নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট ব্যানে থেকে ব্লগিং করাটা তেমন ইন্টারেষ্টিং ব্যাপার নয়।

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ২:৪৩



আমি এবার কমেন্ট ব্যানে আছি ৪+ মাস; ব্লগারদের অনেক ধন্যবাদ, বেশীরভাগ ব্লগারই আমার পোষ্ট পড়ছেন, ফিডব্যাক দিচ্ছেন; আমি নিজে কমেন্ট না'করেও ( বিনা কমেন্ট মাইনিং'এ ) যথেষ্ট কমেন্ট পেয়ে যাচ্ছি। আমি আবার লেখার মান নির্ণয় করি কোয়ালিটি কমেন্টের সংখ্যার উপর নির্ভর করে। আজকাল, অনেক ভালো পোষ্ট পড়ার পর কিছু বলতে পারি না; অনেক গার্বেজ পড়েও চুপ করে থাকতে হচ্ছে; এই ধরণের ব্লগিং কিন্তু ইন্টারেষ্টিং বিষয় নয়।

এবার আমাকে ঠিক কি কারণে কমেন্ট ব্যান করেছে, উহা আমার কাছে এখনো পরিস্কার নয়; বর্তমান নিকে ১৮ মাস ব্লগিং করছি; ১৮ মাসের মাসে ৮ মাস কমেন্ট ব্লকে। এই ৮ মাসে আমার পাঠক মোটেই কমেনি, কমেন্টের পরিমাণও কমেনি। সেইদিক থেকে, এই ব্যান কাজ করেনি; উল্টো, সামুটিমের জন্য চিন্তার কারণ হয়ে গেছি, হয়তো।

ব্লগে কিছু ক্যাচাল মানুষজন আছেন; এরা আমার কমেন্ট নিয়ে কান্নাকাটি করলে, সামুটিম আমাকে ব্যান করে বসেন; আমেরিকার কোন ব্লগার আমার কমেন্ট নিয়ে ক্যচাচাল করে না। ক্যাচালেরা আজকাল আমার পোষ্টে কমেন্ট করেন না; আসলে, ওঁদের কমেন্ট পড়ার মতোও না; ওঁদের কমেন্ট আমি অন্যদের পোষ্টে দেখি, বিশাল বড় গার্বেজের স্তুপ। কিন্তু ক্যাচালদের লেখা গার্বেজগুলো আমি পড়ে দেখি, কি নিয়ে কি ধরণের গার্বেজ লিখেছেন; উনারা মাঝে মাঝে আমাকে স্মরণ করেন নিজেদের পোষ্টে; আমাকে নিয়ে ক্যাচাল লিখে কয়েকজন সাহিত্যবিশারদে পরিণত হয়েছেন। আমাকে নিয়ে আলাপ করলে আমি কিছু বলতে পারি না; ইহা আসলেই ডোডো টাইপের ব্লগিং।

আমাকে চিরতরে কমেন্ট ব্যান করার জন্য সুপারিশ করেছিলেন ব্লগার ঢাবিয়ান সাহেব; উনর সুপারিশ কাজ করেছে, হাজার হলেও, উনার কিছু বিদেশী অভিজ্ঞতা ও ডিগ্রি আছে; এখন আমাকে উনার তথকথিত পোষ্ট পড়েও চুপ করে থাকতে হয়। আজকে উনি নির্বাচন কমিশনের ব্যাপারে কি একটা লিখেছে, ইহা পোষ্ট তো হয়নি, পোষ্ট'এর পাজামাও হয়নি। এই ধরণের পোষ্ট দিলে, যেকোন ব্লগার আমার মন্তব্যের ভয়ে থাকেন; আমি খারাপ কিছু বলি না, দরকারী কথাই বলি; কিন্তু অনেকেই চান যে, তাদের পোষ্টকে চোখমুখ বন্ধ করে ভালো পোষ্ট, সুন্দর পোষ্ট, গবেষণামুলক পোষ্ট, অনেক শ্রমের পোষ্ট বলতে হবে; না'হয় উহা ব্যক্তি আক্রমণে পরিণত হয়।


মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৫:০৮

কামাল১৮ বলেছেন: চার মাস যদি গত হয়ে থাকে তবে ছয় মাসের অপেক্ষায় থাকুন। ব্লগ টিমের উচিত বিস্তরিত জানিয়ে দেয়া।অপেক্ষা করা যায় কিন্তু অজানা অপেক্ষা বড় কঠিন।

০৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৫:১৩

সোনাগাজী বলেছেন:



আমি এভাবেই ব্লগিং করে আসছি, অপেক্ষা করাটা আমার জন্য সমস্যা নয়; আশা করছি, সময়ের সাথে টিমের দক্ষতা বাড়বে।

২| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:১২

ডার্ক ম্যান বলেছেন: ৯০ ভাগ ব্লগারের পক্ষে যেটা সম্ভব নয় , আপনার পক্ষে সেটা সম্ভব ।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩০

সোনাগাজী বলেছেন:



সামুটিম কমনসেন্সের ধার ধারে না।

৩| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কমেন্টে অনেকে বিব্রতবোধ করেন সেজন্য আপনাকে কমেন্ট ব্যানে রাখা হয়েছে। আপনাকে আর কমেন্ট ব্যান মুক্ত করা হবে বলে মনে হয় না। আলামত ভালো নয়।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৫

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, নীচুমানের সিদ্ধান্ত নেয়; এতেই বাংলাদেশ সবকিছুতেই পেছনে পড়ে যায়; কারণ, ৯৫ ভাগ নীচুমানের কাজ করলে, সেই জাতির কোন কিছুই ঠিক মতো চলার কথা নয়।

৪| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা অনুন্নত। আমরা উন্নত হতে চাই না। আমরা উন্নত দেশে গিয়ে বসবাস করতে চাই। যেমন আপনি উন্নত দেশে চলে গেছেন। সেখানে কি উন্নত ব্লগ নেই? সেই সব ব্লগে তো আপনি প্রাণ খুলে ব্লগিং করতে পারেন। নীচু মনের বাংলা ব্লগে আসলে আপনাকে মানায় না।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



আমি সব সময় বাংলাদেশেই বাস করে আসছি; কাজ করেছি বাংলাদেশ ও অন্য ২/১টি দেশে; আমি সেখানেও ব্লগিং করি। বাংগালী হিসেবে আমি দেশের মানুষকে বুঝতে চেষ্টা করি।

উপরে দেখেন, কামারুজ্জমান সাহেব কি গার্বেজ ছেড়েছেন সামুতে।

৫| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৯

রানার ব্লগ বলেছেন: রাস্ট্র চালাতে গেলে মাঝে মাঝে ভালো আলো কে সিমাবদ্ধ করে রাখতে হয় কারন দেশে যে অন্ধকার আছে সেই সকল অন্ধকার কে আলোকিতা করা টা যুক্তি সঙ্গগত না। কারন দেশ পরিচালনায় আঁধারের ও প্রয়োজন আছে।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৯

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের মানুষের ভাবনা উন্নত দেশগুলো থেকে শত বছর পেছেন; বেশীরভাগ মানুষ শেখার সময় ভুল শিখেন।

