![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
.......শুনেন শুনেন
.........কন্যার বাবা
............শুনেন দিয়ে মন
...............কন্যার জন্য
..................বিয়ের প্রস্তাব আসলে
.....................করবেন কি তখন?
.....প্রাত্র যদি হয় আমেরিকা
......আফ্রিকা-ইউরোপ
.........মধ্যপ্রাচ্য প্রবাসী
............বিয়ে কথা ফাইনাল
..............করার আগে ভাল করে
................খোজ-খবর নেওয়া অতীব জরুরী।
....প্রস্তাব আসা মাত্র
......পাত্র প্রবাসে কি চাকরী করে
.........কোন কোম্পানীতে কাজ করে
...........কত দিন পর দেশে আসতে পারে
..............বিয়ের পরে বউকে কি রাখতে পারবে?
..................এই বিষয়গুলি জানতে হবে।
.....টাকার লোভে পড়ে
.......দালান-কোটা দেখে
..........যাচাই-বাচাই না করে
............কন্যার সাথে আলাপ না করে
..............হুট করে সিন্ধান্ত নিয়ে বিবাহ দিলে
................কন্যার সংসারে শুরু হবে অশান্তি আর অশান্তি।
প্রবাসীদের স্ত্রীদের সুখ-দুঃখের কিছু বাস্তব চিত্র প্রিয় ব্লগারদের পোষ্ট পড়ে জানতে পেরেছি। এই ঘটনাগুলো শুনতে খুব খারাপ লাগে। সবাই শুধুমাত্র প্রবাসীদেরকে দোষারোপ করার চেষ্টা করে। কিন্তু কি কারনে প্রবাসীরা প্রতি বছরের কিছু সময় পরিবারকে দিতে পারে না সেই দিকে কারো খেয়াল নেই।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এক কোটিরও বেশী প্রবাসীর বেশীর ভাগই শ্রমিক। তারা সামান্য বেতনের চাকরী করে। সাথে পরিবার রাখাতো দুরের কথা অনেক সময় ঠিকমত টাকাও পাঠাতে পারে না। বেশীর ভাগ প্রতিষ্টানে দুই বছরে মাত্র ২ মাসের ছুটি দেয়। যারা সরকারী চাকুরী করে তারা প্রতি বছর মাত্র এক মাসের ছুটি পায়। যারা ব্যবসা করে তাদের কথা আলাদা। যখন খুশী তারা দেশে যেতে পারে। কিন্তু প্রবাসীরে একটি বিরাট অংশ প্রতি বছর ছুটিতে দেশে যেতে পারে না। তাদের পরিবারগুলোতে সমস্যা সৃষ্টি হয়। প্রবাসীর স্ত্রী নেককার হলে স্বামীর জন্য অপেক্ষা করে। দুষ্ট টাইপের হলে যত সব অরাজক কান্ড করে বেড়ায়।
তাই প্রবাসীর উচিত বিয়ে করার আগে সবকিছু পাত্রী পক্ষকে খুলে বলা.......পাত্রীপক্ষের উচিত কন্যার সাথে এই বিষয়ে সরাসরি আলাপ করে সিদ্ধান্ত নেয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩
সোনারবাংলা বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬
মদন বলেছেন: ++++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
সোনারবাংলা বলেছেন: thanks
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০
রফিকুজজামান লিটন বলেছেন: এমনিতেই পাত্রী সংকট, তারপর ভয় লাগানো পোস্ট!!
তবে ভালো লিখছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
দেশি বা প্রবাসী বলেন সব যায়গায়ই সমস্যা এবং সমাধান আছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
সোনারবাংলা বলেছেন: সংসার জীবন বড়ই জটিল রে ভাই।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
নিশি মানব বলেছেন: প্রবাসী এবং তাদের বৌদের অত্র পোস্ট পড়ার আবেদন জানাচ্ছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
সোনারবাংলা বলেছেন: share kore din
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
একজন ঘূণপোকা বলেছেন: নিশি মানব বলেছেন: প্রবাসী এবং তাদের বৌদের অত্র পোস্ট পড়ার আবেদন জানাচ্ছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪
সোনারবাংলা বলেছেন: share kore din
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
দি সুফি বলেছেন: ভালো পোষ্ট। দেশি বা প্রবাসী দুই ক্ষেত্রেই দুই পক্ষরই উচিত বিয়ের আগেই সকল সমস্যাগুলো শেয়ার করা। আমাদের দেশে সাধারনত সবকিছু চেপে যাওয়া হয়, এবং বিয়ের পরে ঝামেলা শুরু হয়। মিথ্যের উপর গড়ে ওঠা কোন কিছুই বেশিদিন টিকে থাকেনা। সবারই উচিত সত্যের উপরই থাকা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
সোনারবাংলা বলেছেন: ঠ্কি কথা বলেছেন।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখাটা মরার উপর খরার ঘাঁ-এর মতোই মনে হলো, যদিও যেটা লিখেছেন, সেটা গুরুত্বপূর্ণ। হা হা হা...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
সোনারবাংলা বলেছেন: সত্যকথা বলতেই হবে ভাই।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১
ছাসা ডোনার বলেছেন: ভাইজান , খুব ই সত্য কথা। আসলে আমাদের দেশে মায়ের বাবা মায়েরা মেয়েদের বিয়ে দিতে পারলেই মনে করে দায়িত্ব শেষ, তাই বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েদের মতামত না নিয়েই বিয়েতে রাজী হয়ে যায়। আমি নিজে প্রবাসী বিয়ে করেছি কিছু দিন আগে। অনেক কষ্ট হয়েছে ভাল মেয়ে পেতে, শেষ পরযন্ত আল্লাহর হুকুমে মনের মত বউ পেয়েছি। দোয়া করবেন যেন সারাজীবনে আমাদের ভালবাসা এবং সুখ বিরাজ করে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
সোনারবাংলা বলেছেন: অনেক অনেক দুআ রইল ভাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল পোষ্ট।