নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জর্ডান, মিশর ও সৌদীর উচিত ইসরায়েলকে গাজায় প্রবেশে বাধা দেয়া।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:১৪



গাজার শিশু, নারী ও বয়স্কদের রক্ষার জন্য জর্ডান, মিশর ও সৌদীর উচিত ইসরায়েল বলা, তারা যেন গাজায় আর বোমা না'ফলে, ও তাদের সৈন্য যেন গাজায় প্রবেশ না'করে। জর্ডাানের বাদশাহ, জেনারেল সিসি ও সৌদী যদি একযোগে ইসরায়েলকে গাজার বোম্বিং করতে মানা করে, ইহা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা হবে না; বাইডেন ও আমেরিকা কিছুটা হতভম্ব হলেও ইহাতে লজিক খুঁজে পাবে।

১৯৪৮ সাল থেকে এই দেশগুলোর সরকারের বারবার ভুলের জন্য ফিলিস্তিনীরা প্রাণ দিয়েছে ও জীবন থেকে বন্চিত হয়েছে। এখন এসব দেশের দয়িত্ব হয়ে দাঁড়ায়েছে গাজার নিবীহ মানুষের সন্তান ও পরিবারের লোকজনকে রক্ষা করা।

এই ৩ দেশ হামােসকে গাজা ছাড়তে সাহায্য করতে পারে; এসব সন্ত্রাসীদের জন্য ইরান, সিরিয়া ও লেবাননে যায়গা আছে। এই মহুর্তে বাইডেন বুঝতে পেরেছে যে, ইসরায়েলর হত্যাকান্ড সীমা ছাড়িয়ে গেছে ও ইহা শুধু ইসরায়েল নয়, ইহা আমেরিকার জন্যও সমস্যার সৃষ্টি করতে পারে। এখন যদি এই ৩ দেশ ইসরায়েলকে গাজায় প্রবেশ করতে মানা করে, ইসরায়েল এদেরকে খেয়ে ফেলতে পারবে না; এরা ইউরোপের অনেক দেশের সমর্থন পাবে, এবং জাতিসংঘ ইহা নিয়ে কথা বলার জন্য বসবে।

এখন যদি এই ৩ দেশ কোন ব্যবস্হা না'নেয়, ইহারা নতুন জেনারেশনের হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জ্বিহাদের শিকারে পরিণত হবে; জর্ডানের বাদশাহ ক্ষমতা হারাবে ১০ বছরের মাঝে; সৌদীতে সন্ত্রাসী কার্যকলাপ শুরু হবে; মিশরে ব্রাদারহুড নতুন সমর্থক পাবে, সিসি মিসির অবস্হা হোসনী মোবারেকের মতো হবে।


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৭

বনজোসনা বলেছেন: এবারের ফিলিস্তিনের হামলা ইজরায়েল- মার্কিনের সব হিসেব উলোটপালোট করে দিয়েছে। ফিলিস্তিনিরা মানুষ। তাদের পাশে রাশিয়া চীন ইরানের মতো শক্তিশালী দেশের সঙ্গে সৌদির মতো বেশ কিছু মুসলিম দেশ আছে।। বৃহত্তর জেলখানার আজম্ম কালের কয়েদী হিসেবে নয়, নিজস্ব স্বাধীন দেশের নাগরিক হিসেবে নয় আর পাঁচ জনের মতো বেঁচে থাকার সুযোগ দিতেই হবে।
আফগানিস্তান ও ইরাকে সাদ্দাম হোসেনকে মৃত্যু দেওয়া ছাড়া এই দুই দেশ থেকে আমেরিকাকে শূন্য হাতে ফিরতে হয়েছে। কাজেই এশিয়া ভূখণ্ডে এমন দাপাদাপি আখেরে সুবিধা নাও হতে পারে এটা আমেরিকা নিশ্চয়ই উপলব্ধি করছে।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:


আমেরিকা বুঝতেছে যে, ইসরায়েল গাজায় হত্যাকান্ড চালায়ে বিপদের মাঝে প্রবেশ করেছে। আগামীতে ইসরায়েল চারিড়িক থেকে আক্রান্ত হবে।

২| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০১

রানার ব্লগ বলেছেন: ইজরায়েল যা করছে সম্পুর্ন মানবতা বিরধী । এর বিচার হওয়ার দরকার ! আপনি যাদের কথা বললেন এরা সবাই খেয়র খাঁ পার্টি । সামান্য লোভে এরা পক্ষ ত্যাগে বিন্দু মাত্র দ্বিধা বোধ করবে না ।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



এদের অবস্হা লেবাননের মতো হবে, দেশ চলে যাবে হামাস/হেজবুল্লাহ জাতীয় দলের হাতে।

৩| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১০

অহরহ বলেছেন: তাদের সেই শক্তি আছে?

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



তারা বললে, বিশ্ব ও জাতিসংঘ ইহা নিয়ে কথা বলবে; ইহা মিডিয়ায় আসবে।

৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৯

কামাল১৮ বলেছেন: বাধাটা দিবে কি ভাবে।আর মানবে বা কেনো।যেখানে আমেরিকার কথা মানছে না।আপনার বক্তব্য মতে।।
আমার মনে হয় আমেরিকাই এসব করছে।যুদ্ধ জাহাজ পাঠায়েছে কি জন্য?

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:




আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠায়েছে ইরানকে থামাতে। কিন্তু এসব জাহাজ হেজবুল্লার মতো যোদ্ধাদের থামাতে পারবে না।

৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার বিশ্লেষণাত্বক পোষ্টের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাই, আপনি যে ৩টি দেশের কথা বললেন, সেই ৩ দেশের রাজা-মহারাজারা তো তাদের গদি রক্ষা করার জন্য শক্তিশালী দেশগুলোর পিছনে মিলিয়ন/বিলিয়ন ডলার খরচ করে। তাই তাদের সামনে লক্ষ লক্ষ তাজা প্রাণ মরলেই কি আর বাঁচলেই কি !!! হায়রে মানবতা !! মানবতা আজ ডুকরে কাঁদে। “কে ধরিবে হাল, কে উড়াবে পাল, কে দেখাবে পথ” !!!!!!!!!!!!!

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



মিশর, জর্ডান, লেবানন,সিরিয়ার কারণে ১৯৪৮ সালে ফিলিস্তিন দেশ হতে পারেনি; এরা বাইডেনের সাথে জর্ডানে বসেনি গত সপ্তাহে; আগামীতে এসব দেশ লেবানন হবে।

৬| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইসরায়েলের হর্তা, কর্তা, বিধাতা আমেরিকা না করলেই তবে তারা থামবে। আমেরিকা ও ইসরায়েল একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধে অপরাধী।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:



এখন যে, ভেতর প্রবেশ করেনি উহা আমেরিকার কারণে।

৭| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এক সময় মানুষকে বলতে শুনতাম- মুসলিম জাতিসংঘ চাই।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:



ইহা করা দরকার, ইয়েমেনে সদর দফতর,নাইজেরিয়ায় আন্চলিক অফিস; পাকিস্তান, বাংলাদেশ, সুদানের হাতে ভেটো থাকবে।

৮| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:

হামাসকে সম্পুর্ন নিরস্ত্র না করা পর্যন্ত ইসরাইলি অভিযান বন্ধ করা ঠিক হবে না।
এটাকে স্বাধীনতা যুদ্ধ বলা যায় না। শ্রেফ ইসরাইলকে হামলার আমন্ত্রন। ইহা উষ্কানিমুলক রকেট মারা খেলা নামক জঙ্গি হামলা। জঙ্গি সন্ত্রাস নির্মুল অভিযান, অসম যুদ্ধ।
নারী শিশুদের চিপায় নিরাপদ থেকে রকেট মারা খেলা সম্পুর্ন বন্ধ করতে হবে।
হামাস কে আমি জঙ্গিই বলবো। ইসলামি জেহাদও জঙ্গি।
উভয় গ্রুপই মিশর ও মিসরের সিনাই থেকে বিতারিত জঙ্গি দল, পরে লেবানন ও লিবিয়াতে যেয়ে না সুবিধা করতে পেরে পরে গাজাতে আস্তানা গেড়েছে। হাসাসের সন্ত্রাসের ভয়ে সব নির্বাচনে ভোট হামাসের ঘরে যায়।