৬| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনুন্নত দেশের লোক গার্বেজ পোষ্ট দিবে এটা স্বাভাবিক। আমাদের উন্নত নাগরিকেরা অন্য দেশে চলে যায়। কিন্তু অন্য দেশ থেকে উন্নত লোকেরা এখানে বসবাস করতে আসে না। সুতরাং আমরা যেমন আছি তেমন থাকব, আমাদের উন্নত হওয়ার সম্ভাবনা কম। একটা সুষ্ট নির্বাচনের জন্য বিদেশীরা আমাদের থমকের মধ্যে রাখছে। অথচ আমাদের সরকার তেমন নির্বাচনের প্রয়োজন বোধ করে না। তারা শুধু তাদের জয়ের নিশ্চয়তার নির্বাচন। এমন দেশে আপনি গার্বেজের সমালোচনা করতে তো হবে না। কথায় বলে সর্বঅঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়। আপনি তো সব জায়গাতে ঔষধ লাগাতে যান, সেজন্য আপনার কাজে পাবলিক বিরক্ত হয় এবং বিব্রত বোধ করে।

০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৩

সোনাগাজী বলেছেন:



কথায় বলে সর্ব অঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়; এটাই ঘটেছে বাংলাদেশের বেলায়।

শেখকে হত্যা করায়, আমাদের স্বাভাবিক রাজনীতির যায়গায় দুষ্ট রাজনীতি বাসা বেঁধেছিলো: জিয়া, এরশাদ ও বেগম জিয়া দুষ্ট রাজনীতির প্রেকটিস করেছিলো। সবার আশা ছিলো, দেখ হাসিনা দেশকে সঠিক কক্ষে ফিরাবেন; দু:খের বিষয়, তিনি তা'জানেন না, কিংবা চাহেননি।

৭| ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনি যে ব্যানে আছেন এ কথা মডুরা মনে হয় ভুলেই গেছে। আশা করি শিঘ্রই আপনি মডুদের সুনজরে পরবেন।

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:


আমি চাই সামুটিম নিজেদেরকে সন্মান করুক।

৮| ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৯

জ্যাকেল বলেছেন: ইন্টারেস্টিং ব্যাপার আপনারে আমি বলতেছি-

(কমেন্ট সুবিধার অপব্যবহার করে) ক্ষ্যাপা ষাড়ের মত (সহ-ব্লগারদের মনে কষ্ট দিয়ে) মন্তব্য করার মজাই আলাদা।

তাই না (রানু) উস্তাদ?

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:



আমি তো ভেবেছিলাম যে, জটিলের সাথে সব মশামাছিরও অবসান হয়েছে

৯| ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ভাই, আপনার এ অবস্থা কে করলো? নামও বদল! লেখতে থাকুন। সবসময় ফিরে এসেছেন, আবারও আসবেন।

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



আমি আছি, টিম বদলাবে, কিন্তু আমি থাকবো।

১০| ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


চাঁদ থেকে সোনা হলেন, কিন্তু গাজীটা রেখেই দিলেন। ব্যাপারটা কী?

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:



গাজি শব্দটা শুনলে ক্যাচালরা কাঁপতে থেকে।

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৭

সোনাগাজী বলেছেন:




আপনি আবারও লিখুন।

১১| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: আপনাকে অন্যায় ভাবে কমেন্ট ব্যান করে রাখা হয়েছে।

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের সব সিদ্ধান্ত গ্রহনকারীদের অবস্হা একই রকম।

১২| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৬

জ্যাক স্মিথ বলেছেন: আপনি সোনাটা কেটে লাল করে দিয়ে নতুন আরেকটি আইডি খুলতে পারেন যেমন- লালগাজী অথবা লালচাঁদ। :`>

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৯

সোনাগাজী বলেছেন:


টিম ভয় পেতে পারে!

১৩| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


এটাই কি দীর্ঘ সময়ের কমেন্ট ব্যান?

