নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র ১ দফা: শেখ হাসিনা থানা লেভেলের নেতাদের ডেকেছেন।

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৩২



মনে হয়, বিএনপি'র ১ দফা শেখ হাসিনার শান্তির জগতে কিছুটা অশান্তির বার্তা পাঠায়েছে; ওদের ১ দফা দাবীর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা থানা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারীদের ঢাকা যেতে বলেছেন, তিনি তাদের নিয়ে বসবেন। উদ্ভুত পরিস্হিতি নিয়ে আলাপ করার দরকার; এই ধরণের বৈঠকে হয়ে থাকে মোটামুটি নিজেদের মাঝে, মিডিয়া থাকে না। বিএনপি কিছুটা চাপের সৃষ্টি করেছে, খারাপ নয়।

বিএনপি'তে যদি ১ জনও রাজনীতিবিদ থাকতো, "১ দফা" শব্দটা মুখে আনতো না; গতবারের ১ দফা ( ২০১৬ সাল ) এখনো রয়েই গেছে, অসিয়েলী উহর শেষ ঘোষণা করা হয়নি, রেজাল্টও দেননি বেগম জিয়া; দলের লোকদের ধন্যবাদ দিয়েছিলেন কিনা কে জানে! ১ দফা মানে কোন আলোচনা হবে না, দফা মেনে নিয়ে স্বেচ্চায় ক্ষমতা ছাড়তে হবে, কিংবা টেনে নামানো হবে।

শেখ হাসিনা কোন দু;খে ক্ষমতা ছাড়বেন? না'ছাড়লে, বিএনপি কি কোনদিন শেখ হাসিনাকে আইয়ুব, এরশাদ, কিংবা ১৯৯৬ সালে বেগম জিয়াকে নামানোর মতো করে শেখ হাসিনাকে নামাতে পারবে? যা সম্ভব নয়, সেটা বললে কি রাজনীতি করা যায়? জেনারেল জিয়া দল গঠনের জন্য গার্বেজ কালেকশান করেছিলেন।

আমাদের থানার আওয়ামী লীগের সেক্রেটারী নিউইয়র্কে নিজ ভাইদের দেখতে এসেছিলো; পারিবারিক পরিচয়ে আমার ছোটভাই হয়, আমাকে আওয়ামী লীগ-বিরোধী মনে করে; তবে, সম্পর্ক খুব ভালো। আগষ্ট মাসের মাঝামাঝি দেশের ফেরত যাবার প্ল্যান নিয়ে এসেছিলো; কিন্তু শেখ হাসিনা ডাকাতে বুধবার ( আগষ্টের ২তারিখ ) দেশে চলে গেছে! আমি বিদায় দিতে গিয়ে বললাম, "যুদ্ধের ডাক এসেছে"? সে বললো, "নেত্রী জানেন"।

শেখ হাসিনা আধুনিক দেশ চালনা জানেন না, তিনি জানেন না কিভাবে কোরিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, ইত্যাদি দেশের রাজনীতির লোকেরা আধুনিক দেশ গড়ছে। উনার প্রশাসনের সবাই উনার থেকে কম জানে! ব্যুরোক্রেটরা অদক্ষ ও অসৎ, দলের কেহ উনাকে কিছু বলার সাহস রাখে না এবং কেহ কিছু জানেও না। বিপক্ষের কেহও জাতির জন্য কি করতে হবে, তা জানে না; এরা যখন বলে, "১ দফা", এরা নিজরা নিজদের পিগমী বলেই প্রমাণ করে মাত্র।


মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: একদফা দাবী দেয়া ঠিক হয় নাই। আওয়ামীলীগকে জোর করে নামানোর মত শক্তি বিএনপির হয় নাই।

শেখ হাসিনার উচিত হবে একটা শান্তিপূর্ণ সমাধানের রাস্তা খোঁজা।

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার শান্তিপুর্ণ সমাধান পেয়েছে নিজামী, সাকা চৌধুরী, বেগম জিয়া। উনি আধুনিক বিশ্ব ও আধুনিক রাজনীতি জানেন না; তবে, বিএনপি-জামাতকে বুঝেন।

০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



ব্লগার এক নিরুদ্দেশ পথিক'এর সর্বশেষ গরুর রচনায় আপনার মন্তব্য পড়লাম; উনার লেখা পড়লে মনে হয় যে, উনি বার্মার সেরা পলিটিক্যাল এনালিষ্ট। উনার পোষ্টের স্হানে আপনার মন্তব্যটা উনি প্রকাশ করলে, কিছু পাঠক পেতেন।

২| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১ দফার চেয়ে বেশী দফা বাস্তবায়নে বিএনপির তওফিক নাই। তাদের ১৯ দফার ১৮ দফাই এখন বিলুপ্ত। শেষমেস তারা ১ দফায় এসে ঠেঁকেছে। সেইটারও বড় বেহাল দশা।

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১২

সোনাগাজী বলেছেন:



২০১৬ সালে, শেখ হাসিনা যদি বিএনপি'র শেষ ১ দফাকে বিলুপ্ত করতো, জাতি বেকুব বিএনপি থেকে রক্ষা পেতো। একটি সঠিক রাজনৈতিক দল থাকলে আওয়ামী লীগ বাধ্য হয়ে ভালো হতো, কিংবা মুসলিম লীগের মতো বাতাসে মিশে যেতো।

৩| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


নেত্রীর সাথে দেখা করার ইচ্ছে আপনার নেই?

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৪

সোনাগাজী বলেছেন:




দেরী হয়ে গেছে; ২০০৮ সালে উনি যেতে বলেছিলেন, আমি যেতে পারিনি।

৪| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৮

তানভির জুমার বলেছেন: পৃথিবীতে কত কত সৈরাচার- জুলুমকারী-ফ্যাসিবাদের পতন হয়েছে তা আমাদের চোখের সামনে। যাদের পতন হয়েছে সবাই তাদের কে ঘৃণা ভরেই স্বরণ করে। আওয়ামীলিগ আর তাদের ধুসরদের কে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরেই স্বরণ করবে।

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৬

সোনাগাজী বলেছেন:




শেখ সাহেবের পতন কি স্বৈরাচারীর পতন?
আপনার মতো লোকজনকে শেখ হাসিনা ভালোবাসেন, আওয়ামী লীগের জন্য অরগেনিক, জৈবিক সার।

৫| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪০

কামাল১৮ বলেছেন: ইতি মধ্যেই বিএনপির আন্দোলন ঝিমিয়ে পড়েছে।

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:


তাদের দরকার ছিলো প্রেসিডেন্ট কিংবা শেখ হাসিনার সাথে বসার জন্য জনমত গঠন করা। তারা শেখ হাসিনাকে উৎখাত করার প্রোগ্রাম ঘোষণা করে মাঠে নেমেছে, জিয়া ইডিয়টদের নিয়ে দল গঠন করেছিলো।

৬| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫২

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: শেখ সাহেবের পতন কি স্বৈরাচারীর পতন?
আপনার মতো লোকজনকে শেখ হাসিনা ভালোবাসেন, আওয়ামী লীগের জন্য অরগেনিক, জৈবিক সার।

শেখ সাহেব হত্যা ভালো কাজ হয়নি। শেখ সাহেব কে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, শেখ সাবেহের শাসন আমলের দিনগুলো আপনিও জানেন। যারা শেখ সাহেবের বিরোধী ছিল তারা এখন শেখ হাসিনার মন্ত্রী-এমপি, আওয়ামীলিগের বড় বড় নেতা। বর্তমান আওয়ামীলিগকে যারা সমর্থন দেয় তারা দেশের শত্রু- জাতির শত্রু।

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৬

সোনাগাজী বলেছেন:




শেখকে হত্যা করেছিলো সিআইএ, ওরা জল্লাদ হিসেবে কিনেছিলো জেনারেল জিয়াকে; জল্লাদকে সাহায্য করার জন্য কিছু আওয়ামী লীগারকেও সিআইএ কিনেছিলো; শেখ হাসিনা তাদেরকে চিনে নিয়ে জীবিত রেখেছন; তাদেরকে শ্রমিক মৌমাছি হিসেবে ব্যবহার করছেন; ওদেরকে ধ্বংস করলে তিনি বিএনপি-জামাত ও মিলিটারীর কাছে পরাজিত হতেন।

৭| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৫

রানার ব্লগ বলেছেন: আপনার বুঝতে হবে সামনে নির্বাচন। তাই মুখ রক্ষার জন্য জন্ডিসে আক্রান্ত বিএনপির কিছু একটা করা জরুরী না হলে ইজ্জত থাকবে না। তার উপর লন্ডন প্রবাসি সারমেয়র ঘেউ ঘেউ কতো দিন আর সহ্য করতে পারবে ফখরুল সাহেব। তার তো বয়স হইছে।

০৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৪

সোনাগাজী বলেছেন:



মির্জার আত্মসন্মান নেই; বিএনপি'র ২/৪ জন চলনসই নেতা নিয়ে তারকের চাকুরী ছেড়ে দরকার ছিলো।

৮| ০৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১৯১৬ না হয়ে ২০১৬ হবে। ২০০৮ সালে শেখ হাসিনা আপনাকে ডেকে থাকলে আসা উচিত ছিল। ওই সময়টায় অনেক সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। মেয়াদটা খুব একটা খারাপ যায়নি। যুদ্ধাপরাধীদের বিচারসহ এমন কিছু কাজ করেছিলেন, যা রাষ্ট্রীয় কলঙ্ক মুছে দিয়েছিল। নির্বাচন নিয়েও এখনকার মতো এত সমালোচনা ছিল না।

০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০১

সোনাগাজী বলেছেন:



২০০৮ সালে আসতে পারিনি, ছেলে ১টা অসুস্হ ছিলো; তখন উনার সাহায্যের দরকার ছিলো। ধন্যবাদ, টাইপো ঠিক করে দেবো।

৯| ০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:০২

শূন্য সারমর্ম বলেছেন:


ডেকেছিলো কেন?

০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



সেটা জানা যাবে না; বলা হচ্ছে, আমি নির্বাচন নিয়ে; তবে, বিএনপি'র ১ দফা ও উহাকে ঘিরে সম্ভাব্য সন্ত্রাসই মুল আলোচনার বিষয়।

১০| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৯

ডার্ক ম্যান বলেছেন: শেখ হাসিনা এখন কিছুটা বেকায়দায় পড়েছেন তাই তৃণমূলের খোঁজ খবর নিচ্ছেন

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫৭

সোনাগাজী বলেছেন:



উনি দল নিয়ে পিরামিড ব্যবসা করার জন্য ওবায়দুল কাদেরকে দান করেছেন।

১১| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'এক নিরুদ্দেশ পথিক' ওনার পোস্টে আমার করা মন্তব্যটা মুছে ফেলেছেন। সমালোচনা সহ্য করার মত শক্তি নাই এই ব্লগারের। অথচ গণতন্ত্রের কথা বলে বেড়াচ্ছেন। বড়ই বিচিত্র ওনার মন মানসিকতা।

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:০৩

সোনাগাজী বলেছেন:



উনি আফ্রিকার লোকদের মতো গুণী মানুষ, বাংগালীদের লিলিপুটিয়ান; গরুর রচনা লেখে

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:০৪

সোনাগাজী বলেছেন:



শেরজা গরুর লেজ ধরে সাতার শিখছে।

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:০৬

সোনাগাজী বলেছেন:




ব্লগে উনার গরুর রচনা বেশীদিন আসবে না; উনার লেখা বই মেলায় যাবে, সেখানে থেকে সরাসরি বাদামের প্যাকেট হবে।

১২| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা প্রতিটি স্তরে তার নিজস্ব লোকজন ও একটি বিশেষ সম্প্রদায়ের লোক শক্তভাবে বসিয়ে রেখেছেন তাই বিএনপির কোনভাবেই হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামাতে পারবেনা; বিএনপি এখনো দিক ভ্রান্ত পথিকের মতো কাজ করছে।

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৭

সোনাগাজী বলেছেন:




যেই পথ ধরে জিয়া এসেছিলো, সেই পথ ধরে চলে গেছে; বিএনপি যেভাবে এসেছিলো, সেভাবে চলে যাবে; মাঝখানে কোটী কোটী মানুষকে গরুছাগলের মতো জীবন যাপন করতে হলো।

১৩| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: অনেক লোকজন আজকাল আওয়ামীলীগকে ঘৃণা করছে।

০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২২

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের কেহ দেশের জন্য কিছু করছে না, ওরা নিজেদের পরিবারের জন্য কাজ করছে।

১৪| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ১:২০

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসেবে আপনার উচিৎ সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, সতর্ক করা।
জয় এবং পুতুল সম্পর্কে আপনার সামগ্রিক অবজার্ভেশন কী?

১০ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:





জয় এবং পুতুল মোটামুটি তেমন কোন কাজের লোকজন নন। উনার সাথে আজকাল নাকি কেহ খুব একটা দেখা করতে পারেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.