নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

স্বামীর কাছে নিজের সতিত্ব প্রমাণ করতে নিজ হাতে প্রেমিককে জবাই করে হত্যা করে এক প্রবাসীর স্ত্রী

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৪

একাধিক যুবকের সাথে নিজের পরকীয়া সম্পর্কের ঘটনা স্বামীর কাছে ধামাচাপা দিতে ও ধার নেয়া এক লাখ টাকা না দিতেই প্রেমিক ইউছুপ নবীকে জবাই করে হত্যা করেন রাঙ্গুনিয়ার ত্রিভুজ প্রেমের নায়িকা গৃহবধূ সুলতানা আকতার (৩২)।



সাত বছর ধরে পরকীয়া সম্পর্কের পরও পাওনা টাকা চাওয়ায় ও স্বামীর কাছে নিজের সতিত্ব প্রমাণ করতে নিজ হাতে প্রেমিক ইউছুপ নবী (৩৫)-কে জবাই করে হত্যা করে সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছেন সুলতানা আকতার। একাজে তাকে সহায়তা করেছেন তার আরেক প্রেমিক সুলতান আহমদ, পিতা ফারুখ শাহ ও ছোট ভাই মো. সোহেল।



গতকাল পুলিশের কাছে ধরা পড়ার পর প্রেমিক ইউছুপ নবীকে জবাই করে হত্যা করার আদ্যোপান্ত অকপটে স্বীকার করেন দুই সন্তানের মা সুলতানা আকতার। তার স্বামী রেজাউল করিম কয়েক বছর ধরে প্রবাসে থাকেন।



Click This Link

================================

আমাদের দেশের প্রায় এক কোটির ও বেশী মানুষ প্রবাসে কাজ করছে। দেশের কর্মসংস্থান নাই বলে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রবাশের দিকে ছুটে চলেছে। আর প্রবাসের জীবন যে কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে। এই প্রবাসীরা বছরে মাত্র কিছুদিন দেশে থাকার সুযোগ পায়। অনেকের ভাগ্যে তাও জুটে না। কেউবা দুই বছর কেউ বা তিন বছর পর মাত্র কয়েক মাসের জন্য দেশে গিয়ে প্রিয়জনদের সাথে থাকতে পারে। এই সুযোগে এক শ্রেনীর লম্পটেরা প্রবাসীর স্ত্রীদের দিকে কুনজর দেয়। কিছু কিছু প্রবাসীর স্ত্রীরা ও এই লম্পটের খপ্পরে পড়ে ধরা দেয়। স্বামীর অনুপস্থিতে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়। স্বামীর হাতে ধরা পড়লেই শুরু হয় দাম্পত্য কলহ। এমনকি হত্যা কান্ডও ঘটে থাকে।



বিদেশে বসবাসরত ভাইদের প্রতি একটায় অনুরোধ রইল,



১. বিয়ের আগে আপনার হবু স্ত্রীর সাথে কারো সম্পর্ক আছে কিনা জেনে নিন। কারো সাথে সম্পর্ক্ থাকলে আপনার অনুপস্থিতে সেই সম্পর্ক চলতেই থাকবে। তাই বিয়ের আগে এই বিষয়টি খেয়াল রাখবেন।



২. বিয়ে করে হুট করে প্রবাসে চলে না এসে স্ত্রীকে কিছুদিন সময় দিন। প্রতি বছর অন্তত এক/দেড় মাস দেশে থাকার চেষ্টা করুন।



৩. সামর্থ থাকলে স্ত্রীকে সাথেই রাখুন।



৪. প্রবাসের কর্মস্থল থেকে দেশে যেতে অসুবিধা হলে স্ত্রীকে বুঝিয়ে বলুন।



৫. যৌথ পরিবারে বসবাস করলে সবার চোখকে ফাঁকি দিয়ে কোন কিছু করার সাহস পাবে না। তাই যৌথ পরিবারে সবার সাথে মিলেমিশে থাকুন।



৬. প্রবাস থেকে স্ত্রীর সাথে ভাল ব্যবহার করুন। খারাপ আচরণ করলে স্ত্রীরা বিপদগামী হবার সম্ভাবনা থাকে।



৭. মনের মধ্য একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। নিজে নামায পড়ুন। স্ত্রীকেও নামায পড়ে ধর্য্য ধরতে বলুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৯

দালাল০০৭০০৭ বলেছেন: আমার দেখা চোখে চাপাই নবাব গন্জ্ঞে এই রকম অনেক কেস আছে, যেখানে স্বামী বিদেশে আর বৌ আরেক জনের মাধ্যমে পেগনেন্ট। X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.