নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

আসুন! আমরা ভাল কাজ করি, মন্দ কাজগুলো এড়িয়ে চলি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

=============

কর্ম বা কাজ দু'প্রকারঃ যেমন- ভাল কর্ম ও খারাপ কর্ম। ফল ও দু'প্রকারের হয়ে থাকে। যেমন- ভাল ফল ও খারাপ ফল। কর্মের কারনে আমাদেরকে দুনিয়া ও আখেরাতে ভাল অথবা খারাপ ফল ভোগ করতে হবে। কেউ দুনিয়াতে ভাল কাজ করলে সবাই তাকে শ্রদ্ধা করে, স্নেহ করে, ভালবাসে, তার জন্য দু'আ করে, পুরস্কিত হয়। সে দুনিয়াতে সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়। আখিরাতে ও এই ভাল কাজের বিনিময়ে সে জান্নাত লাভ করবে যদি সে মু'মিন হয়ে থাকে।



আল্লাহ তা'য়ালা বলেন, "আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করবো জান্নাতে। যার পাদদেশে নদীসমুহ প্রবাহিত। সেখানে তারা স্থায়ী হবে, কত উত্তম প্রতিদান সৎকর্মশীলদের। (সুরা-আনকাবুত-৫৮)



নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গেই আছেন, তারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ। (সুরা-নাহল-১২৮)



আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনে বিভিন্ন আয়াতে সৎকর্ম সম্পাদনকারীদের জন্য সু'সংবাদ দিয়েছেন। আবার অসৎকর্ম সম্পাদনকারীদের ব্যপারের হুশিয়ারী উচ্চারণ করেছেন।



আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে। তাদের কাজ হচ্ছে আমাদের ভাল ও মন্দ কাজগুলো লিখে রাখা। একটি কিতাবে তারা আমাদের ভাল ও মন্দ কাজগুলো লিখে রাখছে। কিয়ামতের দিন সেই কিতাব আমাদের সামনে উম্মুক্ত করে দেয়া হবে। আমরা আমাদের কৃতকর্ম গুলোর ফলাফল দেখবে পাব। যেমন আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন-



"প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গলায় লাগিয়ে দিয়েছি। এবং কিয়ামতের দিন আমি তার জন্য বের করবো এক কিতাব। যা সে পাবে উম্মুক্ত।" (সুরা-বনী ইসরাইল-১৩)



তাই আসুন! আমরা ভাল কাজ করি, মন্দ কাজগুলো এড়িয়ে চলি। মন্দ কাজের বিনিময়ে আমরা নিন্দিত হতে চাই না। দুনিয়া ও আখিরাত হারাতে চাই না। ভাল কাজ করে একটি সুন্দর পরিবার, সমাজ ও রাষ্ট গড়ে তুলবো ইনশা আল্লাহ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.