নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার অপু তানভীর

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬



গল্পে অনন্য ব্লগার অপু তানভীর
ভাবনায় আদিগন্ত ভদ্রতায় মোড়া
ছুটিয়ে চলেন ত্যাজি কাহিনির ঘোড়া
দাপিয়ে বেড়ায় যারা দূর তেপান্তর।
পাঠকেরা তাঁর সাথে ছুটায় অস্থির
ঝাঁক বেধে দেখে কত প্রেমমন উড়া
অথবা পথের প্রান্তে সে ফুলের জোড়া
কখনোবা অন্য চিত্রে আকৃষ্ট অন্তর।

গল্পের অরণ্যে তাঁর বাড়ে তরুদল
পরান শীতল হয় গল্প বনছায়
যা পাঠে অন্তরে বাড়ে আনন্দ অতুল।
কেটে যায় দিন কাল মৌন মুগ্ধতায়
লেখক সাজায় তাঁর সৃষ্টি কারুকাজে
তারা যেন অনুভবে সুমধুর বাজে।

ব্লগার অপু তানভীর

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


উনার গল্পগুলো ভুত, পেত্নী, পিশাচের উপর; আমি সুবিধা করতে পারছি না; বাচ্ছাদের জন্য ওকে, আমার কাছে এসব প্লট আকর্ষনীয় নয়।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

সনেট কবি বলেছেন: তবে উনি ভাল কিছু করার চেষ্টা করেন।

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯

মীর সাজ্জাদ বলেছেন: দারুণ

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

সনেট কবি বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর!

অপু তানভীরের গল্পগুলো জোসস :)

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

সনেট কবি বলেছেন: তিনি মন দিয়ে গল্প লেখার চেষ্টা করেন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০

বিবেকবান জড় বলেছেন: শুধু তার গল্প পড়তেই এই ব্লগের সাথে পরিচয়। সুন্দর কবিতা। ভালো লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

সনেট কবি বলেছেন: অনেকেই তাঁর গল্পের ভক্ত।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

হাবিব বলেছেন: খুব ভালো লাগলো প্রিয় সনেট কবি

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

অপু তানভীর বলেছেন: ভালবাসা রইলো সনেট কবি ! আমাকে নিয়েও কেউ কবিতা লিখতে পারে আমি কোন দিন ভাবি নি ।

খুবই খুশি হলাম ! :)

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সনেট কবি বলেছেন: অন্যেরা যদি আপনাকে নিয়ে ভাবে তবে আপনার আর সে কথা না ভাবলেও চলে।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: সনেট ভালো হয়েছে। কিন্তু ওনাকে অন্যের ব্লগে কোন দিন মন্তব্য করতে দেখিনি ।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

সনেট কবি বলেছেন: বেচারা অনেক বই পড়ে। বড় গল্প লিখে পোষ্ট দিয়ে ক্লান্ত হয়ে পড়ে। সেজন্যই মনে হয় অন্যদের পোষ্টে মন্তব্য করতে পারেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.