নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

এক বৃদ্ধার মুখমন্ডলে ঔজ্জল্য দেখে একজন মহিলা তাকে প্রশ্ন করল, তোমার চেহেরায় এই বৃদ্ধ বয়সেও লাবন্য ফুটছে, রূপ যেন এখনো যুবতীর মতই আছে। তুমি কোন ক্রিম ব্যবহার কর গো?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

এক বৃদ্ধার মুখমন্ডলে ঔজ্জল্য দেখে একজন মহিলা তাকে প্রশ্ন করল, তোমার চেহেরায় এই বৃদ্ধ বয়সেও লাবন্য ফুটছে, রূপ যেন এখনো যুবতীর মতই আছে। তুমি কোন ক্রিম ব্যবহার কর গো?



বৃদ্ধা সহাস্যে বলল, দুই ঠোঁটে ব্যবহার করি সত্যবাদিতার লিপষ্টিক, চোখে ব্যবহার করি (হারাম থেকে) অবনত দৃষ্টির কাজল, মুখমন্ডলে ব্যবহার করি পর্দার ক্রিম ও গোপনীয়তার পাউডার, হাতে ব্যবহার করি আল্লাহর প্রেম, মস্তিস্কে ব্যবহার করি প্রজ্ঞা, আত্মায় ব্যবহার করি আনুগত্য এবং প্রভৃত্তির জন্য ব্যবহার করি ঈমান।



সত্যই কি অমূল্য ক্রিমই না ব্যবহার করে বৃদ্ধা। তাই তো তার চেহেরায় লাবণ্য ও জৌতি।



সুত্রঃ আদর্শ বিবাহ ও দাম্পত্য



মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

সুমন কর বলেছেন: মস্তিস্কে ব্যবহার করি প্রজ্ঞা, আত্মায় ব্যবহার করি আনুগত্য এবং প্রভৃত্তির জন্য ব্যবহার করি ঈমান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

সোনারবাংলা বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: সেই বৃদ্ধা কি রাতে ভালো খেলে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

সোনারবাংলা বলেছেন: মন্তব্যই প্রমাণ করে আপনি কোন টাইপের ব্লগার।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

পাঠক১৯৭১ বলেছেন: আপনি বালছাল লিখেছেন বৃদ্ধাকে নিয়ে: রূপ গড়ায়ে পড়ছে; তাই ভাবলাম, সেই রূপ কাজে লাগছে কিনা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

সোনারবাংলা বলেছেন: ভাষার ব্যবহার আরো সুন্দর হওয়া উচিত। সব কিছু নিয়ে ফাইজলামী করা উচিত নয়।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

পাঠক১৯৭১ বলেছেন: সেই বৃদ্ধাকে দেখতে চাই!

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

পাঠক১৯৭১ বলেছেন: পোস্টে আরবদের ছবি কেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১

সোনারবাংলা বলেছেন: কোন সমস্যা আছে?

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

মৃত মানব বলেছেন: পাঠক১৯৭১ টাকে কিছুদিন হলো ইসলামিক পোষ্টগুলোতে বাজে বাজে মন্তব্য করতে দেখছি।বুঝতে অসুবিধা নেই যে এই ব্যক্তিটা অমুসলিম অথবা তীব্র ইসলাম বিদ্বেষী।আল্লাহর কাছে তার মানুষিক সুস্থতা কামনা করছি।পোষ্টটা ভালো লাগলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

সোনারবাংলা বলেছেন: আল্লাহ তায়ালা তাকে বুঝার তওফিক দান করুক। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.