![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
===***আমাদের সমাজে গৃহ শ্রমিকরা সাধারণত কাজের ছেলে-মেয়ে, বুয়া ইত্যাদি নামে পরিচিত***===
আল্লাহ তায়ালা আমাকে/আপনাকে গৃহ শ্রমিক রাখার তওফিক দিয়েছেন বলে আমার/আপনার কাজ গুলি তাদের মাধ্যমে করাচ্ছি। মনে রাখতে হবে তারাও আমাদের মত মানুষ। আজকে তাদের জায়গায় যদি আমার/আপনার অবস্থান হতো তখন কেমন লাগতো? আমিও কি নির্যাতন ভোগ করতাম না? আমার ও কি অমানুষিক পরিশ্রম করতে হতো না?
তাই আসুন! আমারা কাজের লোকদেরকে সম্মান করতে শিখি। আর আমাদের সন্তানদেরকেও কাজের লোকদের সাথে ভাল ব্যবহার করতে শিখায়। তাদেরকে বুয়া না বলে.. ছোট হলে নাম ধরে, বিবাহিত হলে-অমুকের মা বা খালা সম্বোধন করা উচিত। এতে আপনার/আমার সম্মান বাড়বে। আল্লাহ তায়ালার দরবারে ও আমাদের সম্মান বাড়বে---------------
২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
এম এ কাশেম বলেছেন: সবাই আল্লাহর বান্দাহ,
আল্লাহর শোকরিয়া যে আমরা নিজেরা ঐ অবস্থায় পড়িনি।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
বেগুনী ক্রেয়ন বলেছেন: শতভাগ একমত| আমার বাসায় যিনি কাজ করেন আমি তাকে সন্মান করি|