নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

দুবাই শহরকে কত সুন্দর করে সাজানো হয়েছে ছবি দেখলেই বুঝা যায়।

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

দেরা দুবাইয়ের ইউনিয়ন স্কোয়ার এর ছবি। দুবাই শহরকে কত সুন্দর করে সাজানো হয়েছে ছবি দেখলেই বুঝা যায়। আর আমাদের দেশের চিত্র ভিন্ন। সত্যিকারের দেশ প্রেম থাকলে আমাদের দেশকেও সুন্দর করে সাজানো যায়। কিন্তু করবে টা কে? দেশ প্রেমিক মানুষ আমরা খুজে পাই না কেন? দেশ থেকে প্রতি মাসে মন্ত্রী থেকে শুরু করে সরকারের বড় বড় আমলারা দুবাই শহর ভিজিট করেন। তাদেরকে ইচ্ছে করে না আমাদের দেশকে এমন সুন্দর করে সাজিয়ে দিতে?



যাত্র ছাউনী

















গোল্ড মার্কেটের একটি দোকানের দৃশ্য















মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বালা জ্বালা জ্বালা এই অন্তরে
ছবি দেখায় জ্বালা বাড়াইসনারে.....;) X((


অথচ রিসোর্সের কোন অভাব নেই। চাই সৎ উদ্যোগ।

কে নেবে? কে???????

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:২০

সোনারবাংলা বলেছেন: দুবাই আসলে আপনার জ্বালা কমে যাবে..কিন্তু ভিসা যে নাই?

২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভাইডি!

দুবাইয়ে গিয়ে জ্বালা জুড়ানোর জ্বালা না!

জ্বালা আমার দেশটা এমন সুন্দর পরিচ্ছন্ন হতে পারত! অথচ না হবার জ্বালা!

নিজের একবার ৮-১০জন বন্ধুদের ইনস্পায়ার্ড করে উদ্যোগ নিয়েছিলাম ক্লিন ঢাকা নামে। এলাকা থেকে শুরু করেছিলাম। সশীরের ঝাড়ু হাতে ভ্যানার আর জ্যাকেট নিয়ে!

সবাই অবাক। কেউ টিটকিরি, কেই টিপ্পনি! কেউ প্রশংসা।

চলল। এর মাজে আসল আইনের বেড়াজাল। নিয়ম মেনে সিটি কর্পোরেশন থেকে অনুমতি লাগবে।

গেলাম। একবারের জায়গায় ৪-৫ বার। অবশেষে হা হতোম্মি!

বিশিষ্ট সেনা কর্মকর্তা, পরিচ্ছন্ন বিভাগের- তিনি ওভারটাইম বিলে সই করতে করতে আমাদের ঘন্টাখানেক বসিয়ে রেখে- বলার পর বেশ উষ্মসা প্রকাশ করে হাইকোর্ট দেখিয়ে দিলেন।

আমরা চলে আসলাম। ব্যাস শেষ।

প্রতিদিন নোংরা পথে হাটি আর কষ্টে কিলবিল করে মন।

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫১

সোনারবাংলা বলেছেন: রাজনীতিবিদরাই দেশকে নোংরা করে রেখেছে।

৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩০

ঢাকাবাসী বলেছেন: এসব কাজে মালপানি কম তাই আমাদের নেতাদের আগ্রহ নেই!

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫২

সোনারবাংলা বলেছেন: নেতারা মালপানির পেছনেই বেশী সময় দেয়।

৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দেশকে সাজিয়ে কি হবে? আমাদের নেতারা নিজের নিজের বিলাসী জীবন সাজাতেই ব্যস্ত যে!
বিদ্রোহী ভৃগু ভাইয়ার প্রতি সমবেদনা রইলো। দেশের প্রতি যাদের টান আছে, দেশকে ভালোবেসে কিছু করতে চান তাদের জন্য এরকম সংবর্ধনাই জোটে। এই ই হচ্ছে আমাদের নিয়ম। নিজেরাও ভালো কিছু করবো না , কাউকে করতেও দেবো না। খালি নিজের দেশকে গালি দেবো, না এ দেশের কিছু হবে না।

৫| ২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: তেলের পয়সায় সাজানো হয়েছে। তেল শেষ হয়ে গেলে এইসব শান-শওকত কিছুই থাকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.