নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতির ঋণ নিয়ে ব্লগারেরা চিন্তিত!

১১ ই আগস্ট, ২০২৩ রাত ১০:১৯



জাতির ঋণ নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে; ইহা নিয়ে দেশের সব শিক্ষিত মানুষ, রাজনীতির লোকেরা, প্রফেশনালরা, চিন্তিত হওয়ার কথা; ব্লগারেরা ইহা নিয়ে চিন্তিত হয়েছেন, ইহা ভালো লক্ষণ। বিবিসির কোন সাংবাদিক নাকি বাংলাদেশের কোন মন্ত্রী, যন্ত্রীকে ১২ বিলিয়ন ডলারের ঋণ পেমেন্টের ব্যাপারের প্রশ্ন করেছিলো; ইহা মন্তব্য হিসেবে আমার ১ পোষ্টে এসেছিলো। ১২ বিলিয়ন ডলারের পেমেন্টের ব্যাপারে সংবাদ না'দেখেও এই মন্তব্যের উত্তর আমি দিয়েছি। আমি সাধারণভাবে বুঝি যে, বাংলাদেশ সরকারের যেই পরিমাণ বিদেশী ঋণ ( ১০০+ বিলিয়ন ডলার ) আছে, উহার বার্ষিক পেমেন্ট কোনভাবে দেড় থেকে ৩ বিলিয়ন ক্রস করার কথা নয়।

তখন অনেকে বলতে লাগলেন যে, বিবিসি'র সাংবাদিক বলেছে; বিবিসির সাংবাদিক ভুল বলতে পারে, কিংবা ঋণের কথা না'বলে ইমপোর্ট বিলের কথা বলতে পারে। শেষে ২/১ জনের মন্তব্য থেকে বুঝা গেলো যে, ইহার বড় অংশ হচ্ছে বেসরকারী ব্যবসায়ীদের ঋণের পেমেন্ট। কিন্তু সব ব্লগারের বুঝা উচিত ছিলো যে, সরকারের ঋণ ১০০ বিলিয়ন ডলারের আশেপাশে, এবং বাংলাদেশের বাজেট গড়ে ৬০ বিলিয়নের কাছাকাছি; ফলে, ১২ বিলিয়ন ডলার বার্ষিক পেমেন্ট হতে পারে না; ব্লগারদের এইটুকু অনুমান না'থাকলে, জাতি কিন্তু বড় সমস্যায় আছে।

জাতির ঋন নিয়ে সবচেয়ে বেশী চিন্তিত হওয়ার কথা ছিলো রাজনীতিবিদ ও দেশের প্রফেশানেলরা; ওরা কোথায়ও কিছু বলে না কিনা আমি জানি না; আমি দেখেছি বিএনপি'র বলদেরা যারা ৫ মিনিটে ১ বিলিয়নকে সংখ্যায়ও লিখতে পারে না, তারা বেশী লাফায়।

ঋন নিয়ে কেহ ঘরের টিন হারায়, বউ হারায়, কেহ আত্মহত্যা করে, কেহ ডলারে মালটি মিলিওনিয়ার হয় ( ড: ইউনুস )। ঋন নিলে সুদ দিতে হয়, সেজন্য আমার দেখা কোন মোল্লা ঋণ নেয়নি, ব্যবসা করতে পারেনি, মানবেতর জীবন যাপন করেছে। আবার, আমার গ্রামের এক ছেলে এখন ১টা বাস কোম্পানীর মালিক; ১৩টি বাস আছে। সেও মাদ্রাসায় পড়ে ছিলো, পরে স্কুলে পড়ে এসএসসি পাশ করে বাসের ড্রাইবার হয়েছিলো, ঋণ নিয়ে বাস কিনে এখন ভালো ব্যবসা করছে। জাতীর ঋন নিয়ে চিন্তিত হওয়া ভালো লক্ষণ।



মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার চলে গেলেও ঋখের বোঝা জাতির ঘাড়ে থেকে যায়, চিন্তার কারণ সেখানে।

১১ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



জাতী যেই পরিমাণ বিদেশী ঋণ নিয়েছে, সমপরিমাণ টাকা ব্যুরোক্রেটরা, সরকারের লোকেরা ও দলের ব্যবসায়ীরা ডাকাতী করে নিয়ে গেছে; অর্থা ৎ কাঁধে ১০০+ বিলিয়ন ডলারের ঋণ, আরো ১০০+ বিলিয়ন চুরি হয়েছে।

২| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:
এই ঋণের বোঝা বা দায় দুটোই জনগণের জীবন যাত্রায় প্রভাব ফেলবে। ইতিমধ্যে ফেলেছে। কিন্তু সরকার এই বিষয়ে কোন কথা বলে না। জনগণ গোল্লায় গেলেও তাদের সেই বিষয় নিয়ে মাথা ব্যথ্যা আছে বলে মনে হয় না।

১১ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



ঋণ যখন সঠিক খাতে বিনিয়োগ করা হয় না, ও উহা থেকে লাভ হয় না, জাতি তখন ভয়ংকর সমস্যায়, দেউলিয়া হওয়ার পথে। এখন ব্যউরোক্রেটরা হয়তো জানেও না, কোন কোন খাতে ঋণ নেয়া হয়েছিলো।

৩| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:



সরকারী ও বেসরকারী ঋণ সিস্টেম,পেমেন্ট নিয়ে একটু ব্যাখ্যা করুন।১ম বিশ্ব থেকে ৩য় বিশ্বের ঋণের সামগ্রিক দিকটা সংক্ষেপে ব্যাখ্যা করবেন দয়া করে।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



দেশের প্রাইভেট কোম্পানী যারা বড় ধরণের জয়েন্ট ভেনচার, ঔষদের কাঁচামাল আমদানী করে, মেশিনারীজ, গাড়ী আমদানী করে তারা বিদেশী লোন পায়; এতে ওরা খুবই লাভবান হয় ( হার খুব নীচু ); কিন্তু জাতির হার্ড কারেন্সী গচ্ছা যায়।

৪| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৩

জ্যাক স্মিথ বলেছেন: সমস্যা নেই যে জাতি যত বেশী ঋণী সে জাতি ততবেশী ধনী।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



এক সময় শ্রীলংকা কিংবা আফগানিস্তানের মতোই ধনী হয়ে যাবে।

৫| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ পরিশোধ এখনও মাথা ব্যথার কারণ হয়ে ওঠেনি। সরকার বিরোধীরা সরকারের সঠিক জায়গায় সমালোচনা করতে পাড়ছে না। ফলে তারা ঋণ পরিশোধকে সমস্যা হিসাবে দেখছে এবং সমালোচনা করছে। অথচ সমালোচনা করার আরও অনেক ক্ষেত্র আছে যেগুলি সমালোচকদের চোখে পড়ছে না।

ঋণের দরকার আছে। অনেক উন্নত দেশও প্রচুর ঋণ করে। ঋণ সঠিকভাবে ব্যবহার করছে কি না সেটাই বড় ব্যাপার। বাংলাদেশে ঋণের অর্ধেকেরও বেশী লুটপাট হয়ে যায়। এটাই মূল সমস্যা। ঋণের টাকা দিয়ে শিক্ষা, চিকিৎসা, কৃষি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে কাজ না করে আমরা অগ্রাধিকার দিচ্ছি সুরঙ্গ, সেতু আর রাস্তা বানানোতে।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



সাইফুর রহমান এশিয়ান ব্যাংক থেকে কৃষি ঋণ এনে ঢাকায় হাউজিং ঋণ দিয়েছিলো; ৪% এর নীচের ঋণকে উনি গড়ে ১৮/২০% হারে ঋণ দিয়েছিলো, কৃষকেরা কিছু পায়নি; ভয়ংকর ক্রিমিনাল ও ইডিয়ট ছিলো লোকটা।

