নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

ট্যুর এন্ড ট্রাভেলঃ ডেজার্ট সাফারী দুবাই

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১



দুবাই শহর থেকে ৩৫/৩৫ কিঃমিঃ দুরে মরুভুমির উচু নিচু বালির পাহাড়ে গাড়ী নিয়ে ঘুরতে কার না ভাল লাগে। দুবাইয়ের বিভিন্ন ট্রুরিষ্ট গ্রুপের মাধ্যমে ভ্রমনকারীরা মাত্র ১৫০ দিরহামের বিনিময়ে ডেজার্ট পরিদর্শন করে। একটি গ্রুপে দুই তিন শত পর্যটক থাকে। এই প্যাকেজে চা-কপি-সার্মা-ডিনার ফ্রি। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করা যায়। উঠের পিঠে বসে মরুভুমিতেও ঘুরা যায়। ছবিতে ডেজার্ট সাফারীর কিছু দৃশ্য দেখুনঃ







মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ, যেতে ইচ্ছে করছে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

নতুন বলেছেন: দুবাইয়ের বিভিন্ন ট্রুরিষ্ট গ্রুপের মাধ্যমে ভ্রমনকারীরা মাত্র ১৫০ দিরহামের বিনিময়ে ডেজার্ট পরিদর্শন করে।

১০০-১২০ এই সম্ভব ..

মরুর দেশে আইসা মরুভুমি না দেখলে কি চলে.... আর আরব আমিরাতে আসলে ডেজাট সাফারী ফরজ... অবশ্যই লিস্টে রাখবেন....

আপনি কি দুবাইতে থাকেন? না বেড়াতে এসেছিলেন? :@ সোনারবাংলা

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

লিখেছেন বলেছেন: ১৫০ দিরহামের প্যাকেজে belly dance দেখা যায় ?

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

জেরিফ বলেছেন: চমৎকার

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

নতুন বলেছেন: লিখেছেন বলেছেন: ১৫০ দিরহামের প্যাকেজে belly dance দেখা যায় ?

সব ডেজাট সাফারী আসলে এক.... মরুভুমিতে কিছু ক্যাম্প পরিচালনা করে>> আর বিভিন্ন কম্পানী পয`টক নিয়ে আসে...

সবই এই প‌্যাকেজের অন্তভুক্ত...

বেলি ড্যান্স থাকবেই ... :)

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

শরৎ চৌধুরী বলেছেন: যাইতে হবে।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

নতুন বলেছেন: চইলা আসেন অন্যমনস্ক শরৎ ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.