নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আরবী সরকারগুলো ফিলিস্তিনীদের সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:১০



****আপডেট: সৌদী মুখ খুলেছে, গাজায় বিমান আক্রমণ বন্ধ করতে বলেছে।

হামাস কর্তৃক হত্যাকান্ড ঘটার ৩য় দিন শেষ হচ্ছে; একই সময়ে গাজাতে বিমান আক্রমণ চলছে ২ দিন; মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু কোন আরবদেশ কিংবা ইসলামিক অর্গেনাইজেশন "ওআইসি" গাজা থেকে সাধারণ ফিলিস্তিনীদের সরানোর জন্য কোন ব্যবস্হা নিচ্ছে না। সিরিয়া ও লেবানন নেই বললেই চলে, উহারা নিজেরাই সমস্যার মাঝে ডুবে গেছে। কিন্তু মিশর, জর্ডান, ইরান মিলে ইসরায়েলের সাথে কাজ করে কমপক্ষে শিশু ও নারীদের সরিয়ে নিতে পারতো; কিন্তু আরবেরা চুপচাপ দেখছে ইসরায়েল কি করে! এই জন্যই আরবদের কেহ মানুষ হিসেবে সন্মান করে না।

মিশর চাইলে গাজার দক্ষিণ সীমান্ত দিয়ে নারী ও শিশুদের বের করে এনে, অন্য আরব দেশে যাওয়ার ব্যবস্হা করতে পারতো; মিশর ও জর্ডান চেষ্টা করলে রেডক্রস উহাতে অংশ নিতো। এখন ইসরায়েল অকারণে সর্বত্র বোম্বিং করছে; রকেটের ষ্টোরেজ ও উৎক্ষপনের স্হানগুলো সহজে বের করা সম্ভব; কিন্তু তারা অকারণে ঘরবাড়ী আক্রমণ করছে; হামাসেরা এখন সব টানেলের মাঝে প্রবেশ করে বসে আছে। ইসরায়েল বারবার বলছে যে, মানুষ যেন সরে যায়! মানুষ কোথায় সরবে? যেই কয়টি স্হান আছে ( রেডক্রস, আমেরিকান স্কুল, হাসপাতাল ) সেসব স্হানে ১/২ লাখ মানুষে জন্যও ব্যবস্হা নেই।

মনে হচ্ছে, ইসরায়েলের সরকার তাদের দায়িত্বহীনতার দায় কমানোর জন্য এখন অকারণ বোম্বিং করছে। নাথেনিয়াহু যেইভাবে ভয় দেখাচ্ছে, সেইভাবে গাজা দখল করা সহজ হবে না; তার আগে সে অবশ্যই "বন্দীদের" মুক্ত করার জন্য চেষ্টা শুরু করছে। ফলে, যেভাবে সৈন্যসামন্ত এনে ঝড়ো করছে, ইহাকে অনেকটা রাজনৈতিক মনে হচ্ছে।

যদি আসলেই তারা হামাসকে ধ্বংস করতে চা্য, সেইজন্য প্রস্তুতি নিতে হবে; ইচ্চা মতো ভেতরে গেলে তারা সুবিধা করতে পারবে না; এসব ব্যাপার নিশ্চয় জেনারেলরা বুঝে। অবশ্য জেনারেলরা চাইবে "বন্দী বিনিময়" করে একটা মিমাংসায় যেতে। ইসরায়েলের মানুষ বুদ্ধিমান, তারা ১০ হাজার ফিলিস্তিকে হত্যা করার জন্য নিজেদের ১০০ জনকে বলি দিবে না। নাথেনিয়াহু চীৎকার দিলেও ভেতরে ভেতরে বন্দীদের মুক্ত করার জন্য নিশ্চয় পথা খুঁজছে। আরব সরকারেরা এই সময় নারী ও শিশুদের বের করে নিয়ে এলে সঠিক কাজ হতো।


মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩০

ঢাবিয়ান বলেছেন: মধ্যপ্রাচ্যের সকল আরব রাস্ট্র ইজরাইলের মিত্র। তারা কেন এগিয়ে আসবে ? গাজায় কোন মুসলিম এবার আর অক্ষত থাকবে না। রেডক্রস ও অন্যান্য ও মানবাধিকার সংগঠন যদি পারে তবে হয়ত কিছু প্রান বেচেঁ যাবে। কিন্ত সেটার সম্ভাবনাও কম। কারন যে ধরনের বোম্বিং চলছে গাজা শহরে , সেখানে বাইরে থেকে কারও সেই শহরে ঢোকা এক প্রকার অসম্ভব। গাজা নামের কোন ভুখন্ড আর মুসলিমদের অধীনে থাকছে না বলেই প্রতীয়মান হচ্ছে।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০০