৬| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৩

নাজমুল আশরাফ বলেছেন: ব্যাংকাররা ভিক্টিম।
https://www.somewhereinblog.net/blog/nazmulashraf75/30352041

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৬

সোনাগাজী বলেছেন:



ব্যাংকারেরা ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর লোকদের মতো ক্রিমিনাল।

৭| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৫১

কামাল১৮ বলেছেন: রিজার্ভ কমেছে ঠিকই তবে দেওলিয়া হবার পর্যায়ে যায় নাই।সাবধান না হলে সম্ভাবনা আছে।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:




দেউলিয়া হতে সময় লাগবে না; আরবেরা লোকজন নেয়া বন্ধ করলে, দেউলিয়া হতে লাগবে ২/৩ বছর।

৮| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৩

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: জাতী যেই পরিমাণ বিদেশী ঋণ নিয়েছে, সমপরিমাণ টাকা ব্যুরোক্রেটরা, সরকারের লোকেরা ও দলের ব্যবসায়ীরা ডাকাতী করে নিয়ে গেছে; অর্থা ৎ কাঁধে ১০০+ বিলিয়ন ডলারের ঋণ, আরো ১০০+ বিলিয়ন চুরি হয়েছে।

চরম সত্য কথা। দেশে পর্যাপত টাকার সোর্স না থাকায় ঋণ করে লুটপাট করা হয়েছে (কথিত বড় বড় প্রকল্প)। জাতীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাকুরী নাই, ন্যায় বিচার নাই, জোড় যার মুল্লুক তার, এলাকার সন্ত্রাসীদের ভাগ না দিয়ে কোন কথাও মুখে আনা যায় না।। লেখা-পড়া তলানীতে। সব রিসোর্স থাকা সত্তেও চিকিৎসা ব্যবস্থা আজ ধ্বংস। মানুষ ভাতের মত ঔষধ খায়। এইসব সমস্যার সমাধান হলে দেশ অটোমেটিকলী উন্নতির শিখরে থাকবে।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:



আরেকটা জিয়ার দরকার, আরেকটা ক্যু'এর দরকার?

৯| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:

রিজার্ভ যখন বৃদ্ধি পেয়ে ৪৮ বিলিয়নে পৌছেছিল তখন আমাদের অনেকেই টিটকিরি বলছিল রিজার্ভ ধুয়ে পানি খাব?
এরপর করোনা ও যুদ্ধে রিজার্ভ যখন বেশ কমে গেলে সেই বক্তব্য ঘুরে গিয়ে হয় বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে।

মাথা পিছু আয় বৃদ্ধি পেলে যেই ব্যাক্তিকে বলতে শুনেছি - সব ভুয়া তথ্য আমার টাকা গেল কই? সব বোগাস। মানুষ আরো গরিব হচ্ছে।
সেই একই ব্যাক্তি মাথা পিছু ঋন বৃদ্ধি হলে বলে হায় হায় কি হবে দেশের, এত টাকা কিভাবে দিব আমি? দেশ দেউলিয়া হয়ে গেল। মাথাপিছু বা পার ক্যাপিটা কি এবং কিভাবে হিসাব হয় কিছুই না বুঝলেও এটা নিয়ে বলে যেতে বাধা নেই।

যেই ব্যাক্তিকে বলতে শুনেছি বাংলাদেশে কোন টাকা নেই সব টাকা বিদেশে পাচার হইছে। যেই টাকা আছে সব কাগজ, সরকার কাগজে টাকা ছাপাইয়া কোনমতে চলতেছে।
সেই ব্যাক্তিকে পরে বলতে শুনেছি সেতুর ব্যয় ৩ গুন ব্যয়। ৩৩ হাজার কোটি টাকা। দেশের কি হবে!
সেই ব্যক্তিদের বলি - হ ভাই সেতু কাগজ দিয়াই বানাইছে!

