নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩



জীবনে বাঁচতে গেলে কত কিছু লাগে
অভাব এসে সরবে দুয়ারে দাঁড়ায়
পরিশ্রম সৌভাগ্যের সৌরভ ছড়ায়
হিসেবের আস্তাবলে কর্মঘোড়া বাঁধা।
সুখের স্বপ্নরা সব কল্পনিশি জাগে
সমস্যা হাজার এসে চলে পায় পায়
হতাশায় অনেকেই হয় নিরুপায়
দায়িত্বের পথ মাঝে পড়ে কত বাধা।

রাত কাটে দিন কাটে বয়সটা বাড়ে
মনে হয় শুনি যেন ওপারের ডাক
বিদায়ের পরোয়ানা বয়ে চলি ঘাড়ে।
স্মৃতিময় কথাগুলো থাক পড়ে থাক
যাত্রা পথে মুসাফির কমাও বিশ্রাম
গন্তব্যে পৌঁছার পর করবে আরাম।

কবিতার পটভূমিঃ খাটের নীচে নারিকেল রাখা ছিল। গিন্নীকে জিজ্ঞাস করলাম ওটা পড়ে আছে কেন? তিনি বললেন, তৈল নেওয়া হবে। তখন বললাম, ‘জীবনে বাঁচতে গেলে কত কিছু লাগে’। গিন্নীকে বললাম, বাক্যটা কিন্তু চৌদ্দ অক্ষর হয়ে গেল। তারপর সে বাক্য থেকে টানতে টানতে গন্তব্যের বাক্যে গিয়ে শেষ করলাম। গিন্নীকে বললাম নারিকেল থেকে কবিতা শুরু করেছি, এখন কবিতার নাম কি নারিকেল হবে? গিন্নী বললেন, না, কবিতার নাম হবে গন্তব্য। বললাম, তবে তাই হোক।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

হাবিব বলেছেন: বাহ বাহ বেশ...... যেমন রাজা তেমন রানী..........

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: উচ্ছসিত মন্তব্য। ভাল লাগল। ধন্যবাদ সুপ্রিয় সনেট কবি হাবিব স্যার।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

আরোগ্য বলেছেন: গন্তব্য পড়ে ভালো লাগলো।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজা কবি। রাণী কবি। রাজকুমারী কবি। একটা কবিদের রাজ্য।।।আপনার পরিবারে কবির অভাব নাই। ভালো কবিতা আমার অনেক ভালো লাগে । আমার পরিবারে কেউ কবিতা পছন্দ করেনা। ভালো লাগলো আপনার পরিবারে সবাই কবিতা পছন্দ করে।। নিজেরাও লিখে।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

সনেট কবি বলেছেন: পরিস্থিতি হয়ত এখন আমার অনুকুল। আপনার জন্য শুভ কামনা থাকলো।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

হাবিব বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজা কবি। রাণী কবি। রাজকুমারী কবি। একটা কবিদের রাজ্য।।।আপনার পরিবারে কবির অভাব নাই। ভালো কবিতা আমার অনেক ভালো লাগে । আমার পরিবারে কেউ কবিতা পছন্দ করেনা। ভালো লাগলো আপনার পরিবারে সবাই কবিতা পছন্দ করে।। নিজেরাও লিখে

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

সনেট কবি বলেছেন: আমার উনি কবিতা লিখেন না। মেয়েরা লেখে আমি বললে। বড় দুই মেয়ে এখন আমাদের থেকে দূরে থাকে। একজন চট্টগ্রাম, একজন লক্ষ্মীপুর। ছোট জন আমাদের সাথে। কম্পিউটার না থাকায় বড় দু’জনের এখন ব্লগিং এর সুযোগ কম। ছোটটা আমার সাথে ভাগাভাগি করে। কারণ মডেম একটা। এভাবেই চলে।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ছয় নম্বর লাইনে- ''সমস্যা'' হবে।
তের নম্বর লাইনে- ''মুছাফির'' হবে।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি। ভুল সংশোধনের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: কর্তা -গিন্নির গন্তব্য পড়ে মুগ্ধ হলাম। ভাবিজিকে আমার সালাম । আপনাকে ধন্যবাদ।
শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহ, গিন্নিদের কত ক্বদর ;)

+++++

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: কদর না করে কি উপায় থাকে?

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা এবং কবিতার অন্তর্নিহিত দর্শন, দুটোই ভাল লাগলো।
দুটো বানান ভুল আমার চোখে পড়েছে, সময় করে সম্পাদনা করে নেবেনঃ
৭ম লাইনে সমস্যা এবং ত্রয়োদশ লাইনে মুসাফির (যথাক্রমে "সমাস্যা" এবং "মুসাপির" লেখা হয়েছে)।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা। বানান ঠিক করে দিয়েছি।

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



কবিতা এবং প্রেক্ষাপট দু'টোই চমৎকার।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১০| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১১| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ফরিদ ভাই :) :) :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ তাজুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.