নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

সোনালি কাবিন

..

সোনালি কাবিন › বিস্তারিত পোস্টঃ

ঘুরতে-ফিরতে তোলা ছবির এলোমেলো একটি ব্লগ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২




এটি টাংগাইলের ধনবাড়ি জমিদার বাড়ি । বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান উক্ত জমিদারীর দেখভালের দায়িত্বে আছেন। তারা এটির নাম দিয়েছেন "রয়্যাল রিসোর্ট।" এদের একটি ওয়েবসাইটও আছে ।



এই জমিদারবাড়ির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। ধারণা করা হয়, মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়ীতে জমিদারি প্রতিষ্ঠা করেন। ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে অদূরেই জমিদারবাড়ি, ইচ্ছে করলে হেঁটে কিংবা রিকশায় পৌঁছাতে পারেন সেখানে।


টাংগাইলের সফরটা ছিলো ছোটখাটো । আগের দিন রাতে গিয়ে রাতটুকু থেকে পরদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছিলাম।




গিয়েছিলাম টাংগাইল ডিসি লেকে ।





কক্সবাজারে দশ/এগারোবার গিয়েছি অথচ সেখানেই ছবি তুলতে সর্বাধিক অনীহা । ঐখানকার তিন পিস ছবি । প্রথমটা ইনানী বিচ, দ্বিতীয়টা মেরিন ড্রাইভের পথে কোথাও আর তৃতীয়টা সূর্যাস্তের ।






মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকার তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আম্রকাননে শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে । ২৬শে ফেব্রুয়ারি, ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয়।




শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটকস্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পদ্মার তীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে সাত কিলোমিটার মাইল উত্তরে অবস্থিত।

কী দূর্ভাগ্য ! সেখানে পৌঁছে শুনি একটু আগেই এটি সেদিনকার মত বন্ধ হয়ে গিয়েছে । এজন্য আমাদের একজন সফরসঙ্গীর প্রকৃতির উদাত্ত আহবানে সাড়া দেয়া কিঞ্চিত দায়ী, পথে পথে থেমে চা-চু খাওয়াজনিত ঢিলেমিও কিঞ্চিত দায়ী ।
আর সেখানে গিয়ে আমি কি করলাম ! বাইরে থেকেও তো কুঠিবাড়ির সামনের দিকের ছবি তো তুলতে পারতাম ।

আরো কিছু ছবি ।





হাকালুকি হাওড়ের আশেপাশে কোথাও ।




মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪

ঢাবিয়ান বলেছেন: টাঙ্গাইলের জমিদার বাড়ীর ছবিটা দেখে ভাল লাগল। সব দেশই হিস্টোরিকাল স্পটগুলো সংরক্ষন করে পর্যটন মার্কেটে ছেড়ে প্রচুর টাকা ইংকাম করছে । কিন্ত আমরা পারছি না

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

সোনালি কাবিন বলেছেন: হুম ঠিক বলেছেন ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

রয়্যাল রিসোর্টে থেকেছেন? খরচ কেমন?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

সোনালি কাবিন বলেছেন: নাহ থাকিনি ।

খরচের ব্যাপারে ওয়েবসাইটে এই মুহূর্তে এরকম দেখাচ্ছে
https://www.royalresort-dhanbari.com/packages/

villa
Executive Twin (2 Rooms)
Semi Deluxe Room (2 Rooms)
from $60 (per day)

nawab palace
Deluxe Room (3 Rooms)
Regency Suite (2 Rooms)
Royal Twin (1 Room)
from $175-200 (per day)

bunglow
Luxury Twin (2 Rooms)
Luxury 2 Single (2 Rooms)
from $75 (per day)

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: টাঙ্গালের রাজবাড়ি সম্পর্কে জানলাম ছবিগুলোই সুন্দর

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

সোনালি কাবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

করুণাধারা বলেছেন: বেশিরভাগ ছবিতেই ক্যাপশন নেই। থাকলে ভালো হতো।

দ্বিতীয় এবং পঞ্চম ছবি ভালো লেগেছে বেশি। বাকি সব ছবিও ভালো।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১০

সোনালি কাবিন বলেছেন: স্বাগতম আমার ক্ষুদ্র ব্লগ আঙ্গিনায়। সামনের দিকে আপনার পরামর্শ খেয়ালে রাখার চেস্টা করব ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: বাহ ভালোই তো ছবিগুলি আর সব জায়গাগুলোতেই গেছি তাই ক্যাপশন ছাড়াই চিনে ফেললাম ভাইয়ু .....