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:




আপনার মন্তব্যগুলোকে ছোট করেন, রিজার্ভের উপর গুগল থেকে পড়েন।

১০| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: লোন নেয়ার সমস্যা নেই, সমস্যা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে। বাংলাদেশের অর্থমন্ত্রী হওয়া উচিত ছিলো কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির। অবশ্য বাংলাদেশের কোন মন্ত্রীই আমার পছন্দ নয়, এম.পি.দের কথা বলতে গেলে রচনা হয়ে যাবে।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ২:০৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ অশিক্ষিত হওয়ায়, হিরো আলমও এমপি'র জন্য ভোট করেছিলো। রাজনৈতিক দলগুলো, ৩০০ সীটে ২৯০ জনের বেশী ইডিয়ট/ক্রিমিনয়ালদের নমিনেশন দিয়ে থাকে।

সরকার ঋন নিয়ে কোথায় বিনিয়োগ করেছে, কেহ সঠিকভাবে জানে না; ঋণের প্রজেক্ট থেকে ঋণ পরিশোধ করার দরকার; কিন্তু তারা পরিশোধ করে বাজেটের থেকে, ইডিওটিক কাজ কারবার।

১১| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ২:০৯

অহরহ বলেছেন: রাজনীতি খুব বুঝি না.......... @ Dada bhai.

১২ ই আগস্ট, ২০২৩ রাত ২:২২

সোনাগাজী বলেছেন:



আধুনিক নাগরিক হিসেবে বেসিক রাজনৈতিক ধারণা: নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে ধরণা থাকার দরকার।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩৩

সোনাগাজী বলেছেন:




আপনি কি ব্লগার কাল্পিক_ভালোবাসার পোষ্টে মন্তব্য করে, আপনাকে সামনের পাতায় লেখার অনুমতি দেয়ার জন্য অনুরোধ করেছিলেন?

১২| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৩

অহরহ বলেছেন: "আপনি কি ব্লগার কাল্পিক_ভালোবাসার পোষ্টে মন্তব্য করে, আপনাকে সামনের পাতায় লেখার অনুমতি দেয়ার জন্য অনুরোধ করেছিলেন?"

মন্তব্য করেছি, কিন্তু উনি মন্তব্যের উত্তরই দেন নি। বুঝি না, ইগনোর করছেন কিনা!!

১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৩

সোনাগাজী বলেছেন:



মনে হয়, উনি নিজের পোষ্টে ফিরে যাননি; হয়তো, সমস্যায় আছেন।

১৩| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:০৫

অহরহ বলেছেন: "আধুনিক নাগরিক হিসেবে বেসিক রাজনৈতিক ধারণা: নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে ধরণা থাকার দরকার।"

ঠিক বলেছেন, কিন্তু ছোট থেকেই দেশীয় রাজনীতিতে আগ্রহ ছিল না। যদিও আমি সমাজতত্ত্ব(Sociology) বিভাগে পড়াশোনা করা মানুষ। ধন্যবাদ দাদা।

১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি রাজনীতির মুল বিষয়ের উপর পড়ালেখা করেছেন। আমি ভুলে গেছি, আপনি কি এখন প্রবাসে?

১৪| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫১

অহরহ বলেছেন: জী দাদা............, আমি দেশের বাইরে থাকি। উত্তর আমেরিকায়।

১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০০

সোনাগাজী বলেছেন:




আপনি আমেরিকায় মানুষ/সমাজকে যেভাবে দেখছেন, উহা নিয়ে লেখেন, ও যারা মন্তব্য করেন, তাঁদের পোষ্টে মন্তব্য করেন।

