| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
![]()
![]()
![]()
![]()
![]()
কুরআন পাঠের ফযিলতঃ
রাসুলুল্লাহ (সাঃ) এর বানীঃ
“তোমরা কুরআন পাঠ কর। কেননা, কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য শুপারিশ করবে।”
(সহীহ মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “কুরআনের অভিজ্ঞ ব্যক্তি পূত পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে তোতলায় অথচ তার পরও কষ্টকরে কুরআন পাঠ করে সে দ্বিগুণ সোয়াবের অধিকারী হবে।
(বুখারী ও মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “আল্লাহর কিতাব থেকে যে একটি হরফ পড়বে সে তার বিনিময়ে একটি সোয়াব পাবে। আর একটি সোয়াব দশটি সোয়াবের সমান। আমি তোমাদেরকে বলি না যে “আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।
(তিরমিযী, হাসান-সহীহ্)।
হে আল্লাহ! হে পরম দয়ালু!! তুমি আমাদেরকে কুরআনের আলোয় আলোকিত মানুষ বানাও।
সুত্রঃ
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব
জুবাইল দা’ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
আদম_ বলেছেন: গুড পোস্ট।
হযরত সোলায়মান আ: এর মাছের কাহিনি (তিনি এক ভোজসভার আয়োজন করেন, এক বিশালকৃতির মাছ একাই সব খাবার গিলে খায়) পবিত্র কুরআনের কোন সুরায় আছে, জানালে কৃতজ্ঞ থাকবো।