![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
দৃষ্টি বড় সাংঘাতিক বিপত্তি। যার জন্যই আল্লাহপাক বলেন, “মুমিন পুরুষদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে (নজর ঝুকিয়ে চলে) এবং তাদের যৌনাঙ্গকে সাবধানে সংযত রাখে; এটিই তাদের জন্য উত্তম। ওরা যা করে, আল্লাহ সে বিষয়ে অবহিত। আর মুমিন নারীদেরকে বল, তারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জাস্থান সংযত রাখে।
প্রিয় নবী (সাঃ) বলেন, “(কোন রমণীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি) বার বার দৃকপাত করো না। বরং নজর সত্তর ফিরিয়ে নিও।” যেহেতু “চক্ষুও ব্যভিচার করে এবং তার ব্যভিচার হল কাম (দৃষ্টি)।”
সুতারাং এ দৃষ্টিকে ছবি থেকেও সংযত করতে হবে এবং পরপুরুষ থেকে আড়াল রাখতে হবে। যাতে এক হাতে তালি নিশ্চয়ই বাজবে না। আর এই বড় বিপদ সৃষ্টিকারী অঙ্গ চোখটি থাকে চেহেরায়। চোখাচোখি যাতে না হয় তাই নারীর জন্য জরুরী তার চেহেরাকেও গোপন করা।
সুত্রঃ
আদর্শ বিবাহ ও দাম্পত্য
আব্দুল হামীদ মাদানী
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
পাঠক১৯৭১ বলেছেন: সব কানা লোকেরা বেহেশতে যাবে।