গ মাইল জমি বাংলাদেশে এড করেছে সেটা চোখে পড়ে নাই কেননা তারা সমস্যার কথা বলতে ভুলে যায় কেননা সমস্যার সমাধান হলে তো জনগনকে আর এই ভারত জুজু দেখিয়ে ভোট আদায় করা যাবে না।

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫১

সোনাগাজী বলেছেন:



সামু হচ্ছে আজব ধরণের সোস্যাল মিডিয়া, বিচিত্র ধরণের কম্যুনিটি ব্লগ; ইহা আমাদের সবেধন নীলমনি, ইহা বিপক্ষে কথা বলা যাবে না।

৪| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অন্যকে আঘাত করা কমেন্ট করা বন্ধ করুণ । আপনার রাজনৈতিক জ্ঞান খুবই সীমিত ..........

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



রাজনৈতিক ক্যাচালে কমেন্ট অপশান বন্ধ রাখলে উহা কেন ব্লগে?

আপনার কোন গল্পে আপনি কমেন্টে বন্ধ রাখেন? ভেবেচিন্তে উত্তর দিয়েন, ভুল উত্তর দিলে আপনার পাঠক আরো কমে যাবে।

৫| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:১৮

জ্যাক স্মিথ বলেছেন: গণতন্ত্রের পোস্টে কমেন্ট অপশন'ই বন্ধ!! হোয়াট অ্যা জোক!! =p~ =p~ এদের দ্বারা কোন ধরণের গনতন্ত্র প্রতিষ্ঠা হবে তা তো বুঝাই যাচ্ছে। গনতন্ত্রের নামে এরা মূলত তাবিজতন্ত্র কয়েম করতে চাচ্ছে।

গণতন্ত্রের আঁতুর ঘর স্বয়ং আমেরিকায়াতেই এই তন্ত্র আজ হুমকির মুখে আর তারা আসেছে তৃতীয় বিশ্বের এই দেশে গনতন্ত্রের ছবক দিতে। তৃতীয় বিশ্বের জন্য গণতন্ত্র খুবই ভয়ঙ্কর এক তন্ত্রের নাম।

০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



সেই গরুর রচনায় কোন মন্তব্য পড়বে না ভেবেই মন্তব্যের অপশন বন্ধ রেখেছিলেন।

৬| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার বইমেলায় বই নেই; ব্লগার অনেকের আছে।

০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



৮০ ভাগ ব্লগারেরা নিজের পয়সা দিয়ে বই বের করেছেন; আমার সেই ধরণের ইচ্ছা নেই।

৭| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: @ আপনার কোন গল্পে আপনি কমেন্টে বন্ধ রাখেন? ভেবেচিন্তে উত্তর দিয়েন, ভুল উত্তর দিলে আপনার পাঠক আরো কমে যাবে।
ভয়ে ঠক ঠক করে কাপছি .........:)

আমার পাঠক !!! তাও ব্লগে ??????? গত সপ্তাহেও আমার লেখা জাতীয় দৈনিকে গল্প ছাপা হয়েছে ..... আগামী শনি বারও হবে ইনশাআল্লাহ্

রাজনৈতিক বক্তব্য আর গল্প যে এক নয় ভাই এটাও বুঝেন না ? আপনারে মানুষ চেতাবার জন্যই আপনার সাথে ক্যাচাল করে । আশা করি এটা বুঝেন । ধন্যবাদ ....।

০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪০

সোনাগাজী বলেছেন:



জাতীয় দৈনিকের জন্য আপনি নিজে লেখেন, আমাদের জন্য ( সামুর জন্য ) লেখাগুলো হয়তো আপনার চাকরাণী লিখে দেয়।

ব্লগে লেখা দেয়া হয় আলোচনার জন্য, পত্রিকায় আলোচনার সুযোগ নেই; গরুর রচনা লেখার সময় ইহা মাথায় রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়।

৮| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি কমেন্ট সেকশন বন্ধ করে উচিৎ কাজ করেন নাই।

তবে, এখনকার জমানার সামুতে আপনি ছাড়া খুব কম ব্লগারই বুদ্ধিবৃত্তিক ভাবে হিউমার সহকারে কমেন্ট করতে পারেন।

তিনি হয়তো এই ব্যাপারটা লক্ষ্য করে দেখে অযথা কমেন্ট নিচ্ছেন না।

আর, আপনার কমেন্ট পেতে আপনার 'কমেন্ট পোস্ট'- ই যথেষ্ট। :)

০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



উনি আগামী ৫ বছর বুঝুক মানুষ ব্লগে কেন লিখেন, তারপর উনার গরুর রচনা প্রকাশ করুক।

৯| ০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১:২৯

পাজী-পোলা বলেছেন: আপনার সবচেয়ে বড় ভুল ধারণা, আপনি নিজেকে ভাবেন সুপিরিয়র। একটা ব্লগে হলে নাহয় তাও বলা যেত যে- সব ব্লগাররা মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিন তিনটা ব্লগে মানে সমস্যা নিশ্চয় আপনার মধ্যে আছে।

