![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
ড্রাইভারদের জন্য অমীয় বানীঃ কে শুনে কার কথা?
========================
১. চলন্ত গাড়ি থেকে উঠানামা থেকে বিরত থাকুন,
২. ইচ্ছামত লেন পরিবর্তন করবেন না,
৩. রাস্তার বিপরীত দিক থেকে গাড়ি চালাবেন না,
৪. ইচ্ছামত ওভারটেক করবেন না,
৫. যত্রতত্র বাস থামাবেন না,
৬. জেব্রাক্রসিং-এর ১০০ গজের মধ্যে বাস থামাবেন না,
৭. হেমলেট পরিধান করে মোটর সাইকেল চালাবেন,
৮. হর্ন বাজানো নিষেধ,
৯. কোনো সময় বাম লেন বন্ধ করবেন না, ট্রাফিক সিগনাল মেনে চলুন,
১০. রাস্তায় আড়াআড়ি গাড়ি থামাবেন না,
১১. গাড়ির কাচে কালো গ্লাস ব্যবহার করা আইনত নিষিদ্ধ,
১২. ফুটপাতে মোটর সাইকেল চালাবেন না,
১৩. নির্দিষ্ট লেনে গাড়ি চালান,
১৪. লেন পরিবর্তন করতে হলে ইন্ডিকেটর ব্যবহার করুন,
১৫. বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না,
১৬. গাড়ি চালানোর সময় সংশ্লিষ্ট কাগজপত্র সাথে রাখুন,
১৭. প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করবেন না,
১৮. সিট বেল্ট ব্যবহার করুন—
বাংলাদেশের কতজন গাড়িচালক অক্ষরজ্ঞান সম্পন্ন?
আর যাঁরা অক্ষরজ্ঞান সম্পন্ন তাঁরাও ঐ বাক্যগুলো পড়ার চেষ্টা করেন বলে মনে হয় না?
যদি কোনো গাড়িচালক পড়তে চেষ্টাও করেন; তাহলে তাঁকে গাড়ি থামিয়ে দীর্ঘসময় ধরে এই বাক্যগুলো পড়তে হবে। বাংলাদেশের কোনো গাড়িচালকের সে ধৈর্য আছে কি?
এমনকি কোনো গাড়িচালক যদি এই বাক্যগুলো পড়তে শুরু করেন; আমার মনে হয় তাতে সারাদেশে একযোগে যানজট শুরু হবে। ভাগ্য ভালো অক্ষরজ্ঞানসম্পন্ন চালকগণ এই বাক্যগুলো আমলে নেন না
সুত্রঃ ইত্তেপাক "সাক্ষরতাও আমাদের ড্রাইভার"
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
সাজিদ ঢাকা বলেছেন: গাড়ির হর্ন নিয়ে খুব বিপদে আছি , , ভাবতেসি , রাস্তায় দাড়িয়ে লিফলেট দিবো প্রাইভেট গাড়ি ওয়ালাদের ।