নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

সম্পত্তি ভাগ না করায় মাকে হত্যার চেষ্টায় ৩ পুত্র ও ৩ পুত্রবধূদেরকে কারাগারে

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহরে আড়াই গন্ডা জায়গা আছে ৮০ বছর বয়সী অশীতিপর বৃদ্ধা রওশন আরা বেগমের। স্বামীর মৃত্যুর পর এ সম্পত্তি তিনি অনেক কষ্টে আগলে রেখেছিলেন। বৃদ্ধা মা যে কোন মুহূর্তে মারা যাবেন, এ চিন্তায় আগে ভাগেই সম্পত্তি নিজেদের নামে ভাগ-বাটোয়ারা করে নিতে তৎপর রওশন আরার তিন ছেলে। কিন্তু রওশন আরা কোনভাবেই ভাগ-বাটোয়ারার এ প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। তার ধারণা, জায়গা বণ্টন করে দিলে তার ছেলেরা সেগুলো বিক্রি করে ফেলবে। মৃত্যুর আগে নিজের সম্পদ হাতছাড়া হওয়া দেখতে চাননি রওশন আরা। কোনভাবেই রাজি করাতে না পেরে তিন ছেলে ও তিন পুত্রবধূ মিলে গত ২৪ ফেব্রুয়ারি নিজ বাসায় বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। পাষন্ড সন্তানদের বিরুদ্ধে এলাকাবাসীর সহযোগিতায় আইনের আশ্রয় নেন মা।



আদালতে অশীতিপর বৃদ্ধা রওশন আরার আইনজীবী বলেন- "পাষন্ড তিন সন্তান ও পুত্রবধূ মিলে বৃদ্ধা রওশন আরাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেছেন। তার মৃত্যু না হওয়ায় তাকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রাখেন। সভ্য যুগে গর্ভধারিণী মায়ের উপর এ ধরনের নির্যাতন কল্পনা করা যায়না।



বৃদ্ধা মা আদালতে হাজির হয়ে তার উপর নির্যাতনের কথা বিচারকের সামনে বর্ণনা করেন। বৃদ্ধা মায়ের কান্নায় এসময় আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে। বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া ছয়জন হলেন, নূর ইসলাম (৪০) ও তার স্ত্রী শামীম আক্তার (৩৩), নূর আলম (৩৮) ও স্ত্রী পারভিন আক্তার (৩০) এবং নূর হোসেন (২৫) ও স্ত্রী বিউটি আক্তার (২০)। বাদি রওশন আরা নগরীর মধ্যম হালিশহরের বাকেরটেক এলাকার মৃত নূরউদ্দিন ড্রাইভারের স্ত্রী।



=============================



চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় নিউজটি পড়ে মন খুব খারাপ হয়ে গেল। কত কষ্ট করে এই পাষন্ডদের মা তাদেরকে জন্ম দিয়ে লালন-পালন করেছেন। সেই কষ্টের কথা ভুলে গিয়ে সম্পতির লোভে মাকে হত্যা করে সম্পতি ভাগ-বাটোয়ারা করতে চেয়েছিল। এই কাজে তাদের স্ত্রীরাও সহযোগিতা করেছিল। নারী হয়ে নারীকে কিভাবে হত্যার প্রচেষ্টায় সহযোগিতা করতে পারে? এই পাষন্ডদের কি শাস্তি হওয়া উচিত?



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬

নিশাত তাসনিম বলেছেন: লোভ মানুষকে জানোয়ারের মতো হিংস্র করে তুলে ।

২| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০০

হাসিব০৭ বলেছেন: লোভ মানুষকে জানোয়ারের মতো হিংস্র করে তুলে । X(( X(( X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.