আপনার আরও সবচেয়ে বড় সমস্যা, আপনি যেটা বোঝেন না সেটা কে একেবারে ফালতু বলে ঘোষণা করে দেন। ধারণা এমন, আপনি সবজান্তা শমসের। অহেতুক ফাও পেঁচাল এড়াতেই অনেকেই আপনাকে এড়িয়ে যায়। আর কিছু তোষামোদ করে নিকটে থাকে।

আপনি নিজের যে ইমেজ দার করিয়েছেন, এতে নিজেকে মহিমান্বিত করার কোন কারণ নেই। ১ বছর নিয়মিত ব্লগিং করলে এমন ইমেজ খুব সহজেই দার করানো যায়।

" ক্যাচাল আপনিই সবচেয়ে বেশী পছন্দ করেন।" আপনার যা ইমেজ দার হয়েছে, তা মূলত ক্যাচেলের কারণেই।

০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:


আপনি ভালো ফিডব্যাক দিয়েছেন।
যদি আমি কমেন্ট অপশন বন্ধ রাখতাম, আপনি কিভাবে কমেন্ট করতেন? ইহা বুঝতে আপনার কত বছর সময় লাগতে পারে বলে মনে করেন ?

আমি আপনার কবিতা মাঝে মাঝে পড়ি, কিন্তু আমার কমেন্ট ক্ষমতা নেই! আপনার সিনেমা করার প্ল্যানের কি হলো?

১০| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

পাজী-পোলা বলেছেন: আপনি কমেন্ট অফ রাখার মানে আপনি আমার ফিডব্যাক চাচ্ছেন না। আপনার কাছে এটা ফাও প্যাচাল। আর সবার দায় নেই ফিডব্যাক দেবার, অনেকের ইচ্ছাও থাকে না। এটা বুঝতে আপনার যতদিন সময় লাগবে।

আমার কবিতা পড়েন জেনে ভালো লাগলো। আমি কমেন্ট অফ রাখি না, কারণ তাতে আমার যায় আসে না। পেলে অবশ্য ভালোই লাগে, না পেলেও ক্ষতি নেই। আপনার কমেন্ট করার ক্ষমতা ফিরে আসুক।

চলছে, দেখি কতদূর কী হয়। টাকা একটা সবচেয়ে বড় সমস্যা স্বপ্ন পূরণের জন্য।

আমার মনেহয় যারা বলে- ইচ্ছে থাকলেই উপায় হয় তারা ভুল বলে, উপায় থাকলে ইচ্ছে পূরণ হয়।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:



আপনি কি সিনেমার টেকনোলোজীক্যাল কোন কিছুতে দক্ষ?

১১| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: আমি শুধু বুঝি বোবার শত্রু নাই।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:



গরুর রচনা লেখকেরও শত্টু থাকার কথা নয়; উনি গরুর রচনা লেখেন।

১২| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:১১

নিমো বলেছেন: এসব লেখক নামক আবর্জনা হচ্ছে অতি নিম্ন শ্রেণীর আবাল, যারা নিজেদের জন্য গণতন্ত্র চাইলেও, অন্যের বেলায় চোখে কাঠের চশমা পড়ে থাকে। অবশ্য মডু গর্দভটাও হয়েছে তেমনি।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:




ইহার গরুর রচনায় গরুর পা ৬টি, ঢাকায় বড় হয়েছেন।

১৩| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সম্ভবত যথেষ্ট ভাবনা চিন্তা করে কমেন্ট গুলোর রিপ্লাই দেয়ার মত সময় উনার নেই এজন্যই তিনি কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:



উনার পোষ্টে কোন বেকুব কমেন্ট করবেন? এখন ইলেকশানের সময়, সেজন্য উনি জটিলভাই, ভুয়া মফিজ ও করুণাধারার মন্তব্যের আশায় গরুর রচনা লিখেছেন।

১৪| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:১১

ঢাবিয়ান বলেছেন: স্টিকি পোস্ট ও কমেন্ট অপশন বন্ধ রাখা নিয়ে অভিযোগ করা ব্লগার কলাবাগান আমাকে কিছুক্ষন আগে কমেন্টে ব্লক করেছেন!!! =p~ =p~ তাই ব্লগার কলাবাগানের উদ্দেশ্যে আপনার শিরোণাম উতসর্গ করিলাম '' রাজনৈতিক ক্যাচালে কমেন্ট নেয়া বন্ধ? এই লেখকের ভাবনাচিন্তা তো নাসা-লেভেলের!''

