নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

আমি জেনে শুনে বিষ করেছি পান (ধুমপান)

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫





প্রিয় ভাইও বোনেরা! আসসালামু আলাইকুম। আশাকরি দেশ-বিদেশে আপনারা সকলে ভাল আছেন। আজকে আপনাদের সামনে ধুমপান বিষয়ে কয়েকটি কথা বলতে হাজির হয়েছি। আশাকরি মনোযোগ দিয়ে শুনবেন।



আমরা সবাই ধুমপানের ক্ষতিকারক দিকগুলো ভাল করেই জানি। তারপরেও আমরা বন্ধুদের পাল্লায় পড়ে ধুমপান করি। টেনশনে থাকলে ধুমপান করি। ইচ্ছে করেই ধুমপান করি।



মনে রাখবেন একবার ধুমপানের অভ্যাস গড়ে উঠলে ছাড়তে অনেক কষ্ট হয়। কিন্ত কষ্ট করে হলেও আমাদের ধুমপান ছেড়ে দেয়া উচিত। আমরা ধুমপানে নিজের ক্ষতি করছি। ধুমপান করে আমরা আমাদের চারপাশের মানুষদের ক্ষতি করছি। অর্থের অপচয় ও করছি। তাই আজ থেকে..........



ধুমপান ছেড়ে দিন

তাজা ফুলের সুবাস নিন।



আমরা আর জেনে শুনে বিষপান (ধুমপান) করব না--

অর্থের অপচয়ও হবে না।

মুখু থেকে গন্ধ ও বের হবে না।

বউয়ের বকাও খেতে হবে না (যারা বিবাহিত তারা ধুমপান করলে বউয়ের বকা খেতে হয়)

তারাতাড়ি মরতে হবে না।

টেনশন করে ধুমপান করলে টেনশন কমে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

sumit বলেছেন: কষ্ট কইরা একটা গুতা মারেন আর এইটা নিয়া একটা পোষ্ট লিখা ফালান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.