![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মৌন সন্ধায় নির্জন মাঠ প্রান্তে একা
নির্বাক দাঁড়িয়ে দেখি নীল নীলিমায়
পাখিদের ঝাঁক উড়ে নিড়ে ফিরে যায়
তাদের যাত্রার দৃশ্য নির্মল সুন্দর।
ক্রমে ফিরে আঁধারের ঘন উপত্যকা
বিন্দু বিন্দু জোনাকির আলো স্তব্ধতায়
রাতের কালোয় যেন দীপ গয়নায়
প্রকৃতি সাজিয়ে ছোঁয় বিমুগ্ধ অন্তর।
মনে পড়ে প্রিয়তমা বিগত জীবন
পিছনে ফেলে তোমাকে পেয়েছি নিকটে
তখন সুন্দর হয়েছে এ দু’টি নয়ন।
রূপময় দেখা যেত সময়ের তটে
সব কিছু মনরমা।এখনো হে তুমি
প্রকৃতির মত যেন সেরকম দামী।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
সনেট কবি বলেছেন: জীবনকে উপভোগ করতে জানতে হয়। নতুবা জীবন বিরস মনে হয়।
২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ভাবধারা । ভালো লাগলো সনেট
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন জনাব।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
হাবিব বলেছেন: ষষ্টক অসাধারন লাগলো........ অস্টক অনবদ্য
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
নজসু বলেছেন:
পৃথিবীর সব সুন্দর দয়াময় আল্লাহতায়ালার দান।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
সনেট কবি বলেছেন: আল্লাহ সব কিছু সুন্দর করে গড়ে আমাদেরকে দান করেছেন। সে জন্য সবার তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো উচিৎ।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
নতুন-আলো বলেছেন: অসাধারণ..........
৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রকৃতিই জীবন
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
জীবন সব সময় প্রকৃতির মতোই