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



কলাবাগান-১ আজকাল রগচটা হয়ে যাচ্ছেন; শেখ হাসিনার অবস্হা দেখে হতাশ হয়ে গেছেন, মনে হয়। ইহা যে ঘটবে, তা আমি বলে আসছিলাম, উনার দলকে মানুষ নিয়মিত ভয় পায়, উনি দলের দিকে কোন খেয়াল রাখেননি।

১৫| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: একপেশে এই পোস্টটা স্টিকি করার মত কোন কারণ খুঁজে পেলাম না। তার উপর মন্তব্যের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। রাজনৈতিক পোস্টে মন্তব্য করা যাবে না, বেশ অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



এগুলো রশিছেঁড়া পলিটিক্যাল এ্যানালিষ্ট।

টিম আমাকে অকারণে ৪+ মাস কমেন্ট ব্যানে রেখেছেন, রশিছেঁড়া পোষ্টকে ষ্টিকি করছেন; মনে হয়, টিম ভালো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন!

১৬| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১:৪১

শাহিন-৯৯ বলেছেন:

গরুর রচনা পড়েছেন? আপনার ধৈয্য আছে। লেখক উহা পড়লে নিজেও বুঝতে পারবেন না যে, উনি কি লিখেছেন।

তবুও প্রায় দেখি উনার লেখা প্রথম আলোয় প্রকাশিত হয় অথচ আপনার এত এত মহামূল্যবান বক্তব্য প্রথম আলো টয়লেট টিস্যু হিসাবেও প্রকাশ করে না!!

প্রথম আলো আসলে জামাত-শিবির হয়ে গেছে!! হাহাহা।

০৩ রা আগস্ট, ২০২৩ রাত ৩:১১

সোনাগাজী বলেছেন:



আমি লেখা ১ম আলোতে পাঠাইনি; ওরা আমার লেখা কখনো চাপাবে না; ওরা ওদের মতো ইডিয়টদের লেখা ছাপাবে; আপনার লেখা ছাপাবে!

১৭| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৮:৪২

পাজী-পোলা বলেছেন: টেকনোলোজীক্যাল বলতে আপনি যদি লাইট, ক্যামেরার ফাংশন গুলো বোঝান তাহলে না। আমি এসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। যার কাজ পরিচালক কে সহয়াতা করা। ক্যামেরা বা লাইট ম্যান কে না।

দক্ষতা বলতে গল্পটাকে কীভাবে ক্যামেরায় ভালোভাবে ফুটিয়ে তুলবেন, আমি মনেকরি আমি সেই বিষয়ে দক্ষ। কাজ যে একেবারেই পাচ্ছি না, এমন না। কিন্তু আমি যে ধরণের কাজ করতে চাই, সে ধরণের কাজ পাচ্ছি না। এই ধরণের গল্প নাকি মানুষ খায় না, প্রডিউসাররা সেটাই বলে। যে কাজে তৃপ্তি পাই না, সেই কাজ করতে পারি না। এটা আমার একটা সমস্যা। আমার নিজেরই আরও অনেক সমস্যা আছে, আর মিডিয়ার তো আছেই, যে কারণে ব্যাটে বলে মিলছে না। তবে আশায় আছি একসময় তো মিডিয়া পরিবর্তন হবে। এখন তো হতেও শুরু করেছে। আর কিছু না হোক অন্তত তাদের গল্প ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে আর পোস্টারে তো ব্যাপক। কিন্তু পরিবর্তনটা হচ্ছে অত্যান্ত ধীরে এজন্য মাঝে মাঝে হাপিয়ে উঠছি। আসলে এরা পরিবর্তনটা ভয় পায়।

মূলত শুধু এরা না, আমাদের সোসাইটিই পরিবর্তনে ভয় পায়।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:০৭

সোনাগাজী বলেছেন:



বুঝালম।
আপনার বয়স কি রকম? ধীরগতিতে পরিবর্তন এলে, উহা কি আপনার সময়ের মাঝে পড়বে?

১৮| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৪

নূর আলম হিরণ বলেছেন:

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:



৩য় শ্রেণীর গরুর রচনা

১৯| ০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

পাজী-পোলা বলেছেন: হয়তো হবে, হয়তো না। ফিল্ম মেকিং আমার প্যাশন, স্বপ্ন। সব মানুষের সব স্বপ্ন পূর্ণ হয় না। সবার যোগত্যাও থাকে না। আমারও হয়তো নাই। এই বিষয় গুলো এখন মেনে নিতে শিখে গেছি। কষ্টটা কম হয়। যদিও এটা দূর্বলতার লক্ষণ, দুর্বলরা আর কী-ই বা করতে পারে। নিজের কষ্টের পাল্লা কম করা ছাড়।

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:




