![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
কুরআন পাঠের ফযিলতঃ
রাসুলুল্লাহ (সাঃ) এর বানীঃ
“তোমরা কুরআন পাঠ কর। কেননা, কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য শুপারিশ করবে।”
(সহীহ মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “কুরআনের অভিজ্ঞ ব্যক্তি পূত পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে তোতলায় অথচ তার পরও কষ্টকরে কুরআন পাঠ করে সে দ্বিগুণ সোয়াবের অধিকারী হবে।
(বুখারী ও মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “আল্লাহর কিতাব থেকে যে একটি হরফ পড়বে সে তার বিনিময়ে একটি সোয়াব পাবে। আর একটি সোয়াব দশটি সোয়াবের সমান। আমি তোমাদেরকে বলি না যে “আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।
(তিরমিযী, হাসান-সহীহ্)।
হে আল্লাহ! হে পরম দয়ালু!! তুমি আমাদেরকে কুরআনের আলোয় আলোকিত মানুষ বানাও।
সুত্রঃ
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব
জুবাইল দা’ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
আদম_ বলেছেন: গুড পোস্ট।
হযরত সোলায়মান আ: এর মাছের কাহিনি (তিনি এক ভোজসভার আয়োজন করেন, এক বিশালকৃতির মাছ একাই সব খাবার গিলে খায়) পবিত্র কুরআনের কোন সুরায় আছে, জানালে কৃতজ্ঞ থাকবো।