নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

কবি জাহিদ অনিক

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩



প্রেমের সাগরে কবি জাহিদ অনিক
পাঠকেরে নিয়ে চলে সাতরঙ্গা নায়
তারা সব দোল খেয়ে প্রেমের দোলায়
অবিরাম গুনগুনে গেয়ে চলে গান।
কবিতার ছত্রে ছত্রে কি ভাব অধিক
পাঠকেরা মুগ্ধ এর কোমল ছোঁয়ায়
মৃদু পদে হেঁটে তারা কাব্য জোছনায়
রোমাঞ্চের অনুভূতি পায় অফুরান।

কবির কবিতা ঘ্রাণে মনে ঢেউ তোলে
সেথায় সুখেরা যেন ফুল হয়ে ঝরে
প্রেয়সি কবিতার সে খোলা এলো চুলে।
কবির কোমল স্পর্শ গভীর আদরে
কবিতায় করে তাঁর রূপময়ি কন্যা
যা হয় অতুল্য স্নিগ্ধ জগৎ অনন্যা।


বিঃদ্রঃ সম্পাদনার পূর্বে (কাঁচা) কবিতাটি ছিল-

প্রেমের কবি ব্লগার জাহিদ অনিক
ঘুমিয়ে আবার জেগে দেখে কল্পনায়
প্রিয়া তাঁর হেঁটে চলে নিশি জোছনায়
তারা ভরা রাতে তার এলো চুল দোলে।
কবি দেখে অপলক আনন্দে অধিক
সুখানুভূতি প্রিয়ার কোমল ছোঁয়ায়
যেন তাঁরে নিয়ে চলে সাত রঙ্গা নায়
প্রিয়ার চুলের ঘ্রাণে মনে ঢেউ তোলে।

রোমাঞ্চের উষ্ণতায় মৃদুপদে হাঁটা
সুখ যেন মালঞ্চের ফুল হয়ে ঝরে
প্রিয়ার বিচ্ছেদে মনে বিঁধে বিষ কাঁটা
আকুল কবিকে চির সর্বহারা করে।
অনিক কাব্য কথায় সুখে অফুরান
পাঠকের মন যেন গেয়ে চলে গান।

ব্লগার জাহিদ অনিক

মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর সনেট, ভালো লাগল ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ফোয়ারা বলেছেন:

উভয়ের জন্য শুভকামনা

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সনেট কবি বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

মিথী_মারজান বলেছেন: বাহ্!
দুইটা সনেটই দুইরকম সুন্দর।
এমন ভার্সেটাইল কবির জন্য একটা সনেট আসলেই কম হয়ে যেত।:)
আমাদের সবার প্রিয় জাহিদ অনিককে দুই সনেটের জন্য দুইবার শুভেচ্ছা। হাহা।
আর, আপনাকেও ডাবল ধন্যবাদ।
দুইজনের জন্য অনেক শুভকামনা।:)

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: এখানে কবিতা আসলে একটা। কিন্তু গিন্নী কাঁচা-পাকা উভয়ের সুনাম করায় পোষ্টে দিয়ে দিলাম।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


জাহিদ অনিকের নিজস্ব বৈশিষ্ঠ আছে, উহা বেশ ইউনিক!

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সনেট কবি বলেছেন: তাঁর সম্পর্কে আপনার মূল্যায়ন যথাযথ।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বলেছেন: প্রশংসনীয় কাজ




কবিয়াল ও সনেট কবি উভয়ের জন্য শুভকামনা

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী আমার প্রিয় কবিকে নিয়ে লিখেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় কবি জাহিদ অনিক কে নিয়ে লেখা !!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: সকলের প্রিয় কবি'র জন্য শুভকামনা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

অর্ক বলেছেন: উভয়ের জন্যে আন্তরিক শুভকামনা। অনবদ্য সনেট শ্রদ্ধেয় কবি।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

হাবিব বলেছেন: আমি নতুন কোন পোষ্ট করতে পারতেছি না....... you are banned from new post... লেখা আসতেছে।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

সনেট কবি বলেছেন: আমারও একই সমস্যা।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

জাহিদ অনিক বলেছেন: আমাকে নিয়ে সনেট লেখায় লজ্জিতবোধ করছি। আমি এমন কিছুই নই মহৎ।
তবুও আপনি লিখেছেন, আপনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সনেট কবি।

দুইবার পড়েছি, হয়ত আবারও মাঝেমধ্যে পড়ার জন্য ইচ্ছে হবে, সেজন্য প্রিয়তে নিয়ে রাখলাম।
কৃতজ্ঞতা কবি।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই ,

ব্লগের অন্যতম শ্রেষ্ঠ একজন কবি প্রিয় জাহিদ অনিক । উনার কবিতার ফিচার এর উপর দারুন সনেট হয়েছে। অভিনন্দন প্রিয় কবিবরকে । ধন্যবাদ আপনাকে।

শুভকামনা ও ভালোবাসা আপনাদের উভয়কেই।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

জুন বলেছেন: প্রেমের কবি জাহিদ অনিক আর সনেট কবি আপনাদের দুজনকেই জানাই শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.