![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
চল চল সবাই চল স্কুলেতে যাই
====================
স্কুলেতে যেতে হয় প্রতিদিন সকালে
ঘুম থেকে উঠে কি যেতে ইচ্ছে করে?
শুরু করি কান্নাকাটি, পেট ব্যথা করে
এই নিয়ে বাসার সবাই হাসা-হাসি করে।
ক্লাসে গিয়ে টেবিলে রাখি মাথা
মনে পড়ে খেলনা আর বাবার কথা।
আমার পাশে দাড়িয়ে থাকে সারা চাচী
থাকিয়ে থাকি কখন বাজবে ঘন্টি।
ঘন্টি শুনার সাথে সাথে চাচীর সাথে চলি
চকলেট খাওয়ার জন্য কত আবদার করি।
চাচী দেয় চকলেট মজা করে খাই
এই খুশীতে প্রতিদিন স্কুলেতে যাই।
চল চল সবাই চল স্কুলেতে যাই
পড়ালেখা করে আমরা বড় হতে চাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: মজার।