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১১

সোনালি কাবিন বলেছেন: আপনি হলেন ঘুরাঘুরির রাজকন্যা ।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: টাঙ্গাইল ডিসি লেকটা আমার জন্য একটা নস্টালজিয়া। আমি যখন ১৯৭৯ সালে প্রথম শ্রেণীতে পড়তাম তখন এই লেকটা আমাদের বাসা থেকে ৫০ গজ দূরে ছিল। মাঝখানে ছিল ময়মনসিংহ যাওয়ার পুরানো মহাসড়ক। আমরা অনেক সময় এখানে গোসল করেছি। আপনার দেয়া ছবির সাথে আমার দেখা লেকের মিল খুঁজতে গিয়ে কিছুই মিলাতে পারলাম না। কারণ তখন এই লেকটার আশে পাশে কোন পার্ক বা বিনোদন কেন্দ্র বা এই জাতীয় কোন আধুনিক স্থাপনা ছিল না। তবে গুগলে এবং ইউটিউবে খুঁজে বুঝলাম যে এটাই সেই লেক। একটা প্রাকৃতিক লেক ছিল তখন। এই জায়গাটাকে সম্ভবত ডিসট্রিক্ট বলত। এই লেকের অপর পাশ থেকে কিছু দূরে ছিল আমাদের প্রাথমিক বিদ্যালয়। শীতকালে এই লেকের পানি এতো কমে যেত যে আমাকে কোলে নিয়ে বাসার গৃহকর্মী খালা এই লেক হেটে পাড় হয়ে যেতেন। আমিও অনেক সময় লেকের মাঝখান দিয়ে হেঁটেছি। তা না হলে অনেক পথ ঘুরে স্কুলে যেতে হত সার্কিট হাউজের সামনে দিয়ে। এই লেকের পাড়ের মাটি লাল রঙের ছিল এবং শক্ত এটেল মাটির মত ছিল। অনেককে দেখতাম যে এই মাটিকে সাবান হিসাবে গায়ে ব্যবহার করছে।

সার্কিট হাউজের পাস দিয়ে অনেক সময় আমার বোনের সাথে যেতাম তার বান্ধবীর বাসায়। প্রায়ই পথে একটা ছেলে আমার বোনের পিছনে পিছনে হেটে আসতো আর প্রেম নিবেদন করার চেষ্টা করতো। তবে ইভ টিজিং করতো না। খুব সুন্দরভাবে অনুনয় বিনয় করতো। আমি তখন প্রথম শ্রেণীতে পড়লেও কিছু কিছু বুঝতাম।

এই লেকের পাড়ে আলু চাষ করতো কৃষকেরা। এই এলাকাটা ছিল বলতে গেলে জন মানবহীন। লেকের ঐ পাড়ে লাইন ধরে ছিল ডিসি, সিভিল সার্জন এবং অন্যান্য সরকারী কর্মকর্তাদের সরকারী বাসা। অনেক শাল গাছ ছিল।

