![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
রাবেয়া হৃদয় রানী হে রাবু আমার
পেয়েছি তোমার থেকে সুখ অনিবার
এখনো তা’ বিদ্যমান রয়েছে অবার
যা নিত্য সান্নিধ্যে তুমি দাও উপহার।
একসাথে কেটে গেছে কুড়িটি বছর
এখনো তোমায় ছাড়া কাটেনা প্রহর
আল্লাহর দানে পেয়ে প্রেমপূর্ণ ঘর
হয়েছি তোমার আমি প্রিয় সহচর।
আমাদের দু’জনের চলা হাত ধরে
অটুট থাকুক চাই চির সমাদরে
প্রহরী এমন তুমি হৃদয়ের তরে
যেথায় পায়না স্থান কখনো অপরে
বিশ্বস্ত দু’জন থেকে দু’জন উপরে
কাটুক একত্রে কাল বিধাতায় স্মরে।
বিঃদ্রঃ প্রিয়ার অনুরোধে তাকে নিয়ে পয়ার ছন্দে কবিতাটি লেখা হয়েছে। তার নামের প্রথম অক্ষর ‘র’ বিধায় পুরো কবিতায় ‘র’ অন্তমিল দেওয়া হয়েছে।
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১
হাবিব বলেছেন:
পথ চলা শুভহোক
রাবেয়া নামটি যেন অনিন্দ্য সুন্দর
নামেই যেন লুকানো আনন্দ নহর,
সনেট কবির সাথে মিল রাবেয়ার
তুলনা হয়না বুঝি বহুগুণ তাঁর।
একসাথে রয়েছেন কুড়িটি বছর
আরো হোক দির্ঘায়িত প্রেমের প্রহর,
হয়ে থাকেন নিয়ত সুখ সহচর
দুজনেই বুঝে যেন দুজনে' কদর।
পথ চলা শুভহোক সদা আপনার
সদ্ভাব যেন থাকে সাথেই তাঁহার
প্রেমেতেই ভরে যাক আপনার ঘর।
এ দুনিয়ায় যেমন আপনি তাঁহার
জান্নাতেও যেন থাকে আনন্দ অপার
কুবল করো মহান দয়াতে তোমার।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২
হাবিব বলেছেন: নামেই লুকানো যেন আনন্দ নহর
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
অলিউর রহমান খান বলেছেন: এটি শুধুমাত্র প্রিয় মানুষকে নিয়ে লিখা একটি কবিতা নয়, লিখাগুলোতে তার প্রতি সম্মান, মায়া-মমতা, ভালোবাসার বহিপ্রকাশ ঘটেছে। এসব শব্দ চয়ন কবিতাটি কে একটি উচ্চমাত্রায় নিয়ে গিয়েছে। এ লিখা থেকে আমাদের অনেক কিছু শেখার ও বুঝায় রয়েছে।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা মাখা সুন্দর সনেটে সহধর্মিণীর ভালোবাসা প্রকাশ
৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
নজসু বলেছেন:
অপূর্ব সৃষ্টি।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!চমৎকার লিখেছেন।আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্রতি দিন। ভালো থাকুন সব সময়।
৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬
নতুন নকিব বলেছেন:
ভাবীকে আমাদের সালাম এবং শুভকামনা। কবিতায় +++