![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
দুই প্রবাসী সেলুনে চুল কাটতে গিয়ে..........
প্রথম প্রবাসীঃ
দেশে একবার চুল কাটতে সেলুনে গেলে...
নাপিত বলল,"ভাইয়্যা একটা কথা বলি?"
আমি বললাম, "বলেন কি কথা।"
নাপিত বলল, "আপনার অনেক টাকা আছে তাই না? সে আরো বলল, যাদের মাথায় চুল কম তাদের অনেক টাকা থাকে।"
আমি নাপিতকে বললাম, "ভাই থাকি বিদেশে...দেশের চিন্তায় মাথায় চূল নাই।"
দ্বিতীয় প্রবাসীঃ
আমিও দেশে গেলাম, ঢুকলাম সেলুনে,
নাপিত বলল ভাই চুলতো সব সাদা হয়ে যাচ্ছে, কলপ করায়া দিমু? বললাম কলপ কোন কালার হবে? বলল কালো, আমি বললাম সাদা করানো যায়না? দুই চারটা কালো আছে সাদার সংখ্যা যেহেতু বেশী তাই সাদা করানোটাই ব্যাটার হবে, দুই চারটা কালোর জন্য সাদাকে বিসর্জন দেয়া উচিত হবেনা, সে বুঝতে পারছে আমি নামকা ওয়াস্তে প্রবাসী পকেট ঠনঠন, তই আর ঘাড় চিপে দেয়নি চুল কাটা শেষে, আমি অবশ্য ভয় পাচ্ছিলাম ঘাড় ধাক্কা দেয় কিনা (ঘটনা কাল ফনিক)
আসল ঘটনা হলোঃ মধ্যপ্রাচ্যে বেশী গরম পড়ে। তাই পানিও বেশী গরম থাকে। গরম পানিতে গোসল করতে গিয়ে বেশীর ভাগ প্রবাসীর মাথার চুল পড়ে যায়। টেনশন তো আছেই। লজ্বায় অনেকে দেশে গিয়ে মাথায় টুপি দিয়ে হাটে। বিয়ের আগে চুল পড়ে গেলে তো বিরাট সমস্যায় পড়তে হয়। তাই অবিবাহিত প্রবাসীদেরকে উচিত চুল পড়ার আগেই যেন শুভ কাজটা সেরে নেয়। কেননা টাকওয়ালা পাত্রদেরকে বেশীর ভাগ মেয়েরা পছন্দ করে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
সোনারবাংলা বলেছেন: একদম খাটি কথা বলেছেন। চুলে নয় গুনে্ পরিচয়।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
মুদ্দাকির বলেছেন: তাই নাকি গরম পানিতে চুল পড়ে নাকি ?? এই প্রথম শুনলাম !!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
সোনারবাংলা বলেছেন: গরম পানি দিয়া গোসল করতে থাকুন একমাস পরে জানাবেন কি হয়..যদি প্রবাসী হন।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
নাম বলবো না বলেছেন: আহারে দেশের চুল কাটার মজাটা খুব মিস করি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫
সোনারবাংলা বলেছেন: কেন? দেশে এসে চুল কাটেন না?
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার যা মনে হয়, কানাডা বা স্ক্যানডিনেভিয়ান দেশগুলোতে মানুষ সাড়া জীবন গরম পানিতে গোসল করতে বাধ্য থাকে। ওরা ঐ দেশের নাগরিক বলে ওদের চুল পড়ে না, সেটা মেনে নিলাম, কিন্তু, যারা আমাদের দেশ থেকে অইসব দেশে গিয়ে থাকেন বা সারাজীবন থেকেছেন তাদের সবার মাথার চুল ও নিশ্চয়ই পড়ে যায় নি। আসলে, আমার মোট হচ্ছে, চুল যার থাকার টার থাকবেই, আর যার না থাকার তা পড়বেই।
শেষ কথায়, আমার মামা গত ২১ বছর ধরে মধ্যপ্রাচ্যে আছেন, আশা করি উনি প্রায় পুরোটা সময় ই গরমে কাটিয়েছেন, কিন্তু, উনার মাথায় চুল স্বাভাবিক মাত্রায় ই আছে!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
সোনারবাংলা বলেছেন: আমি বেশীর মধ্য প্রাচ্য প্রবাসীর মাথায় চুল কম দেখেছি।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
আমি তুমি আমরা বলেছেন: ্পড়ে মজা পাইলাম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭
সোনারবাংলা বলেছেন: ধন্যবাদ।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার মামা ও মধ্য প্রাচ্যেই থাকেন, এখন ও @ সোনারবাংলা
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
সোনারবাংলা বলেছেন: ওনাদের মাথার কি অবস্থা?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
নীল ভোমরা বলেছেন: ভাই...অমি ঠিক করেছি...জীবনে কখনও পরচুলা পড়বো না, কখনও চুলে কলপ করবোনা!...যা স্বাভাবিক, তাই সুন্দর! আপনি কি বলেন?!