সোনাগাজী বলেছেন:



গাজা যদি ইসরায়েল দখল করে, সেটাই ভালো হবে; তবে, সেখানে পানি, ইলেকট্রিসিটি ও খাবার নেই; মানুষ যারা আহত হচ্ছে, ওদের জন্য ঔষধ নেই। নারী ও শিশুদের মিশর যায়গা দিতে পারে। হামাসের জন্য এযাবত গাজা ৩য় বার ভয়ংকর হত্যার সন্মুখীন হলো।

২| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৩

কামাল১৮ বলেছেন: ইসরাইল আর সৌদির মাঝে একটা সমঝোতা হওয়ার কথা ছিলো আমেরিকার মাধ্যমে। সেটা নষ্ট করার জন্য এই আক্রমন হতে পারে।নয়তো হটাত এই আক্রমন কেনো।হামাস বন্দিদের হত্যার হুমকি দিচ্ছে।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৩

সোনাগাজী বলেছেন:




সেটাই অন্যতম কারণ; সেটা হয়ে গেলে, হামাসের ডলার বন্ধ হয়ে যাবে। এবং যথাসম্ভব, সেটা হলে ইসরায়েল সিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহূ সরকারের ব্যর্থতা ঢাকার জন্য অকারণ বিমান আক্রমণ চালাচ্ছে।

৩| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক মাত্র হামাসের উগ্রতার কারণেই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে হবেনা।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি কোথায় আছেন? কেমন আছেন, পরিবার কোথায়?

হামাস বাধা না'দিলে আরাফাত ১৯৯৩ সালের পরপরই দেশকে স্বাধীন করতে পারছেন।

৪| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি দীর্ঘ দিন অসুস্থ ছিলাম।
এখন অনেকটা ভালো ।
এখন দেশে আছি ।
সোনার বাংলায়

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২২

সোনাগাজী বলেছেন:


কি ধরণের সমস্যা হয়েছিলো?

৫| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসলে ডাক্তার কিছুই ধরতে পারেনি।
প্রচুর পরিমাণে টেস্ট করেছি।
কোন লাভ হয়নি। ওজন কমার সাথে সাথে দারুণ ভয় পেয়ে যাই বাচ্চাদের কথা ভেবে। এক সময় কথা বলতেও কষ্ট হতো। এখন অনেকটা ভালো আছি।

আপনি কেমন আছেন ,স্যার?

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি।

আপনার ডাইজেষ্ট সিস্টেম সমস্যা হয়েছিলো; আপনি বাদাম ও কোন প্রকারে ভাজি, খাবেন না। বাংলাদেশে যদি মিনারেল ওয়াটার পাওয়া যায়, সেটা সংগ্রহ করে খান; দেশের পানি ফুটায়ে খাবেন।

৬| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল নামে একটা ক্লিনিক আছে। ওখানে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের এক জন ডাক্তার বসেন। উনার কাছে দেখানোর ফি ১৩০০ টাকা মাত্র। তবে নাম রেজিস্ট্রি করার খরচ আরো ২০০ টাকা মাত্র। উনার জন্য সন্ধ্যা ৭ টা থেকে অপেক্ষা করে রাত ১০ টায় ডাক পেলাম। উনি আমার কাছ থেকে প্রায় ২০ গজ দূরে বসেছিলেন। আমি অত জোরে কথা বলতে পারছিলাম না। তিনি ৩ মিনিট আমার সাথে আলাপ করেই প্রচুর পরিমাণে টেস্ট দিয়ে দিলেন। একটা টেস্ট করাতে হবে পিজিতে। কেননা, বাংলাদেশে আর কোথাও সেই মেশিন নেই।

দেশে আসলেই পানি পরার চেয়ে ভালো চিকিৎা মানুষ পায় না।

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে ডাক্তারের নামে ডাকাত শ্রেণী গড়ে উঠেছে।

৭| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৯

ক্লোন রাফা বলেছেন: আসসালামুলাইকুম চা.গাজী । কেমন আছেন ?
আপনার কি মনে হয় , হামাস কার পারপাস সার্ভ করতেছে⁉️

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০১

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় হামাসের পক্ষে মিছিল হয়েছে, উহাতে আমার সমর্থন ছিলো; আপনার উচিত গাজায় গিয়ে ইহুদী আক্রমণ ঠেকানো।

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



হামাস নেতানিয়াহুকে সাহায্য করছে।

৮| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরব ব্রাদারহুড বলে কিছু নেই। ধনী ও প্রভাবশালী আরব দেশগুলো তাদের(ফিলিস্তিনি) জ্ঞাতি ভাই হওয়া সত্ত্বেও তারা আজ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র পেল না...

