নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

আল্লাহুম্মা আজিরনী মিনান নার। (হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও!)

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আল্লাহুম্মা আজিরনী মিনান নার। (হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও!)



নবী করীম (সাঃ) তাঁর অনুসারীদেরকে জাহান্নাম থেকে মুক্ত থাকার অগণিত পথের সন্ধান যেমন দিয়েছেন, তেমনি শিখিয়েছেন অসংখ্য দোয়া। এর মধ্যে এমন একটি দোয়া তিনি শিখিয়েছেন, যা আকারে ছোট হলেও অত্যন্ত গুরত্বপূর্ণ এবং মুখস্ত করে আমল করাও সহজ। তিনি বলেছেন-যখন তুমি সুবহে সাদিকের সময় অর্থাৎ ফজরের নামায আদায় করবে, তখন কারো সাথে কথা বলার পূর্বে সাতবার এই দোয়া পড়বে-



আল্লাহুম্মা আজিরনী মিনান নার।

(অর্থ-হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও!)



যদি তুমি সেই দিন ইন্তেকাল করো তাহলে আল্লাহ তায়ালা জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় তোমাকে অন্তর্ভুক্ত করবেন। আর মাগরিবের নামাযের পরে সাতবার এই দোয়া পড়ো, তাহলে সেই রাতে যদি তোমার ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ তায়ালা জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় তোমাকে অন্তর্ভুক্ত করবেন। (আবু দাউদ, হাদীস নং-৫০৭৯)



(জান্নাত লাভের সহজ আমল-১৯৭)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহর কথা, মৃত্যুর কথা জাহান্নামের ভয়- মানুষ কি এতটাই নির্ভয় হয়ে গেছে! যে সব ভুলে গেছে- বা এড়িয়ে চলতে চায়?????? কি জানি???


সকল ভাল কাজের জন্য শুভ কামনা।

সকল মন্দ কাজ থেকে সকলে বিরত থাকার প্রার্থনা।

আল্লাহুম্মা আজরিনা মিনান্নার। আমিন।

২| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

হেডস্যার বলেছেন:
আজরিনা নাকি আজিরনী কোনটা ঠিক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.