নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

সোনালি কাবিন

..

সোনালি কাবিন › বিস্তারিত পোস্টঃ

একটি ফুলেল পোস্ট

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১২





উপরের ছবি দুটো নওগাঁ বা জয়পুরহাটের কোন এক পার্কে তোলা। এদিক ওদিক ঘুরে বেড়ানোর সময় কিছু ফুলের ছবি তোলা হয়েছিল। সময়ের পরিক্রমায় স্ম্রৃতিতে পলল জমেছে, তাই ভুলে গেছি কোথায় কোনটা তুলেছি। তারই কিছু ছবি এখানে। মূল ছবি থেকে না নিয়ে ফেসবুক থেকে নেয়া বিধায় রেজোলিউশনের এদিক ওদিক হতে পারে।

নীচের ছবিটা শ্রীমংগলের দুসাই রিসোর্টে তোলা।



৩।



৪।


৫।


৬। গ্র্যান্ড সুলতানে তোলা


৭। মিরপুর চিড়িয়াখানায় তোলা


৮। কুয়াকাটায় তোলা


৯।


১০।


১১।


১২।


১৩।


১৪।


১৫। শ্রীমংগলের মাধবপুর লেকে তোলা


১৬।


১৭।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২

মিরোরডডল বলেছেন:




ভালো কালেকশন কিন্তু পোষ্টটা কেমন যেনো স্বল্প বসনা মনে হচ্ছে।
প্রতিটা ছবিতে কোথায় তোলা হয়েছে, তার সাথে ফুলের নাম এরকম আরও কয়েক লাইন লেখা থাকলে একটু আব্রু হতো।

সব ফুলই সুন্দর কিন্তু রঙিন সব ফুলের পাশে সাদা জবা ফুলটা অপূর্ব!!!
মনে হচ্ছে সাদা শাড়িতে বিধবার অবয়ব।


১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬

সোনালি কাবিন বলেছেন: হুম ঠিক বলেছেন। কিছু ফুলের নাম জানিনা আর কিছু কিছু কোথায় তুলেছি ভুলে গেছি। তাই সিরিয়াল নাম্বার দিয়ে কাজ সারা।

মনে হচ্ছে সাদা শাড়িতে বিধবার অবয়ব।

দারুণ উপমা দিয়েছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

সোনালি কাবিন বলেছেন: সাদা জবাকে প্রাধান্য দিতে লাল জবার ছবি ইচ্ছে করেই দেইনি।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩

সোনালি কাবিন বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮

নয়ন বড়ুয়া বলেছেন: সব ছবিই সুন্দর হয়েছে। আপনি কী প্রফেশনাল ফটোগ্রাফার?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

সোনালি কাবিন বলেছেন: আপনার উদার প্রশংসা আমার ভালোলাগার শোকেসে তুলে রাখলাম।

আমি শখের ফটোগ্রাফার।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ফুল আমার ভীষণ পছন্দ। আমার বারান্দায় অনেক ফুল গাছ। কিছু ফুলের ছবি দেই। ফুল আমার ভীষণ পছন্দ। আমার বারান্দায় অনেক ফুল গাছ। কিছু ফুলের ছবি দেই আমার বারান্দার

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

সোনালি কাবিন বলেছেন: ওয়াও! খুবি সুন্দর।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯

সোনালি কাবিন বলেছেন: Really really nice.

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

মিথমেকার বলেছেন: সাদা জবা! রক্ত জবা শুনেছি দেখেছি, সাদা জবা এই প্রথম দেখলাম। আপনার তোলা ছবি গুলো সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

সোনালি কাবিন বলেছেন: সাদা জবা যখন দেখি তখন আমিও অবাক হয়েছিলাম। আমার ছোট্ট ব্লগ উঠোনে আপনাকে স্বাগতম।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

এম ডি মুসা বলেছেন: েএমন সুন্দর ‍ফুল সরাসরি দেখি নাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১২

সোনালি কাবিন বলেছেন: আমার সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল।

৮| ১০ ই মে, ২০২৪ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: ঈদের পরের দিন আমি জয়পুরহাটে গেছিলাম। দুইদিন ছিলাম!!! তোমার বাড়ি জয়পুরহাট নাকি!!!!!!!!! আল্লাহ!!!!!!! দেখা হয়ে যেত নিশ্চয়! নিশ্চয় তুমি ঈদে বাড়ি গিয়েছিলে......

১১ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

সোনালি কাবিন বলেছেন: নাহ, জয়পুরহাট নয়। ওখানে গিয়েছিলাম কলিগের বিয়ে খেতে।

ঈদে বাড়ি যাওয়া হয় না। ইন ফ্যাক্ট লাস্ট গিয়েছিলাম ২০১৪ তে, হাফ বেলা ছিলাম। দেশের বাড়ি অনেকদিন ধরেই শূন্য।

৯| ১১ ই মে, ২০২৪ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১২ ই মে, ২০২৪ দুপুর ১২:১৫

সোনালি কাবিন বলেছেন: ধন্যবাদ।

১০| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলাগা রেখে গেলাম

০৮ ই জুন, ২০২৪ রাত ১২:০২

সোনালি কাবিন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.