নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

জীবন কাতারে যেমন

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৯

জীবন কাতারে যেমন

।>।>।>.........।>।>।>

করিম চাচার স্বপ্নভঙ্গ.............................

করিম চাচার একমাত্র ছেলে আকাশ। আকাশের মত বিশাল হবে তার সন্তান এ স্বপ্ন বুকে নিয়ে বহু সখ করে সন্তানের নাম রেখেছিলেন, আকাশ। কিন্তু এই বছর এইচ এস সিতে ফেল করেছে বলে করিম চাচার মন খারাপ। এই করিম চাচা গত ২৫ টি বছর ধরে প্রবাসে কাজ করে চলেছেন। উপার্জিত সকল অর্থ পরিবারের জন্য ব্যয় করেন। করিম চাচার স্বপ্ন ছিল ছেলেটি পড়া লেখা শেষ করে দেশে চাকরি করবে। চাচার মত প্রবাসে কস্ট করবে না। কিন্তু ছেলের খারাপ রেজাল্ট এর খবর শুনে তার মন খারাপ হয়ে গেল। করিম চাচা রাগ করে ছেলের সাথে কথা বলেন না। ছেলেটিও আর পড়ালেখা করবেনা বলে করিম চাচাকে সাফ সাফ জানিয়ে জানিয়ে দিয়েছে। করিম চাচা আর কোন উপায় না দেখে একমাত্র ছেলেকে প্রবাসে নিয়ে আসার জন্য আপ্রাণ চেস্টা করে চলেছেন। যত টাকা লাগুক তার একটি ভিসা দরকার। করিম চাচা বিভিন্ন জনের কাছে ছেলের ভিসার জন্য ছুটে চলেছেন রানার ছোটে যেমন করে...! ছেলের ভিসার টাকা জোগাড় করার জন্য করিম চাচা দেশে ও যাচ্ছেন না। করিম চাচারা আর কত পরিবারের জন্য ত্যাগ শিকার করবেন? আর কতকাল প্রবাসে কাটাবেন? তাঁদের স্বপ্নের আকাশ এ কেন কেবল কালো মেঘের ঘনঘটা...??

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.