আমি এখনও প্রায়ই এই লেকের ছবি কল্পনা করি। আমাদের বাসার সামনে বেশ বড় প্রান্তরের মত ফাঁকা জায়গা ছিল। এই প্রান্তরে আমরা বাচ্চারা মিলে একটা ইটের ছোট ঘর বানিয়েছিলাম। সেটার ভিতরে ঢুকে বসে থাকতাম। একটু দূরে একটা সরকারী হাসপাতাল ছিল। লাশকাটা ঘর দূর থেকে দেখে আমরা ভয় পেতাম। একটা দোকানে বাতাসা বিক্রি করতো। বাতাসা খেতে আমার এখনও ভালো লাগে। আমাদের বাসার পিছনে একটা পুরানো বাধানো কবর ছিল। সেটা দেখেও ভয় লাগতো। এই লাশকাটা ঘরের কাছে একটা পরিত্যক্ত বিধ্বস্ত ঘরের দেয়ালে আমরা একবার একটা মাথার খুলির মত জিনিস দেখে বাচ্চারা ভীষণ ভয় পেয়েছিলাম। আমাদের চেয়ে বয়সে বেশ বড় এক ভাইয়া এই ভয় ভেঙ্গে দেন। উনি কাছে গিয়ে দেখেন যে দেয়ালটাতে আসলে একটা ভাঙ্গা টিনের থালা আর ন্যাকড়া ঝুলে আছে। আমরা দূর থেকে দেখে মনে করেছিলাম মানুষের মাথার খুলি।

এই লেকের কথা মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১২

সোনালি কাবিন বলেছেন: কী অসাধারণ স্মৃতিচারণা করলেন ! পোস্টের অলংকার হয়ে রইল এটি।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

শেরজা তপন বলেছেন: ভাল লাগল। করুণাধারা আপুর সাথে সুর মিলিয়ে বলছি, ক্যাপশান দিলে ভাল হোত।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৩

সোনালি কাবিন বলেছেন: সুস্বাগতম । হুম, কিছু ছবিতে ক্যাপশন ছিল, আবার বেশ কিছুতে ছিল না।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

অপু তানভীর বলেছেন: কক্সবাজারে আমি গিয়েছি কয়েকবার । এবং আমার যাওয়াটা ছিল একদম একা । আমি একা একা গিয়ে একা ঘুরে বেরিয়েছি সমুদ্র পাড়ে । আপনার মত আমারও সেখানে গিয়ে ছবি তোলায় অনীহা বড় । আমার কাছে ঘুর গেলে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেয়ে চোখ ভরে সব কিছু দেখাই যুক্ত যুক্ত মনে হয় !

মুজিব নগরটা আমার একদম বাড়ির পাশে । ওখানেও যাওয়া হয়েছে । এটা একটা ছবি ব্লগ আছে অনেক আগের ।

টাঙ্গাইলে দিনে গিয়ে দিনে আসা যাবে আশা করি । যেতে হবে একদিন ।

পোস্ট প্লাস দিয়ে গেলাম ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৭

সোনালি কাবিন বলেছেন: আপনি একা একা ঘুরেছেন ! বাহ !

আমি বেশ কয়েকবার একা একা কক্সবাজার ঘুরার উদ্যোগ নিয়েছিলাম, সময় বাঁচানোর জন্য বিমানের কথাও ভেবেছিলাম, কিন্তু একবারও কক্সবাজার বা অন্য কোথাও একা একা ট্রাভেল করা হয়নি । প্রত্যেকবারই শেষবেশ ইচ্ছাশক্তির ঘাটতি ছিল।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

জুন বলেছেন: শালিক আর পানকৌড়িটা আমার মন কেড়ে নিল। সবগুলো জায়গাই আমার ঘোরা দেখা সোনালি কাবিন। তারপর ও আপনার চোখে আবার দেখে ভালোলাগলো অনেক।
+

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

সোনালি কাবিন বলেছেন: আন্তরিক অভিবাদন আপনাকে ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

সোনালি কাবিন বলেছেন: বহুত শুকরিয়া ।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: টাঙ্গাইলের জমিদার বাড়ির ছবিগুলি প্রত্যেকটি দারুণ সুন্দর হয়েছে।++ আপনি একদিনের জন্য গিয়েও এতো সুন্দর ছবি দিয়ে ভরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

সোনালি কাবিন বলেছেন: কচি সবুজ সতেজ ধনেপাতা আপনার জন্য ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

সোনালি কাবিন বলেছেন: অনুপ্রেরণা পেলাম যথেষ্টই ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা । ছবিগুলো দেখে চোখে আরাম পেলাম !!

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২০

সোনালি কাবিন বলেছেন: আপনার মন্তব্য মন জুড়িয়ে দিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.