নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ একজন

নিঃসঙ্গ গাংচিল

নিঃসঙ্গ গাংচিল › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১

আমি হিন্দু বুঝি না, আমি মুসলামান বুঝি না, আমি ইহুদি বুঝি না, আমি খৃষ্টান বুঝি না। আমি বুঝি ফিলিস্তিনে নিরপরাধ, নিস্পাপ, সাধারন মানুষ মারা যাচ্ছে। ছোট ছোট শিশু অবুঝ বাচ্চারা মারা যাচ্ছে, যাদের ক্ষমতা, যুদ্ধ, হানাহানি, খুন, হত্যার সাথে কোন লেনদেন নেই।

ধরলাম ফিলিস্তিনের মানুষ মুসলমান দেখে ইসরাইলের ইহুদিরা তাদের হত্যা করছে। তাহলে কোথায় এখন আরব লীগ??? কোথায় এখন OIC???

ওহে অবুঝ, বলদ তোরা এখন প্রতিবাদ করলে তোদের আরাম আয়েশের কোন ক্ষতি হবে না। তোরা তেল না দিলে আমেরিকা, ইউরোপ অচল হয়ে যাবে। তারা তাদের স্বার্থে তোদের কথা শুনবে।

যে তেল দিয়ে তোরা পৃথিবী শাসন করতে পারতি সে তেল না বিক্রির ভয়ে তোরা আজ অন্যায়ের বিরুদ্ধে কথা বলিস না। ধিক তোদের, আল্লাহ তোদের হেদায়েত দান করুক।।

আর মিঃ ওবামা আর মিঃ বান কি মুন সাহেব ফিলিস্তিনের মৃত শিশুদের মুখের দিকে একটু তাকান আর নিজের সন্তানদের দিকে একটু তাকান। আজ যদি আপনার সন্তানদের এমন অবস্থা হত তাহলে আপনাদের কেমন লাগতো??? একটু চিন্তা করে দেখেছেন কি???

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

সঞ্জয় নিপু বলেছেন: ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.