নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

একটি লাইকের আশায় একটি মন্তব্যর আশায় যদি পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করেন তাহলে মস্ত বড় ভুল করছেন।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

ছোট বেলায় দেখতাম বিয়ে বাড়ী থেকে বউকে নিয়ে এসে ঘুমটা পরিয়ে একটি রুমে বসিয়ে রাখা হতো। বরের দুলাভাই-চাচাত ভাই-খালাত ভাই সহ যত ভাই-বোন আছে তারা নতুন বউয়ের মুখ দেখতে চাইলে আগে টাকা দিতে হতো। টাকা না দিয়ে কেউ নতুন বউয়ের মুখ দর্শন করতে করতে পারতো না। আর এখন? কি আর বলবো এখনতো বিয়ের দিন ষ্টেজে বউকে সাজিয়ে বসিয়ে রাখা হয়। সবাই নতুন বউয়ের ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ে। বিনে পয়সায় যে কেউ নতুন বউকে দেখতে পারে। বিয়ের পরে আরো কয়েকটি অনুষ্টানেও একি চিত্র দেখা যায়। বিয়ে করে অনেকে দ্রুত বিয়েতে তোলা ছবিগুলো ফেইসবুকে শেয়ার করে দেয়। আচ্ছা ফেইসবুকের আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকি আপনার আপনজন?

আপনি কি সবাইকে চিনেন?

সবাই কি আপনার বন্ধু?

সবাই কি ভাল মানুষ?

একবার ভাবুনতো কাজটা কি ঠিক হচ্ছে?

বিয়ে করে নিজের বউকে এভাবে দেখানো কি ইসলামে জায়েয আছে?



একটি লাইকের আশায় একটি মন্তব্যর আশায় যদি পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করেন তাহলে মস্ত বড় ভুল করছেন। আপনার শেয়ারকৃত ছবিটি কোন এক সময় মুছে দিলেও অন্যরা যে কোন সময় নিজেদের দখলে নিয়ে যেতে পারে। সুযোগমত কাজেও লাগাতে পারে। আপনি আপনার ছোট ছোট বাচ্চাদের ছবি শেয়ার করতে পারেন। তাদের জন্য দোয়া চাইতে পারেন কোন সমস্যা নেই। কিন্তু প্লিজ দয়া করে পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করবেন না। নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। আল্লাহ তা'য়ালা আমাদেরকে বুঝার তওফিক দান করুন। আমিন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫

পরের তরে বলেছেন: জাজাকাল্লাহ খায়ের..........

২| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

পরের তরে বলেছেন: কি সমস্যা হচ্ছে কমেন্ট করতে?? নিচের দিকে তো অটোমেটিক কমেন্ট করার একটা ঘর আসার কথা.....

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

সোনারবাংলা বলেছেন: আমি অন্যের পোষ্টে কমেন্টস করতে পারছি না।

৩| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: ব্যাপারটা
সত্যি শুভ নয় ।পুরনরা হয়তবা বুঝবেন ,কিন্ত নতুন দেরকে বোঝনো
কঠিন ।শুভ কামনা রইল ।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫

সোনারবাংলা বলেছেন: সবাইকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে।

৪| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩

মিষ্টিগল্প বলেছেন: হ্যার বউয়ের ছবি হ্যার শখ হইছে পাবলিকরে দেহাইবো হ্যাতে আমাগো প্রুবলেম কোনহানে। হেই দেহাক, বেবাকরে দেহাক।
মানুষ আল্লাহকে ভয় পায় না। ভয় পেলে কি এমন সব কাজ করতো।
ভাল পোস্ট +

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬

সোনারবাংলা বলেছেন: আল্লাহকে ভয় করতে হবে..পরকালকে ভয় করতে হবে। যেমন খুশী তেমন করলে তো চলবে না।

৫| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

হেডস্যার বলেছেন:
ভালো পোষ্ট। ব্যাপারটা সবার ভেবে দেখা উচিত।

আমার বউয়ের ছবি সারা পাড়ার মানুষকে দেখাইয়া আমার লাভটা কি? দরকারই বা কি?

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

সোনারবাংলা বলেছেন: ওরা না বুঝেই এই কাজটি করছে।

৬| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭

কষ্টবিলাসী বলেছেন: OK I won't give my wife's pic. Can I give my pic? If so, why?

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

সোনারবাংলা বলেছেন: সেটা আপনার ইচ্ছা..

৭| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫

ঢাকাবাসী বলেছেন: আপনের সমস্যাটা কোথায়! সারাক্ষন যারা কোরআন শরীফ নিয়ে চেচামেচি করে তাদেের সততা ভালত্ব নিয়ে সন্দেহ আছে।

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

সোনারবাংলা বলেছেন: মুসলমানরা কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ নিয়ে কেউ চেচামেচি করে না।

৮| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

হেডস্যার বলেছেন:
লেখক বলেছেন: মুসলমানরা কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ নিয়ে কেউ চেচামেচি করে না।

=p~

৯| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

আমি লিখতে চাই না বলেছেন: ক্যাচাল দেখে লগইন না করে থাকতে পারলাম ।ছবি দিলে সমস্যা কোথায়? সবাইতো আর খাই খাই স্বভাব নিয়ে বদনবইতে ফাল পারে না ।ফেবুতে কোন ছবি রাখা মানে সে ছবিটি নিরাপদে থাকে ।হটাৎ সামান্য ভুলত্রুটিতে হার্ড ডিস্ক থেকে ডিলিট হলেও ফেবুতে ব্যাকআপ থেকে যায় ।আসলে ইসলাম নিয়ে আমাদের ভীতি এখনো জাহেলীয় যুগেই রয়ে গেছে ।

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

সোনারবাংলা বলেছেন: ছবি থাকবে এ্যলবামে ফেইস বুকে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.