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৪

সোনাগাজী বলেছেন:



১৯৪৬ সাল থেকে আরব নেতারা ভুল করে আসছে, তারা জাতি সংঘের বিপক্ষে গেছে; ২য় বিশ্বযুদ্ধে আরবরা জার্মানীকে সাপোর্ট করেছে, সবই ভুল ছিলো।

৯| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৮

অহরহ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন [/sb ভাইয়া, আপনার জন্য সমবেদনা। দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা রইল।

১০| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২১

অহরহ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক মাত্র হামাসের উগ্রতার কারণেই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে হবেনা।

একদম ঠিক বলেছেন ভাইয়া ............

১১| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৪

অহরহ বলেছেন: @ দাদা : আপনি কেমন আছেন? সময় পেলে একবার ক্যানেডা ঘুড়ে যান।

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আগামী বছর চেষ্টা করবো; আপনি কোন এলাকায় আছেন?

১২| ১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



হামাসকে নিয়ে সকলেরই বাস্তবতা বুঝার সময় এসেছে।
এরা কাদের স্বার্থ বেশী ভাবছে বা রক্ষা করছে সেটাও
ক্রমে ক্রমে সকলের কাছে পরিস্কার হয়ে যাবে ।
যাহোক, যুদ্ধ কখনো কাম্য নয় । সেখানে শান্তি
স্থাপিত হোক , সাধারণ সকল মানুষের জানমাল
রক্ষা পাক , আল্লার দুনিয়ায় আল্লার সৃস্টি সমগ্র
মানবকুল সুখে শান্তেতে বসবাস করুক, এটাই
হোক সকলের কামনা । আমিরিকা সঠিকভাবে
উদ্যযোগী হলে এবং সমগ্র আরব বিশ্ব বাস্তবতা
মেনে নিয়ে সেমত নিজেদেরকে সংযত করতে
পারলে সেখানি শান্তি প্রতিষ্টা খুব একটা কঠিন
কাজ নয় । শান্তির জন্য সমজোতার মনোভাব
নিয়ে পারস্পারিক অলোচনাই সর্বোত্তম পন্থা ।

একসময় ব্লগে নিয়মিত বিচরণকারী ব্লগার
মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর জন্য রইল
সহমর্মীতা, তাঁর সুস্বাস্থ্য কামনা করছি ।

১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:


ফিলিস্তিনীরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে, ১৯৯৩ সালে অসলোতে ২ দেশ মেনে চুক্তি করলো; কিন্তু হামাস ও ইসলামিক জ্বিহাদ ও হেজবুল্লাদের কারণে ফিলিস্তিরা দেশ পেলো না; আরো ৩০ বছর পেছনে সরায়ে দিলো হামাস, হেজবুল্লা ও পিএলও'রা

১৩| ১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সুদীপ কুমার বলেছেন: ভাল বলেছেন

১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:




আমার ধারণা, আরবের অনেক মানুষ শান্তিতে বাঁচার কথা ভাবতেও পারে না।

১৪| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার এনালাইসিস আমার পছন্দ হয়েছে। পরিনতির কথা না ভেবে হামাস কতৃক আগ বাড়িয়ে ৭শ ইস্রাইলি হত্যাকে আমি সমর্থন করি না।

১০ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



২০১৪ সালে ৩ জন সিভিলিয়ান হত্যা করেছিলো হামাস, ২৪০০ ফিলিস্তিনীর প্রাণ গেছে, ৪০০০ পংগু হয়েছিলো, ২০ বিলিয়ন দলারের ঘরবাড়ী ও সম্পদ নষ্ট হয়েছিলো, স্বাধীনতা পিছিয়ে গেছে ২০ বছর।

১৫| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৬

অহরহ বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, আগামী বছর চেষ্টা করবো; আপনি কোন এলাকায় আছেন?


আমি Calgary শহরে থাকি......

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



আচ্ছা, দেখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.