নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

পরচিন্তা

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫



জৌলুশ বিহীন কোন বিমর্ষ মনের
অন্তরালে বিদ্যমান অশ্রুজল স্রোত
বয়ে চলে অবিরাম। প্রসারে দু’হাত
কে দেয় সে অভাগায় স্বস্তির আশ্রয়?
পায় যেন দেখা কোন আপন জনের
খোঁজে মন সারাক্ষণ। আশার প্রভাত
হয়না রাতের শেষে।মনের আঘাত
যেন আর কোনভাবে সারবার নয়।

হায়রে মনুষ্য দল করুনার জল
দাওনা হে অভাজনে ছিঁটিয়ে সামান্য,
দেখো চেয়ে আঁখি করে জল ছল ছল।
সাফল্যে জীবন যার হয়ে গেছে ধন্য
করুক সে পরচিন্তা, সুখী হতে সবে;
পৃথিবী সুন্দর হবে এধারা উদ্ভবে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সনেটের প্রেমে কবিতার কারখানা।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

সনেট কবি বলেছেন: কি আর করব সময় পেলেই একটু লিখতে চেষ্টা করি।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

বিজন রয় বলেছেন: অনেক বেশি ভাল হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

সাইন বোর্ড বলেছেন: সুন্দর অাশাবাদ ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

সনেট কবি বলেছেন: আশা থেকেই হয়ত প্রচেষ্টার সূত্রপাত ঘটতে পারে।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মাহমুদুর রহমান বলেছেন: ছবিটা বেশ রহস্যজনক!

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

সনেট কবি বলেছেন: বিষয়ের সাথে মিল করার চেষ্টা করেছি।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুবোধ তুই পালিয়ে যা।
এটা তোর দেশ নয়!

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

সনেট কবি বলেছেন: এখানে অবোধে গিজ গিজ করে।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

হাবিব বলেছেন:





জৌলুশ ফিরে আসুক করুন আহ্বানে
অশ্রুজল স্রোত সবে মুছে যদি দেই
অভাগার আশ্রয়ে যদি ভাবি সব জনে
এ ধরার 'পরে জানি সেতো আসবেই।
সব লোক ভাই ভাই হয়ে যদি থাকি
অভাবী থাকবেনা আর এ ধরায় বাকি
সেরে যাবে সব ব্যাথা ঘুচবে আঁধার
অভাব যতোই থাক মুছে তা যাবেই।

এ মনুষ্য দলে যদি মনুষ্যত্ব থাকে
মায়া মহব্বত যদি অল্প কেউ রাখে
চোখে জল থাকবেনা ফুটবেই হাঁসি।
দুনিয়ার 'পরে যদি সবে করি দান
বেড়ে যাবেই সম্মান ঘুচবে অভাব
সব ভাই মিলে যদি বলে ভালোবাসি।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

সনেট কবি বলেছেন: অসাধারণ সনেট মন্তব্য। আল্লাহ আপনার প্রতিভাকে উজ্জল করুন।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চমৎকার

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪০

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই ,

সুন্দর সনেট। সনেটে ভালো লাগা রেখে গেলাম ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.