নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কিরমানী লিটন

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০



কবিতা কবির ছোঁয়া পেয়ে কি রকম
প্রাণবন্ত হয়ে উঠে না দেখে বুঝার
উপায় কিছুই নেই, এমন ব্লগার
কিরমানী লিটনের কবিতা প্রাঞ্জল।
পড়ে পড়ে বার বার বিভিন্ন রকম
কবির কবিতাগুলো মনের অসার
ভাবনা হারিয়ে যায়। সেথায় অপার
ছন্দময় পদ্যদল করে ঝলমল।

কবিতা কবির পোষ্য সখের বাগান
এতেই গড়েন কবি মেধা যোগ্যতায়
নিজ ছন্দে গুনগুনে কবি গায় গান।
কিরমানী লিটনের কবিতা পাড়ায়
অনায়াশে কেটে যায় পরিশ্রমে ক্লান্তি
সেথায় সবাই পায় অনাবিল শান্তি।


ব্লগার কিরমানী লিটন

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সনেটে সুন্দর ভালোবাসা প্রকাশ।। ভালোবাসা রইলো।।।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

হাবিব বলেছেন: মারহাবা.......

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি হাবিব স্যার।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

কাতিআশা বলেছেন: খুব সুন্দর!..... সনেট ভাই, কবে আমাকে নিয়ে লিখবেন?..না লিখলেও হবে, এমনিই বললাম! :`>

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে লিখতে হলে আগে আমাকে আপনার সম্পর্কে জানতে হবে।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

মাহমুদুর রহমান বলেছেন: লিটন ভাই অনেক সুন্দর কবিতা লিখেন।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৭

আকতার আর হোসাইন বলেছেন: বাহ.. সুন্দর.. লিটন ভাইয়ের লিখা এখনো পড়ি নাই। এখনি ওনার ব্লগে যাচ্ছি...

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

সনেট কবি বলেছেন: আশাকরি তাঁর কবিতা পড়লে ভাল লাগবে।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:


কবি কিরমাণী মনে হয়, রাজকবি

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

সনেট কবি বলেছেন: তিনি কবিতা ভাল করে লেখার চেষ্টা করেন।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

সনজিত বলেছেন: বেশ

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, ব্লগার চাঁদগাজী আপয়াঙ্কে আরও নানান নিষয় নিয়ে লিখতে বলেছেন। শুধু ব্লগাররাদের নিয়ে না আরও অনেক অনেক বিষয়।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: তবে ব্লগারদের নিয়ে লিখতে আমার ভাল লাগে।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

কিরমানী লিটন বলেছেন: সনেট কবির ভালোবাসা
জানে সামুর লোকে,
আদর সোহাগ সরলতা
জড়িয়ে রাখে তাকে।

আমার মতো আবালটাকে
তিনি ভাবেন কবি,
তার কথাতে মুখ লুকালো
মেঘের আড়াল রবি।

কসম দিলাম শীতের শিতল
কসম গরম- লেপের,
তোমার দোয়ায় দৈন্য কাটুক
আমার সকল পাপের।

খোদার কাছে হাজার শোকর
তোমার কাছে ঋণী,
আজকে থেকে তোমায় যেন
শিরায় শিরায় মানি ....।

আমার মত এই অকবিকে আজকে যে সম্মান দেখালেন- দোয়া করবেন কাব্য আর সাহিত্যের আঙিনায় তার উপযুক্ত প্রতিদান দিয়ে- সে আস্থাকে উচু শিখরে তুলে ধরার সাধনাকে কোনদিন অসম্মান না করি। কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা সব সময়। ভালো থাকুন প্রিয় সনেট কবি। সাথেই থাকার প্রতিশ্রুতি রইলো ।

আসলে কিছুটা পারিবারিক আর কর্মের ঝামেলায় আটকে পড়ায় সময় মতো মতামত রাখতে না পারার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আশাকরি তা পাবো। আবারও ভালোবাসা প্রিয় কবি।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: ব্লগাররা আপনার কবিতা পছন্দ করেন। তাদের একজন আমিও।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

কিরমানী লিটন বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই, আমি কিন্তু নিজেকে- অকবি বলেই জানি এবং মানি। আপনি বড়জোর আবাল কবি ভাবতে পারেন...

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

সনেট কবি বলেছেন: আপনি যা ভাবছেন ঘটনা আসলে তা’ নয়। আপনার কবিতা বাস্তবেই অনেক সুন্দর হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.