নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

সংসার সুখের হয় স্বামীর ও গুনে

১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

আমরা এতদিন ধরে শুনে আসছিলাম যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে কথাটি ১০০ ভাগ সঠিক নয়। স্বামীরও কিছু কিছু গুন আছে। যে গুনের কারনে সংসার সুখের হয়। এবার আসুন একজন স্বামী কি কি কাজ করলে সংসার সুখের হবে জেনে নিই।



১. প্রতিদিন সকালে স্ত্রী আপনার জন্য চা বানিয়ে থাকেন। মাঝে মধ্যে আপনিও স্ত্রীকে চা বানিয়ে একত্রে বসে খেতে পারেন। আপনার এই কর্মটি দেখে স্ত্রীর মুখে হাসি ফুটবে। এই হাসিমাখা মুখটি দেখে আপনার বেসম্ভব ভাল লাগবে।



২. বাইরে থেকে বাসায় এসে স্ত্রীকে সাংসারিক কাজে একটু হেলফ করতে পারেন। এতে আপনার স্ত্রী খুশী হয়ে কাজগুলো আরো সুন্দর করে শেষ করবে।



৩. ফ্রি সময়ে স্ত্রীকে নিয়ে বাইরে বেড়িয়ে আসতে পারেন। দুজন একসঙ্গে কিছু সময় কাটান।



৪. বাসার বাইরে গেলে স্ত্রীকে মাঝে মাঝে মোবাইলে মাসেজ দিন। এতে তার মুড ভাল থাকবে। আপনার জন্য দুশ্চিন্তা করবে না।



৫. গিফট পেলে স্ত্রীরা খুব খুশী হয়। আপনার কাছ থেকে একটি গিফট পেলে সেই খবরটি দ্রুত সবাইকে শেয়ার করে দিবে। তাই আর দেরি নয়...আজই আপনার স্ত্রীকে গিফট দিন।



৬. স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করতে হবে। স্ত্রীর কোন ভুল-ক্রটির জন্য বকা না দিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন।



সংসার সুখের হয় স্ত্রীর গুনে-----

সংসার সুখের হয় স্বামীরও গুনে-----



স্বামীদের আরো অনেক গুন থাকতে পারে। আপনারাও শেয়ার করতে পারেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১২

মদন বলেছেন: আলহামদুলিল্লাহ অলমোষ্ট সবগুলোই করা হয়।
তাইলে তো আমি সুখি মনে হচ্ছে :)

১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

সোনারবাংলা বলেছেন: শুনে ভাল লাগল মদন ভাই।

২| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

বেকার সব ০০৭ বলেছেন: কথা গুলো পরে কাজে লাগবে, পোস্টে+++++++++++++++++++++++++++

১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

সোনারবাংলা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

বশর সিদ্দিকী বলেছেন: এত কস্ট কর্তে ফারতাম না। তাই চিন্তা করতেছি বিয়া করার সময় লগে যৌতুক হিসাবে একটা কাজের মাইয়া লইয়া লমু। /:)

১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সোনারবাংলা বলেছেন: হাহাহা.....আজকাল কাজের মেয়েও পাওয়া যায় না।

৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩

নীলতিমি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.