নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

পানির মধ্যে চলাচল করলে পা ভিজবে না এটা যেমন অবাস্তব তেমন আদর্শবান স্ত্রী ছাড়া আদর্শ পরিবারের কামনা করা অবাস্তব

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

——————-***আদর্শ স্ত্রী***————–







একটা পরিবারকে আদর্শবান করার জন্য আদর্শবান স্ত্রী অপরিহার্য। পানির মধ্যে চলাচল করলে পা ভিজবে না এটা যেমন অবাস্তব তেমন আদর্শবান স্ত্রী ছাড়া আদর্শ পরিবারের কামনা করা অবাস্তব। যদিও হয় তবে তা খুব কম হবে————-



————–*আদর্শবান নারীর চারটি গুন***—————



১. পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আদর্শ নারীর একটি বড় গুণ। এগুণ ছাড়া কোন নারী আদর্শবান হতে পারে না।



২. রমজান মাসে সিয়াম পালন করা আদর্শ নারীর দ্বিতীয় গুণ।



৩. আনুগত্য ও সদ্ব্যবহারের মাধ্যমেই একজন নারী আদর্শবান হতে পারে। কোন নারী আনুগত্য ছাড়া আদর্শের দাবী করতে পারে না।



৪. আদর্শবান হওয়ার জন্য লজ্জাস্থানের হেফাযত করা একটি গুরত্বপূর্ণ গুণ, যে গুণের মাধ্যমে একজন নারী ইহকাল ও পরকালের মান-সম্মান নির্ভর করে। একজন ব্যভিচারীণী নারী বিন্দুমাত্র আদর্শের দাবী করতে পারে না।



আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, ” গোটা দুনিয়টাই হচ্ছে সম্পদ। আর দুনিয়ার শ্রেষ্ট সম্পদ হচ্ছে সতীসাধ্বী নারী”। (বুখারী, মসুলিম, মিশকাত হা/৩০৮৩, বাংলা মিশকাত হা/২৯৪৯)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

পথহারা নাবিক বলেছেন: সহমত!!

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সোনারবাংলা বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

হেডস্যার বলেছেন:
ভাই বউ নামায না পড়তে চাইলে কি মাইর গুতা দেয়া যাবে? :|

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

দি সুফি বলেছেন: আদর্শবান স্ত্রীর পাশাপাশি স্বামীকেও আদর্শবান হইতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.