নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজায় ১ম ইসরায়েলী সৈন্য প্রাণ হারলো

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৩



**** সংবাদে দেখলাম, গাজায় ১ম ইসরায়েলী সৈন্য প্রাণ হারায়েছে ****
**** আমেরিকান ডিফেন্স সেক্রেটারীও চাচ্ছে, গাজায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই ****
**** আজকেও প্রে: বাইডেন টেলিফোনে নেতানিয়াহু'র সাথে কথা বলেছে ****

আমেরিকা বুঝতে পেরেছে যে, ইসরায়েল এভাবে বিমান হামলা করে অপরাধ করেছে।

মনে হচ্ছে, নেতানিয়াহু সবদিক থেকে সীমা অতিক্রম করছে; বাইডেন সরাসরি কিছু না'বললেও, সে ইসরায়েলকে গাজায় প্রবেশের বেলায় তাড়াহুড়ো না করতে পরামর্শ দিয়েছে। নেতানিয়াহু কিন্তু নিজের ইচ্ছা মতো সবকিছু করার চেষ্টা করছে। ইসরায়েলী বাহিনীর ১ সেনার মৃত্যুর খবর বেরিয়েছে। এতে বুঝা যাচ্ছে যে, ইসরায়েলী কমান্ডোরা গাজার ভেতরে অপারেশন করছে।

২ জন আমেরিকান ইহুদী গতকাল মুক্তি পাবার পেছনে কাজ করে কাতার; কাতারে হামাসের অফিস আছে। সম্ভবত: বাইডেন এখনো চেষ্টা করছে বাকী বন্দীদের মুক্ত করার। ইসরায়েল ৫০০০ গাজাবাসীকে হত্যা করেছে ইতিমধ্য; ইহা ভয়ংকর অপরাধ। এর বাহিরে যেতে চাওয়া ইসরায়েলের জন্য কোনভাবে ভালো হওয়ার কথা নয়।

বুঝা যাচ্ছে, নেতানিয়াহু বন্দীদের জন্য বেশী চিন্তিত নয়। যুদ্ধ যেদিকে যাবে যাক; এবার ইসরায়েল কিন্তু সমস্যার মাঝে প্রবেশ করেছে।


মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২০

স্প্যানকড বলেছেন: ইশ্বরের কথা হুনে না আর বাইডেন কোন বাল ! =p~

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২২

সোনাগাজী বলেছেন:


আমার মনে মনে হয়, বাইডেন ইশ্বর থেকে শক্তিশালী।

২| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৪

জনারণ্যে একজন বলেছেন: আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার কথা শোনার সমূহ সম্ভাবনা আছে। তবে বালখিল্য আচরণঘটিত কারণে আপনার পশ্চাৎদেশে পদাঘাতের বৃষ্টি বর্ষিত হলে, ওই দায়িত্ব আমি নিতে রাজি নই।

বি: দ্রঃ তৃতীয় শ্রেণীর লেখকদের লেখা পড়ার অনভ্যাস-জনিত কারণে পোস্ট না পড়েই মন্তব্য করলাম, আশাকরি নিজগুণে ক্ষমা করবেন।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৮

সোনাগাজী বলেছেন:



মন্তব্য পড়ে মনে হচ্ছে, আপনি জ্ঞানী ব্লগার:

আপনার জ্ঞানের নমুনা:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২৩টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ সপ্তাহ ৪ দিন

৩| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৮

বিষাদ সময় বলেছেন: ইহা রাজনীতি ইহার মর্মভেদ করা আপনার কর্ম নয়।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:



এখানে রাজনীতি কাজ করছে না, কাজ করছে অসুস্হ চিন্তা।

৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪১

বিষাদ সময় বলেছেন: রাজনীতিতে যাহা বলা হয় তাহা করা হয় না আর যাহা করা হয় তাহা বলা হয় না।
বার্ডেন নিশ্চয় নেতা হুয়া হু কে বলিয়াই আসিয়াছেন যে আমি যাহা পাবলিকলি বলিব তাহা তুমি করিবে না আর যাহা তুমি করিবে তাহা পাবলিকলি বলিবে না।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৫৯

সোনাগাজী বলেছেন:


নেতানিয়াহু অনেক কিছু করছে ভয়ংকর ডানপন্হীদের নিয়ে; তবে, মনে হচ্ছে, "হামাস" আরবদের রোল মডেলে পরিণত হচ্ছে।

৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:২২

কামাল১৮ বলেছেন: দুই পক্ষেই আরো অনেক সৈন্য মারা যাবে।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৩১

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিনীদের জন্য হামাস হচ্ছে ইসরায়েলী সরকার থেকে অনেক বড় ওমগজহীন শত্রু।

৬| ২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:০৮

অহরহ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন .......

