নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ওমেরা

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩



ব্লগার ওমেরা গুণে ইতিহাস হয়ে
হয়ত অনেক কাল ছড়াবে সুনাম
অনেকের মনে তার থাকবে সম্মান
হার না মানা অদম্য জয়ী ভূমিকায়।
ওমেরা জটিল কান্ডে যায়নিতো ক্ষয়ে
দৃঢ়তায় সে কন্যায় ঠেঁকায়ে তুফান
থামিয়ে দিয়েছে সব প্রলয়ের বান
আবার সে এসে গেছে স্নিগ্ধ পূর্ণিমায়।

ওমেরার লেখাগুলো পড়ে কৌতুহলে
অবাক পাঠক দেখে নির্ভার সুন্দর
তারা যেন মোহময় কত কথা বলে।
লেখনি চমৎকার সরল অন্তর
একটি মেয়ের মাঝে তার মন মতি
অবিরাম ছুটে চলে লয়ে নিজ গতি।

ব্লগার ওমেরা

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

ওমেরা বলেছেন: ওমা গো!! ইহা আমার অনেক অনেক পছন্দ লাগছে ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

সনেট কবি বলেছেন: এর জন্য দায়ী আপনার চলমান পোষ্টের গল্প। সেটাই আমার মনে কবিতার ভাব জাগিয়ে তুলেছে। আর আমি বিলম্ব না করে লিখে ফেল্লাম। হাজার সনেটের কবি হওয়ার একটু তাড়াও অবশ্য আছে। সে জন্য ভাল উপলক্ষ্য পেলে আর লোভ সামলাতে পারিনা। প্রথম মন্তব্যের জন্য আপনাকে নিরন্তর শুভেচ্ছা।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: ব্লগার ওমেরাকে আমার ভালো লাগে।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

সনেট কবি বলেছেন: হুমায়ুন আহমেদকে নিয়ে আপনার পোষ্ট পড়ে একটা সনেট লিখলাম। আপনার মন্তব্য এখনো পাইনি।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমার অন্যতম প্রিয় ব্লগার

শুভ কামনা

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: ব্লগে তার অনেক ফ্যান আছে।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

নজসু বলেছেন:




ওমেরা আপা
আমার প্রিয় একজন ব্লগার।
উনার গল্প আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখে।

কিন্তু আজকে আমি ভয়ে আছি।
পিঠে কয়টা যে চড় থাপ্পর পড়বে কে জানে। :D

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সনেট কবি বলেছেন: ভয় পেলেও ডরাবেন না।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল ভাগ্যবান মানব তাই আপনাকে নিয়ে সনেট কবি দারুন একটা সনেট লিখে ফেললেন অথচ আমি , আমি দৃষ্টি সীমানা সবার জন্য এত রান্না শিখানোর
চেষ্টা চালিয়ে যাচ্ছি , আমার কি একটা সনেট কবিতা পাওয়ার ইচ্ছা থাকতে পারে না ? কবি আমি আপনার কবিতা প্রায়ই পড়ি , ভাল লাগে ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

সনেট কবি বলেছেন: কবিদের কথা আর কি বলবেন! হয়ত তেলাপোকা নিয়েও কলম ধরে অথচ অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনায়াশে তাদের দৃষ্টি এড়িয়ে যায়।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার সনেটের প্রথম লাইনে তো ১৫শব্দ হয়ে গিয়েছে।




রাজনীতি আর ভোট নিয়ে দু-চারটা সনেট লিখতে পারেন।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এক অক্ষর কমিয়ে দিলাম।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওমেরা ওমেরা ওমেরা
.....................................................................
এভাবে কেউ বলতে থাকে,
ছড়া লিখে তো বাহবা দেয়া ছাড়া আর পথ খোলা নাই।
কারন : ও + মেরা ও + মেরা ও + মেরা
তাহলে আমাদের কি হবে ভাই ???

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

সনেট কবি বলেছেন: তার লেখা পড়ে ভাব এসে গেল সেজন্য একটু লিখে ফেলেছিলাম আর কি!

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আমার প্রিয় মানুষটিকে নিয়ে সনেট লেখার জন্য অশেষ ধন্যবাদ সনেট কবি। :)

আহারে বেচারি, ভুল বুঝে সবাই খালি তাকে কত যে লেখা চোর চোর বলেছে। অবশেষে সে প্রমাণ করলো ছাড়লো
সে লেখা চোর না।:) তার অনেক প্রতিভায় সত্যিই আমিও মুগ্ধ। ;)
ওমেরার জন্য শুভ কামনা রইলো।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

সনেট কবি বলেছেন: সব কথা সব সময় বলতে হয় না।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।দুজনকেই অভিনন্দন।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

মীর সাজ্জাদ বলেছেন: মুগ্ধকর।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর। মিষ্টি নামের আপুটির সনেটটিও ভারী মিষ্টি হয়েছে।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওমেরা আপুকে শুভেচ্ছা এবং আপনাকেও অভিনন্দন।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১

নিউটনিয়ান বলেছেন: বরাবরের মতই চমৎকার

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: সত্য সনেট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.