১৫| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৬

রানার ব্লগ বলেছেন: যে ঋনের সুফল সাধারন মানুষ না পেয়ে মন্ত্রী এমপিরা পায় সেই অদৃশ্য ঋন নিয়ে ভেবে কি হবে বলেন । উহা আমাদের কাঁধে জোয়ালের মতো চেপে আছে এবং দিনে দিনে সেই জোয়ালের ভাড় বেড়েই যাচ্ছে।

১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনাকে এক সময় অনেকেই ভয় পেতো; তবে, টাকা পয়সার দিক থেকে উনাকে সহজেই বেকুব বানায়েছে ব্যুরোক্রেটরা, দলের অসত ব্যবসায়ীরা ও সিন্ডিকেটরা।

১৬| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: প্রতি সপ্তাহে বাজারে যাই আর অবাক হই।
আজকে এক ডজন ডিম কিনলাম ১৭৫ টাকা দিয়ে। গত সপ্তাহে কিনেছিলাম ১৬০ টাকায়।

সত্যিকার অর্থে দেশ ভালোবাসে চলছে না। দেশের দিকে আওয়ামীলীগের মন নেই। তাঁরা ব্যস্ত আগামী নির্বাচন নিয়ে। যে করেই হোক ক্ষমতায় থাকতেই হবে।

১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৮

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগ দেশকে কলোনী বানায়ে ফেলেছে।

১৭| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১২

অক্পটে বলেছেন: "এখন ব্যউরোক্রেটরা হয়তো জানেও না, কোন কোন খাতে ঋণ নেয়া হয়েছিলো।"

আপনার এই উক্তিটা খুবই সত্য। লুটের নেশায় এতই বুদ হয়েছিল যে খাতের কথা ভুলে যাওয়ারই কথা। আর সরকার দুহাত ভরে ঋণ নিয়েছে সেই ঋণ দিয়ে উন্নয়ণ মূলক কিছু করা হয়নি যা থেকে কোন রিটার্ন আসছেনা। এই ঋণ সাধারণ মানুষের কাজে না লেগে চোর বাটপারদের হাতে চলে গেছে। একটা উন্নয়ণশীল দেশ এই পাহাড় পরিমাণ ঋণের সুফল পায়নি।

এখনই নিত্যপ্রয়োজনীয় কমোডিটির মূল্য আকাশ ছোঁয়া। ঋণের বোঝা মানুষকে আরো বেশি দুর্বিপাকে ফেলবে।

১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৬

সোনাগাজী বলেছেন:



সরকারী ঋণের কারণে মানুষের উপর যে বোঝা, উহা মানুষ মোটামুটি দেখছে না। এখন বছরে যদি ৩ বিলিয়ন ডলার ঋণের পেমেন্ট হয়, উহা ৬০ বিলিয়নের বাজেট থেকে চলে গিয়ে, বাজেট ৫৭ বিলিয়নে পরিণত হচ্ছে; বাজেট কমে যাওয়ায় কত শতভাবে মানুষের অধিকার কমে যাচ্ছে, অনেক অধ্যাপকও তা বুঝে না।

১৮| ১২ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগার শ্রেণী ঋণ নিয়ে কিছু করতে পারেন নাই।

উল্টো বিপদে পড়েছেন।

১২ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



ঋণকেকাজে লাগাতে হলে, সঠিক ব্যবসায়িক প্ল্যনাের দরকার, সাথে দরকার অনেক শ্রম। বুঝা যাচ্ছে যে, ব্লগারেরা ভালো ব্যবসায় নেই।

১৯| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ২:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:


জাতির ঋণ ভার নিয়ে আমি যত না চিন্তিত তার চেয়ে অনেক বেশী চিন্তিত
ঋণের অদক্ষ ব্যবহার ও ঋণ পরিশোধ পদ্ধতি নিয়ে ।

১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:




ব্লগার কথাবার্তা শুনে মনে হচ্ছে, শতকরা ৫ জন শিক্ষিত বাংগালী আমাদের জাতির ফাইন্যান্সিয়াল সংবাদগুলো পড়লে বুঝতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.