২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:১৫

সোনাগাজী বলেছেন:



গাজা হত্যাকান্ডের পর, ইসরায়েলীদের উচিত উইথড্র করা।

২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:৩৭

সোনাগাজী বলেছেন:


ইসরায়েল হামাসকে ধরার আগে যখন ৫০০০ মানুষ মেরেছে; ইহা মানবতার বিপক্ষে অপরাধ।

৭| ২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:১১

অহরহ বলেছেন: লেখক বলেছেন : ফিলিস্তিনীদের জন্য হামাস হচ্ছে ইসরায়েলী সরকার থেকে অনেক বড় মগজহীন শত্রু।

২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:১৭

সোনাগাজী বলেছেন:



২০০৬ সালে গাজার মানুষ হামাসকে ভোট নিয়ে নিজেদের জন্য মৃত্যুর ব্যবস্হা করেছে।

৮| ২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:১৯

অহরহ বলেছেন: লেখক বলেছেন : ইসরায়েল হামাসকে ধরার আগে যখন ৫০০০ মানুষ মেরেছে; ইহা মানবতার বিপক্ষে অপরাধ।

একদম, গাজার নিরস্ত্র নারী, শিশুদের চেহাড়ার দিকে তাকানো যায় না। I feel sorry for them.

২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২৯

সোনাগাজী বলেছেন:



আরবের তরুণরা হামাসে ও হেজবুল্লাতে নাম লেখাবে; ইসরায়েল আগের মতো অবস্হানে থাকতে পারবে না। এখন ফিলিস্তিন গড়তে হবে।

৯| ২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৫৩

বনজোসনা বলেছেন: আপনার মানসিকতার পরিবর্তন দেখে ভালো লাগলো। পোস্ট হবে এরকম পক্ষপাত বিবর্জিত।
একচোখা পোস্ট লিখেছিলেন বিরক্ত লাগছিল।
তবে দেখুন নানা, একটু ভালো বলেছি মানে আপনার সেই সব পুরানো বিশেষণ টেনে আনলে প্রশ্ন ফাঁসের কুকীর্তি সকলকে জানিয়েই ছাড়বো।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:০১

সোনাগাজী বলেছেন:


৭ তারিখ থেকে ২২ তারিখ, যুদ্ধ চলেছে; সবকিছু চলমান এবং দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমি যতটুকু বুঝতেছি, সেটা বলছি। ৭ তারিখ সকালে আমি দেখছি, হামাস সিভিলিয়ানদের আক্রমণ করেছে; আমি সেটাকে নিয়ে কথা বলেছি।

৮ তারিখ সকাল থেকে ইসরায়েল বিমান হামলা শুরু করেছে, আমি দেখছি যে, গাজার অনরুদ্ধ মাহুষকে হত্যা করছে ইসরায়েল, হামাসের কোন ক্ষতি হয়নি; আমাকে সেটা নিয়ে লিখতে হয়েছে।

এখন দেখছি, ইসরায়েল ভয়ংকর অপরাধ করছে ও নিজকে টার্গেটে পরিণত করছে, সেটা নিয়ে লিখছি।

১০| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:২২

অহরহ বলেছেন: লেখক বলেছেন : আরবের তরুণরা হামাসে ও হেজবুল্লাতে নাম লেখাবে; ইসরায়েল আগের মতো অবস্হানে থাকতে পারবে না। এখন ফিলিস্তিন গড়তে হবে।

আপনার কথা ফেলে দেয়া যায় না। কিন্তু @ দাদা, ইসরাইল এবং PLO অনেক আগে থেকেই Two-state solution নিয়ে দেন দরবার করছিল। কিন্তু সেখানে হঠাৎ বাধ সেধেছে কট্টর মোল্লাবাদী হামাস। এরা কার্যত ফাতাহ এর ক্ষমতা হাইজ্যাক করে নিয়ে যায়। সত্যিকার অর্থে যে জাতির চাকা অন্ধকারের দিকে ধাবমান সে জাতি কখনো সোজা হয়ে দাড়াতে পারে না।

