নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

পরিবারের কর্তাটি যদি হারাম উপার্জন করে তাহলে তার বউয়ের উচিত প্রতিবাদ করা

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮



স্বামীকে হারাম উপার্জন থেকে বিরত রাখার উপায়ঃ



রাসুল (সাঃ) এর একটি হাদীসে আছে "কোন ব্যক্তি যদি এক লোকমা হারাম খাবার তার মুখে তুলে নেয় তাহলে চল্লিশ দিন তার দোয়া কবুল হয় না।" আমরা প্রতিদিন নামায পড়ছি, দান-সাদকা করছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করে দু'আ করছি, গুনাহ থেকে মাফ চাইছি। এখন প্রশ্ন হলো আমরা কি হালাল উপার্জন করছি? যদি দুর্ণিতি-চুরি করে, মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে অর্থ উপার্জন করি তাহলে সেই অর্থ দিয়ে আপনি বড় বড় দালাল-কোঠা তৈরী করতে পারেন, পরিবারকে নিয়ে রাজকীয় ভাবে বসবাস করতে পারেন। দামী দামী খাবার খেতে পারেন। কিন্তু আল্লাহর দরবারে এই উপার্জিত অর্থ কোন কাজে আসবে না। যদি না আপনি হালাল উপার্জন করেন।



পরিবারের কর্তাটি যদি হারাম উপার্জন করে তাহলে তার বউয়ের উচিত প্রতিবাদ করা, স্বামীকে হারাম উপার্জন থেকে বিরত রাখা, প্রয়োজনে বাধ্য করা। প্রশ্ন হলো বর্তমানে কয়জন বউ তার স্বামীকে হালাল উপার্জন করতে বলে? বেশীর ভাগ বউরা তাদের স্বামীকে বেশী বেশী অর্থ উপার্জন করার জন্য প্রেসারে রাখে। আর স্বামী বেচারাও বউয়ের প্রেসারে পড়ে বউকে হাসি-খূশীতে রাখতে গিয়ে কোন এক সময় দুর্নিতিতে পা বাড়ায়। ছেলে-মেয়েদেরকে দামী দামী স্কুলে পড়ানোর জন্যও অনেকে দুর্নিতি করে অর্থ উপার্জন করে।



একমাত্র ধার্মিক বউরা তাদের স্বামীকে হালাল উপার্জন করতে সাহায্য করতে পারে। স্বামী যদি হারাম উপার্জন করে তাহলে তাকে কোরআনও হাদীসের বানী শুনিয়ে এই কাজ থেকে বিরত রাখতে পারে। স্বামীর যা আছে তাতেই সন্তুষ্ট থাকার কথা স্বামীকে বললে কোন স্বামী হারাম পথে পা বাড়াবে না। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বোঝার তওফিক দান করুন।



আল্লাহ তায়ালা বলেনঃ যারা অনুসরণ করে রাসুলের (সাঃ), যে উম্মী নবী, যার গুনাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়, যে তাদের সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে। (সুরা আল আরাফ, আয়াত ১৫৭)



হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের দোয়া কবুল করেন। রাসুল (সাঃ) উত্তরে বললেন,”হে আনাস! তুমি তোমার উপার্জন পবিত্র (হালাল) করো তা হলে তোমার দোয়া কবুল হবে।” কোন ব্যক্তি যদি এক লোকমা হারাম খাবার তার মুখে তুলে নেয় তাহলে চল্লিশ দিন তার দোয়া কবুল হয় না।”

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যদি সোজা কথায় কাজ না হয় :||

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

রন৬৬৬ বলেছেন: There was an article published in 'The Australian' newspaper back in 2010. It was regarding corruption in South Asian Countries : Role of women. It said 90% of women wants their husband to earn extra money so that they can have earthly comforts such as brand new car, air conditioned house, excess bank balances, send their children to English medium school, send them to US/Canada/UK/Australia for higher studies etc.

In fact, my mother divorced my father back in 1975 on this issue. She later told me that he was not interested to buy land and build a house in Dhaka. Most important, he was not bringing extra money from the Bank. How she is going to survive with three children without these tangible properties?

However, my father retired as a DGM (Deputy General Manager) from Janata Bank in 1985 and went back to his village and died 1997 peacefully. At present, you won't find these type of people in the government departments. How many men can sacrifice like him? Maybe 1% of the total population!

If someone does not involve in corruption, government will transfer these Officers to remote places of Bangladesh. Their family will be in hardship in many ways. Their promotion will be withheld. That's why people in government job does not want to take this risk.

At the end of the day, these corrupted people and their next generations will pay heavy price. Just wait and see.






৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

ইউরো-বাংলা বলেছেন: ভাই আপনে আছে হালাম-হারাম নিয়ে ! একটা বিষয় সব সময় মনে রাখবেন -রাষ্ট্রের জনগন রাষ্ট্রের মাথাকে সবসময় অনুসরন করে। সূতরাং আমাদের ক্ষমতাসীন নেতা মন্ট্রীরা যা করবে তাই প্রজারা অনুসরন করবে।

গত ৫ই জানুয়ারী প্রহসনের নির্বাচনের পূর্বে তাদের হলপ নামায় দেখেছি, তাদের বেশির ভাগেরই শত শত গুন সম্পদ বৃদ্ধি করেছে, পাশাপাশি তাদের স্ত্রীদেরও অবিস্বাশ্য রুপে সম্পদ বৃদ্ধি পেয়েছে।

খারাপ কাজে প্রতিযোগিতায় স্ত্রী'রাও কোন অংশে কম যায় না।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

শাহরিয়ার খান রোজেন বলেছেন: খারাপ কাজে প্রতিযোগিতায় স্ত্রী'রাও কোন অংশে কম যায় না।

স্ত্রীর বায়নাটাও কম নয়। সবসময় না মাঝে মইধ্যে বউয়ের অযথা বায়নার জন্যই পুরুষকে অবৈধ উপার্জনে যেতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.