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪০

সোনাগাজী বলেছেন:



হ্যাঁ, এটাই

১৪| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১১

ঢাবিয়ান বলেছেন: আবারো আমার নামে অহেতুক একটা অভিযোগ করলেন যে, আমার সুপারিশে আপনাকে কমেন্টে ব্যান করেছে!! আমি কখনই এই ধরনের কোন সুপারিশ করি নাই। ব্লগ টিম আপনাকে কমেন্টে ব্যান করায় সেটাতে সহমত প্রকাশ করে কমেন্ট করেছিলাম। বরং আমি চরম ইসলামবিদ্বেশি ব্লগার অগ্নিবেশ এর নিক ব্যান এর আবেদন করেছিলাম , কিন্ত মডু তা আমলেই নেয় নাই।

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



সামুটিম ভুলমুল সিদ্ধান্ত নিয়ে থাকেন সব সময়; আপনি আজীবনের জন্য কমেন্ট ব্যান করার কথা বলাতে উহা টিমের মাথায় ঢুকে গেছে

১৫| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন আইডি খুললেই তো আপনি কমেন্ট করতে পারেন।

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:


আমি চাচ্ছি, সামুটিম নিজেদের মগজটাকে একটু কাজে লাগাক।

১৬| ০৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

নূর আলম হিরণ বলেছেন: কমেন্ট ব্যান এবার তুলে নেওয়া উচিত সামু টিমের।

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:




টিমকে আমার স্হলে ( আমার নিক নিয়ে ) ব্লগিং করতে হবে, হয়তো

১৭| ০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১৮

আমি নই বলেছেন: আপনি অন্য ব্লগারকে আক্রমন করেন বেশি, আর নিজেকেই সবজান্তা, সঠিক মনে করেন। এধরনের মানুষের কিছুদিন বান্ধা থাকা খারাপ কিছু নয়।

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



আমি জনার চেষ্টা করি, আপনি সেটা করেন না, এই হলো পার্থক্য।

১৮| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের উচিত আপনার ব্যাপারে আপনাকে পরিস্কার করে কিছু জানানো। যে কোন বিচারের নিয়ম হোল সাজা নির্দিষ্ট হতে হবে। কাউকে অনির্দিষ্ট কালের জন্য জেল দেয়া যায় না। কতদিন সাজা খাটবে এটা সাজাপ্রাপ্ত ব্যক্তির জানার অধিকার আছে। আর এইবার আপনার দোষ কি ছিল সেই ব্যাপারে আপনি কি ভালো করে জানেন?

আপনি নতুন একটা নিক নিয়ে নেন। এটা সহজ সমাধান।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ২:০২

সোনাগাজী বলেছেন:



নতুন নিক নিলেও আমাকে অকারণে কমেন্ট ব্লক করতে পারে। বাংলাদেশের শিক্ষিতদের এই অবস্হা!

১৯| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৫

ৎৎৎঘূৎৎ বলেছেন: আপনার উপস্থিতি ব্লগের বাইরে যেকোনো পরিবেশে চারপাশের মানুষদের কেমন স্বস্তি দেয় বলে আপনার মনে হয়? যদিও তীর্যক বাক্যবাণে ভরপুর কমেন্ট গুলো পড়তে আমার ভালোই লাগে। নিজের ভুল স্বীকার করতে আপনার কেমন লাগে স্যার?

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:




কোথায়ও মিটিং/আড্ডা ইত্যাদিতে আমি ভালো শ্রোতা, কমেন্ট করি; মানুষ পছন্দ করেন।

ভুল হলে, আমি সাথে সাথে ভুল মেনে নিই।

২০| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫০

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: সামুটিমের উচিৎ শাস্তির সাথে সাথে কারণ ও মেয়াদ উল্লেখ করা

১০ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৩

সোনাগাজী বলেছেন:



সামুটিম সরকারী কর্মচারীদের মতো।

২১| ১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: আফনেও খোঁচাখুঁচি ছাড়া থাকতে পারেন না! হা হা হা
আমি কিন্তু আপনার একজন ভক্ত!

১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

বেশীরভাগ বাংগালী ১০ লাইন শুদ্ধ করে লিখতে পারে না; তারা বই বের করে বইমেলাকে গার্বেজ দিয়ে ভরে ফেলে, এরা ব্লগেও আছে; এদের লেখা পড়লে কিছু বলতে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.