![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
পিতামাতা তাদের সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য না রাখায়-
টিনএজ তরুন-তরুণীরা মোবাইলে----
কার সঙ্গে কথা বলছে,
কি বলছে,
ফোনের ভেতরেই বা কি আছে,
ইন্টারনেটে সারাদিন কি নিয়ে ব্যস্ত থাকে
কিছুই জানেন না অভিভাবকেরা।
বর্তমানে স্কুল-কলেজগামী তরুন-তরুণীরা পকেটে পর্নো ছবি নিয়ে ঘুরার ফলে একদিকে পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে অপর দিকে তাদের নৈতিকতা দিন দিন অধঃপতনে যাচ্ছে। পর্নো ছবি দেখে তারা নেশার দিকে পা বাড়ায়। নেশার টাকা জোগান দিতে তারা চুরি-ডাকাতি করছে। নেশায় বেশামাল হয়ে তারা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। এমনটি নিজের বাবা-মাকেও খুন করছে।
ধর্মীয় অনুশাসন ছাড়া তরুণ-তরুণী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। এ ভয়াবহ সামাজিক ব্যাধি যদি অচিরেই দূর করা না যায় তবে আমরা নৈতিকতা বিবর্জিত জাতিতে তথা সর্বনাশা ধ্বংসাবর্তে নিপতিত হব।
আপনার প্রিয় সন্তান----------------
মোবাইলে-ইন্টারনেটে কি করছে,
স্কুল-কলেজ-ভার্সিটির নাম দিয়ে কোথায় যায়,
কাদের সাথে বন্ধুত্ব করছে,
কাদের সাথে আড্ডা দিচ্ছে,
নেশাগ্রস্থ হয়ে পড়ছে কিনা দয়া করে একটু খেয়াল রাখবেন ।
নেশাগ্রস্থ ঐশী তার নিজের বাবা-মাকে খুন করে এখন জেল হাজতে-----
হে সন্তানের মাতা-পিতা আপনারাও সাবধানে থাকুন। আপনার সন্তাদের দিকে কড়া নজর রাখুন।
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫০
সোনারবাংলা বলেছেন: ভবিষ্যত অন্ধকার।
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬
মেহেরুন বলেছেন: হুম!! ঠিক কথা!! আজকাল বাচ্চা বাচ্চা পোলাপান গুলা মোবাইল আর ইন্টারনেট এর অপব্যবহার ই বেশি করে। তাতে কাজের চাইতে অকাজ ই বেশি হয়। বাবা-মা দের এইসব বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। যুগের সাথে, পরিবেশের সাথে খাপ খাওয়াতে এসবের দরকার আছে, তবে অভিভাবকদের নিজেদের দায়িত্ব নিয়ে এসব সতর্কতার সাথে দেখতে হবে, খেয়াল রাখতে হবে। নয়তো এর থেকে বাঁচার উপায় নাই।
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪
সোনারবাংলা বলেছেন: গার্ডিয়ানরা সতর্ক না হলে সন্তানেরা নষ্ট হবার আশাংকা আছে।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
মুদ্দাকির বলেছেন: ভালোও আছে প্রচুর যার কোন সীমা নাই!! শুধু খারাপ অংশগুল সরকার নিজ দ্বাইত্তে ফিল্টার করলেই পারে !!!!!!
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪
সোনারবাংলা বলেছেন: তাই করা উচিত।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫
নতুন বলেছেন: সরকারের উচিত প`ন সাইট গুলি ফিলটার করা..
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
সোনারবাংলা বলেছেন: ঠিক বলেছেন।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১
এম এস জুলহাস বলেছেন: .
অভিভাবকদের প্রতি অনুরোধ-
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫
সোনারবাংলা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
নিজাম বলেছেন: মোবাইল ফোনের সাথে কম্পিউটারও কম ভয়ঙ্কর নয়!
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১
সোনারবাংলা বলেছেন: ওরা কি করে গার্ডিয়ানদের দেখা উচিত।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: সহমত!!
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫০
সোনারবাংলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১
আহলান বলেছেন: স হ ম ত ... খুবই বাজে পরিস্থিতির মধ্যে আমরা চলে যাচ্ছি ....