রকেট ছোড়া মানেই পালটা বিমান হামলার আমন্ত্রন, স্পষ্টই আমন্ত্রন। আর নারী শিশু মারা গেলেই অনুভুতির খেলা, আরো বেশী অর্থ সাহায্য, অর্থ দিয়ে বিলাশবহুল জীবন, দুবাইতে মৌজ করা।
গাজায় কোন উৎপাদন নেই রপ্তানী নেই অর্থনীতি নেই, তেমন উপার্জন নেই, কিন্তু সবার হাতে অফুরন্ত টাকা, বিশাল বিশাল বিলাস বহুল এপার্টমেন্ট বহুতল বিল্ডিং রাস্তায় অজস্র চকচকে নতুন বিএমডাব্লু মার্সিডিস লেক্সাস। এত চাকচিক্য পার্শবর্তি মিসর বা জর্ডনে নেই। এই দুর্মুল্যের বাজারে হামাছিরা এত টাকা কোথা থেকে পায়?

সকল প্রতিবেশী আরব দেশকে সংগে নিয়ে গাজাকে সম্পুর্ন নিরস্ত্র করতে হবে। সকল ভুগর্ভস্ত টানেল ধ্বসিয়ে দিতে হবে। প্রয়োজনে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োজিত করা লাগবে। করতেই হবে।
বন্ধ করতে হবে নারী শিশু মৃত্যুর অনুভুতির খেলা,
বন্ধ করতে হবে নারী শিশুদের চিপায় নিরাপদ থেকে রকেট মারা খেলা।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



আপনি আওয়ামী লীগ নিয়েও সঠিক ধারণা রাখেন না, আপনার কথার কোন মুল্য আছে বলে আমার মনে হয় না।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:



হামাসকে নিরস্ত্র করার জন্য প্রবরশের আগে ৫০০০ নীরিহ মানুষকে হ্ত্যা করেছে ও ২০ হাজারকে আহত করেছে; ইহা কি সৈন্য বাহিনী, নাকি হালাকু খানের কিলিং মেশিন?

৯| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: জর্ডান, মিশর ও সৌদি'র তথা আরবদের অনেক কিছুই করা উচিত ইসরাইলের বিরুদ্ধে তবে তারা নিজেদের নানা ধরনের সীমাবদ্ধতা ও অতীত অভিজ্ঞতার কারনে সেই করণীয় কাজগুলো করবে না বা করতে পারছেনা।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:




এদের মাথায় বেদুইনী বুদ্ধি, বিশ্ব কিভাবে চলছে, সেটা এরা বুঝে না।

১০| ২৩ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


মুসলিম ভ্রাতৃত্ববোধ কোথায় দেখা যায়?

২৩ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



মুসলিম ভ্রাতৃবোধ, ইহা অপ্রয়োজনীয় কথা; আজকের মানুষ হচ্ছে মানবতার বন্ধনে আবদ্ধ।

১১| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৩

কামাল১৮ বলেছেন: হেজবুল্লাকে থামাতে পারবে না কিন্তু ধ্বংস করতে পারবে।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:


হেজবুল্লাহ বেশী এগুবে না; ওরা শিয়া।

১২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: হামাসের সামনে এখন শত্রু ইসরায়েল + আমেরিকা + জাতিসংঘ।

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:



জাতিসংঘের লোকেরা ফিলিস্তিনে ইসরায়েলী হত্যা বন্ধের পক্ষে; তবে, তারা হামাসের বিপক্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.