নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

আজকাল বুড়াবুড়িরা ও প্রেমের কবিতা শুনে ঘর-সংসার ছেড়ে অন্যজনের সাথে নতুন করে সংসার করার স্বপ্ন দেখে। প্রেমের কবিতায় কি যাদু আছে?

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

আজকাল বুড়াবুড়িরা ও প্রেমের কবিতা শুনে ঘর-সংসার ছেড়ে অন্যজনের সাথে নতুন করে সংসার করার স্বপ্ন দেখে। প্রেমের কবিতায় কি যাদু আছে?

==========================



একটি বেসরকারী টিভি চ্যানেলে লাইভ শোতে সারা যাকেরের উপস্থাপনায় কয়েকজন মহিলা পন্ডিত দর্শকদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধান দেবার চেষ্টা করেন। মাঝে মধ্যে আমি এই অনুষ্টানটি দেখি। কয়েকদিন আগে এই অনুষ্টানে এক মহিলা ফোন করে জানতে চাইলেন...তিনি বিবাহিতা, তিন সন্তানের জননী, তার স্বামী তাকে ভালবাসলেও কোনদিন আই লাভ ইউ বলেনি। কয়েক মাস আগে ফেইসবুকে এক ভদ্র লোকের সাথে তার পরিচয় ঘটে। সেই ভদ্র লোক নাকি তাকে নিয়ে কবিতা লিখে। তাকে আই লাভ ইউ বলে। সেই ভদ্র লোকও বিবাহিত। ভদ্র লোক নাকি তার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে রাজী হয়েছে। আরো অনেক কথা। কথার যেন খই ফুটেছে। এক কথায় এই বুড়া-বুড়ি একজন আরেকজনের প্রেমে পড়েছে। তাই তারা বর্তমান সংসার থেকে বেরিয়ে এসে নতুন সংসার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন কি করা যায় ওনি পরামর্শ চেয়েছেন।



অনুষ্টানের অথিতিরা তার কথা ভাল করে শুনে তাকে হুট করে বিয়ে করার সিদ্ধান্ত নিতে নিষেধ করে। নিজ স্বামী ও সন্তানের কথা ভেবে আরো চিন্তা-ভাবনা করতে ওই মহিলাকে অনুরোধ করে।



দেখুন আমাদের সমাজের কি অবস্থা। আজকাল বুড়াবুড়িরা ও প্রেমের কবিতা শুনে ঘর-সংসার ছেড়ে অন্যজনের সাথে নতুন করে সংসার করার স্বপ্ন দেখে। প্রেমের কবিতায় কি যাদু আছে?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

নীল আকাশ আর তারা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ হাসতে হাসতে শেষ

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

সোনারবাংলা বলেছেন: এই অনুষ্টান দেখে আমিও হাসতে হাসতেই শেষ...

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:১৬

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৫

সোনারবাংলা বলেছেন: হাসতে মানা নাই।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:২৩

মোঃ নুরুল আমিন বলেছেন: তাদের কি দোষ, প্রেম ও প্রেমের কবিতায় বয়সের সীমা দেয়া হয়নি :)

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৫

সোনারবাংলা বলেছেন: তাই নাকি?

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: উনারাই তো খারাপ!!! X( X( X(

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৪

সোনারবাংলা বলেছেন: হাাহাহা

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:২০

দি সুফি বলেছেন: ব্যাপক অবস্থা দেখা যায়! :-& :-& :-&

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

সোনারবাংলা বলেছেন: হুম।

৬| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

কাকভেজা বলেছেন: ওই বুড়ির প্রশ্নের চেয়ে জবাব শুনে বড্ড হাসী পেলো। আমি নিশ্চিত ওখানে যারা সমাধান দিতে বসে তারাও বাড়িতে জগড়া-ঝাটি করে।
অন্যান্য দেশে যারা এ্যাডভাইজার হিসেবে কাজ করে তারা এ বিষয়ে অনেক পড়াশুন অনেক গবেষণার পর এ পথে পা রাখে কিন্তু আমাগো কপাল পোড়া... কারা বসে তা তো দেখতেই পাচ্ছেন উত্তরের ঢং দেখে। কোথায় তাকে সদুপদেশ দেবে যে, মুখে আই লাভ বললে সে যে আপনাকে ভালবাসে তা সঠিক নয়। আবার যার সাথে বছরের পর বছর এক ছাদের তলায় বিনা ঝামেলায় জীবন কাটিয়েছেন সে হয়ত মুখে আই লাভ বলার চেয়ে কাজে কর্মে বিষয়টি প্রমাণ দিতে অধিক পছন্দ করে।
এ যেন ক্লাস এইটের এক মেয়ে যে, রাস্তার এক পোলায় তারে আই লাভ ইউ বলছে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.