![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমতার সমাজ প্রতিষ্ঠায় পুরুষদেরকে নারীদের পোশাক পরা উচিত বলে মনে করে পরিত্যক্ত বাংলাদেশি লেখক (নট লেখিকা) তসলিমা নাসরিন।
রোববার ‘ফ্রিথটসব্লগ’ নামের একটি ব্লগে এ নিয়ে যুক্তি তুলে ধরেন তিনি।
তসলিমা বলেন, "আজ (১২ জানুয়ারি) ইন্ডিয়াতে এক দল পুরুষ রঙিন স্কার্ট পরে নারী এবং নারীদের অধিকার রক্ষায় শপথ নিয়েছে। আমি সত্যিই এই ২৫ পুরুষকে পছন্দ করি, যারা নারীদের পোশাক পরার সাহস দেখিয়েছে।"
“এশিয়ার বিভিন্ন জায়গায় পুরুষরা স্কার্ট পরে। স্কটল্যান্ডে পরে থাকে। সুতরাং স্কার্ট পরা অসাধারণ কিছু নয়।স্কার্ট পুরুষদের ফ্যাশনের অনুসঙ্গ দাড়িয়েছে! ২০১৩ সালে লন্ডনে পুরুষদের ফ্যাশন সপ্তাহে স্কার্ট পরিহিত পুরষরা মঞ্চে একটি ইভেন্টে অংশ নেয়।নারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে পুরুষরা নারীদের জুতা পরে।"
তিনি বলেন, "অনেকে বলছে যে, পুরুষরা নারীদের পোশাক পরলেই নারীদের জন্য সমতা নিয়ে আসবে না। যেন পুরুষরা পুরুষদের পোশাক পরলে তা নারীদের জন্য সমতা নিয়ে আসবে! আমরা ভালো করেই জানি, কীসে সমতা আসবে।”
“সত্যিই যদি আমরা একটি সমতার সমাজ চাই, এটা আনতে আমাদেরকে সচেতনভাবে চেষ্টা করতে হবে। এর মধ্যে পুরুষরা নারীদের পোশাক পরা শুরু করতে পারে। পুরুষদের পোশাক পরেতো নারীরা লজ্জিত হয় না! তাহলে এখন থেকে কেন উভয়লিঙ্গ পোশাক নয়?
"আমাদের টি-শার্ট লিঙ্গ নিরপেক্ষ। শাড়ি তা হতে পারে।”
এরপর তসলিমা শাড়ি পরা পুরুষের একটি ছবি দিয়ে বলেন, এই পুরুষটির দিকে তাকান, তাকে চমৎকার লাগছে।
তসলিমা নাসরিন বলেন, নারীরা চুরি পরে। পুরুষরা চুড়ি পরলে সুন্দরই লাগবে। এতে অন্তত ‘যাও চুড়ি পরে থাকো'- এর মতো বাক্যকে পুরুষদের জন্য উচ্চমাত্রার লজ্জাজনক হিসাবে বিবেচনা করা হবে না।
“আমি নারীদের শাড়ি, চুড়ি, হাই হিল পরি। আবার পুরুষদের শার্ট, প্যান্ট, টাই, স্যুট ও জ্যাকেটও পরি।"
তাতো হৈল..............
আফা, পোশাকের সমতা বুঝলাম, কিন্তু আন্নের বিশেষ অঙ্গগুলোর কি ঐবো?
খবরের তথ্যসূত্র:
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
নেটবুক বলেছেন: ভাই! ভাড়া কি আন্নে দিবেন?
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
নেটবুক বলেছেন:
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
পাগলাগারদের পাগল বলেছেন: বাঙালি ও কি ঐসব পরা শুরু করবে। না বাঙালীদের নিজস্ব ক্ষমতা আছে সোচ্চার হয়ে প্রতিবাদ করা যেটা যুদ্ধের ময়দানে দেখিয়েছৈ।।সেই প্রতিবাদী স্লোগান এখনো আমরা দিতে জানি ভুলিনি ভুলবনা।।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
নেটবুক বলেছেন: যদি কামনা থাকে, আন্নে ট্রাইতে পারেন।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এই পাগল মহিলারে নিয়া ব্লগামু না।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
নেটবুক বলেছেন: রুদ্র শহীদুল্লাহ, মিনারের পর মুনে লয় আন্নের সিরিয়াল ছিল
ছ্যাকা খাইয়া ব্যাকা অবস্থা আর কি.
যেই ডাই হান্দাইছে ঐডাই গেছে।
আন্নে তো বাইচ্যা গেছেন।
শোকর আদায় করেন।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
পাগলাগারদের পাগল বলেছেন: শোকর তো তসলিমা আফার ভাসায় করতে হইব তাইনা।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
নেটবুক বলেছেন: ha
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ মিয়া! পাবনার পাগলা গারদে প্রত্যেক সেলে এইরম অভুতপূর্ব কথা প্রতি মুহুর্তে পাওয়া যায় তাকি রেগুলার আপডেট করবেন নাকি!!!??
জাস্ট ইগনোর পাগলস
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
নেটবুক বলেছেন: GMK
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
ডেডম্যান বলেছেন: ধুর্বাল! মডুরা বইসা বইসা কি করে? ফালতু পোষ্ট।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
নেটবুক বলেছেন: BBHP- GMk
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
পি পি বলেছেন: নানা মানুষের নানান রকম মতাদর্শ থাকে। অন্যের সমালোচনা করার আগে নিজের টা নিয়ে ভাবুন।
বাই দ্যা ওয়ে পোস্টে মাইনাস
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
খালি ব্যান খাই বলেছেন: বালু হইচে.. মাইনাশ
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
তামীম বলছি বলেছেন: প্রায় ৯০ বছর আগে কলকাতার সোনাগাছিতে একজন খ্যাতনামা বেশ্যা থাকতেন। তার নাম ছিল নন্দরানী। কলকাতার প্রায় সমস্ত খ্যাতনামা ব্যক্তিদের যাতায়াত ছিলো তার কাছে। (আবারও পড়ুন কলকাতার প্রায় সমস্ত খ্যাতনামা ব্যক্তিদের যাতায়াত ছিলো তার কাছে।) নন্দরানী যদি এদের নিয়ে উপন্যাস রচনার কথা ভাবতেন তাহলে তা অনেকদিন আগেই করতে পারতেন। কিন্তু তিনি তাঁর ব্যক্তিগত জীবনে সমাজে চুপচাপ থাকার ভদ্রতা ও সৌজন্যের পরিচয় দিয়েছিলেন। কিন্তু হায় তসলিমা নাসরিন, নন্দরানীর সেই আত্মসম্মান বোধের অংশীদার হতে পারেন নি।
------------------
সমরেশ মজুমদার
এরে জাস্ট ইগনোর করেন...
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
এক্সপেরিয়া বলেছেন: ঐগুলো না থাকলে ভাড়া নেওয়া হোক।