অন্যদিকে আজকের বাস্তবতার নিরিখে আপনি ইসরাইলকে অতটা ফেলনা ভাবতে পারেন্না। ইসরাইল কেন মৌলবাদী মুসলিম অন্ধ শক্তির কাছে আত্মসমর্পণ করবে? এর আগে শত্রু পরিবেষ্টিত ইসরাইল সমগ্র আরব বিশ্বের সাথে চারচার বার সর্বাত্মক যুদ্ধ করে survive করেছে। ইসরাইলের জন্ম হয়েছে টিকে থাকার জন্য। আজকের মধ্যপ্রাচ্য এখনও সেই ১৪০০ বছর আগের বস্তাপঁচা ধর্মীয় চেতনা মনে প্রাণে ধারণ করে সভ্যতার সাথে Parallel চলতে পারে না। ইসলামে সংস্কার আনতেই হবে।

এটি শুধু শুধু ইসরাইল না, আজকে খোদ মুসলিম দেশ গুলোই মৌলবাদী ইসলামিস্টদের কাছে জিম্মি। পাকিস্তান, বাংলাদেশ এরাও দিনদিন তলানিতে যাচ্ছে। আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমার জন্মও মুক্তিযোদ্ধা পরিবারে। অথচ স্বাধীনতার ৫০ বছর পর আজও সেই মৌলবাদী শক্তি দিনদিন উর্বর হচ্ছে। হিসাব মিলাতে পারেন???


২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫০

সোনাগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধারা তাদের সন্মান ও জীবন পায়নি তাজদ্দিন সাহেবের বোকামী ও শেখ সাহবের জ্ঞানের অভাবে।

ইহুদীদের অবস্হান ও প্রভাব সম্পর্কে মুসলমানদের সঠিক ধারণা না'থাকাতে ফিলিস্তিন দেশ হয়নি ১৯৪৮ সালে। এরপরও সুযোগ ছিলো শান্তি প্রচেষ্টার মাধ্যমে দেশ পাবার; সেখানেও তারা ফেল করেছে।

হামাসের কারণে স্বাধীনতা পেছনে গেছে, কমপক্ষে ১০ হাজার ফিলিস্তিনীর প্রাণ গেছে ও গাজা ২ বার ধুলায় মিশেছে; যাক, এবার নেতানিয়াহু গাজায় ভয়ানক হত্যাকান্ড চালিয়ে নিজেদের জন্য বিপদের সৃষ্টি করেছে; এখন তারা এই বিপদ থেকে বের হওয়ার জন্য ফিলিস্তিন গঠন করতে বাধ্য হবে।

১১| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও কিছু ইসরাইলী সৈনিক মরলে তখন হুস আসবে।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



হামাসের কাছে আত্মঘাতী লোকজন আছে, ইসরায়েলীদেরও অকারণ মৃত্যু হবে; এরপর, পশ্চিম তীরে হামাস গড়ে উঠবে।

১২| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২০

রানার ব্লগ বলেছেন: গুনতি ভুল হয়ে যাবে সংখ্যার বিচারে। মাত্র শুরু।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:




আমেরিকা বুঝেছে যে, ইসরায়েল বিনা কারণে ৫০০০ হাজার গাজাবসীকে হত্যা করেছে।

১৩| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যুদ্ধ বন্ধ হোক।
শান্তির সুবাতাস বইতে থাকুক।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:




যখন বাইডেন এসেছিলো, আরবেরা বাইডেনের সাথে বসলে যু্দ্ধের গতি বদলাতো।

১৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৭

ধুলো মেঘ বলেছেন: ট্যাঙ্ক রেখে নাকি সৈন্যেরা পালিয়ে জীবন বাঁচিয়েছে?

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



ট্যাংক থেকে সৈনিকদের জীবনের মুল্য বেশী।

১৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: ইসরায়েল অল আউট মিশনে নেমেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন। অর্থাৎ এবারের যুদ্ধ আগেরবারগুলোর মত এক বা দুই সপ্তাহ ব্যাপী সীমান্ত সংঘাত নয়, অল আউট মিশন।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলীরা এখন থেকে ভালো করে ঘুমাবার সুযোগ পাবে না; শিশু ও নারী হত্যার কারনে ওদের প্রতি তরুণ আমেরিকানদের সমর্থন কমে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.