নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

দুর্ঘটনার জন্য আমরা ও কি দায়ী নই?

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮













আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। বেশীর ভাগ দুর্ঘটনার জন্য আমরা গাড়ীর চালকদেরকে দায়ী করে থাকি। দুর্ঘটনার জন্য আমরা ও কি দায়ী নই? উপরের তিনটি ছবিই প্রমাণ করে যে দুর্ঘটনার জন্য আমরাও দায়ী। ফুটপাত, জেব্রা ক্রসিং, ওভার ব্রিজ দিয়ে না হেটে রাস্তায় হাটলে অথবা রাস্তা পারাপার হতে চাইলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান----



(দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের ফুটপাত ও ওভারব্রিজ এখন হকার, ছিনতাইকারী ও দুষ্ট ছেলে-মেয়েদের দখলে। প্রশাসনের কর্মকর্তরা তাদের কাছে থেকে মোট অংকের চাঁদা আদায় করে থাকে। রাজনৈতিক দলের ক্যাডাররা ও তাদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে বলে তাদেরকে সরানো যায় না। আর আমরা আম জনতাকে কষ্ট করে জীবনের ঝুকি নিয়ে রাস্তা দিয়ে হাটতে হয়

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: সচেতনামূলক পোস্ট।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

এম আর ইকবাল বলেছেন: সহমত #:-S

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

ঢাকাবাসী বলেছেন: আপনি নিজেই উত্তর দিয়ে বিষয়টি সমাধা করলেন। একটা অশিক্ষিত মহা দুর্ণীতিবাজ অকর্মণ্য অপদার্থ মন্ত্রী আমলারা রাস্তা নিয়ে কাজ করে যেগুলোতে মানুষের কোন উপকার হয়না, লাভ হয় ঠিকাদারদের চাদাবাজদের হকারদের ভিক্ষুকদের আর ঐ মন্ত্রী আমলাদের! শহরান্চলে ট্রাফিক সিগনাল খোদ ঘুষখোর পুলিশই মানেনা, লাল বাতিতে যান আর সবুজে থামুন এই এদের আইন! সাধারণ পাবলিক কি করবে? ওসব ছবি না দেয়াই ভাল।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

শরৎ চৌধুরী বলেছেন: খুব সঠিক সময়ে সঠিক সচেতনতার পোস্ট।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

ডরোথী সুমী বলেছেন: ভয়াবহ অবস্থা! কিন্তু এর জন্য আমরাই দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.