লেগে থাকেন।

২০| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৯

অক্পটে বলেছেন: লেখাটি আমি পড়েছি। এত সুন্দর লেখা এত সত্য ও তথ্য যুক্ত লেখা সামুর ইতিহাসে খুবই বিরল। একটা সত্য কথা বলি এই সামুতে দাবড়িয়ে বেড়াচ্ছে সব আওয়ামী সমর্থকেরা। আওয়ামী প্লাটফর্ম হিসেবে এটা সর্বজন বিদিত। ভিন্ন মতের একটা পোষ্ট স্টিকি করাতেই সামুর চরিত্র নিয়ে প্রশ্ন করেছে আপনার চেলারা। পোস্ট স্টিকি হয় লেখার মান, প্রয়োজনীয়তা এবং সমকালীন বিষয়ের উপর নির্মোহ আলোচনা থাকলে। আপনাদের চোখ দিয়ে দেখতে থাকলে সামু আরো বেশি কনজার্ভেটি হয়ে যাবে।
আমরা আপনার গার্বেজ পড়ি তবুওতো অন্তত বাজে উক্তি করিনা, আর আপনি লেখাটিকে গরুর রচনা বলেছেন! একজন ভয়ানক অসৎ মানুষই শুধু এটা বলতে পারে। আপনার লেখার মান এবং সেই লেখকের মান নিয়ে কথা চলতে পারে, আলোচনা হতে পারে। ফলাফল হবে সূর্যকে দিয়া দেখানোর মতো। হেরে যাওয়া মানুষের মিথ্যা আস্ফালনের মতো। আপনি ও আপনার চেলারা যে রচনা লিখেন তার সমস্তটা জুড়ে কি থাকে শুধুই কালিমা লেপন, মিথ্যা আর মিথ্যা। ভোট ডাকাতির পক্ষে অপকর্মের পক্ষে যত্ব সব সাফাই আর সাফাই। স্বৈরাচারের আর ফ্যাসিস্টের প্রতি সীমাহীন মুগ্ধতা।

লেখায় আগে সেই লেভেলে আসুন। কম্পেয়ার করার সততা যদি আপনার থাকত তবে আর এটা গরুর রচনা বলে বিবেচিত হতোনা। একজন বিবেচক এটা বলতেই পারেন না। মন্তব্য ব্যান করা এটা লেখকের স্বাধীনতা যা সামুর বিধিতে আছে।

০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:



মতামত নেয়ার অপশন বন্ধ থাকলে উহাকে ব্লগীয় পোষ্ট বলা সম্ভব কিনা? লেখকের আচরণ ও মতামত থেকে আপনার কাছে পরিস্কার হয়েছে কিনা, কেন সেই ব্লগার কমেন্ট নেয়ার অপশন বন্ধ করেছে। আপনি ব্লগিং'এ ভালো করছেন না।

২১| ০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১২

অক্পটে বলেছেন: আমি ব্লগিং এ ভালো না করলেও আপনার এবং অন্যান্যের লেখা পড়ি। ব্লগের সবাই লেখক হয়না। আর আমি তো লেখার জন্য আসিনা। পড়তে আসি, আপডেট থাকি ব্যস।

০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:




আপনার লেখার ক্ষমতা না'থাকলে আপনি অন্যদের লেখা সঠিকভাবে বুঝার সম্ভাবনা কম।

২২| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২৩

অক্পটে বলেছেন: "অন্যদের লেখা সঠিকভাবে বুঝার সম্ভাবনা কম"

আপনার অনুমাণ ঠিকনা। এমন অনেক অনেক ভুল অনুমাণই আপনি করে থাকেন, সেটা আপনি বুঝেননা কিন্তু পাঠক ঠিকই বুঝে। আপনি কি হিব্রু ভাষায় লেখেন, না বুঝার কি আছে। পাঠক হবার জন্য লেখক হবার প্রয়োজন নেই দাদু। এই দুনিয়ায় পাঠকের সংখ্যা বেশি লেখকের সংখ্যা কম।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



ভাষা সমস্যা নয়, বিষয় সমস্যা; আপনি চলমান বিষয় নিয়ে না'লিখলে, উহা বুঝার সম্ভাবনা খুবই কম।

এ দুনিয়ায়, একই বিষয়ের উপর পরীক্ষা দিয়ে সবাই সমান গ্রেইড পায় না।

২৩| ০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮

অক্পটে বলেছেন: হা তা ঠিক বলেছেন কোন বিষয়ের উপর লেখার ইচ্ছে হলে সেটার জন্য কিছু স্টাডি থাকলে তা নিজের মতো করে লেখা যায় এবং ঐ বিষয়ের অনেক কিছু জানা যায়। জানার আকাঙ্খা মানুষকে আমুল বদলে দিতে পারে।

শরীর কেমন যাচ্ছে আপনার।
সুস্থ্য থাকুন, আরো আরো আরো লিখুন।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি। আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.