নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা (সনেট)-১

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬



মনের আকাশ

মাথার উপর দিয়ে উড়ে গেল চিল
ক্লান্ত অবষন্ন দেহে বসে আছি ঘাসে
এখানেও শান্তি নেই জোঁক তেড়ে আসে
মেঘাচ্ছন্ন হয়ে আছে মনের আকাশ।
অহেতুক পুকুরেতে ছুঁড়ে মারি ঢিল
চুল গুলো উড়ে যেন দক্ষিণা বাতাসে
প্যাঁক প্যাঁক শব্দ করে দু’টি পাতি হাঁসে
পারিনা দূঃখের কথা করতে প্রকাশ।

মনের জমানো কথা মনে থেকে যায়
কে শুনে সে কথাগুলো? বাস করে মনে
বহু কথা অবশেষে আড়ালে হারায়।
পাঁচটা জোঁক পুকুরে আমি কার সনে?
ঘাসে বসে চিল দেখি দেখি কলা গাছ
পুকুরে কতেক দেখি ছোট বড় মাছ।



ভীক্ষুক ভাবনা

মুখের ভিতর শক্ত দাঁতগুলো খুব
চিবিয়ে চিবিয়ে খেতে ইচ্ছে করে
তবে দাঁতগুলো খেলে অতঃপর অন্য
খাবার কেমন করে খাব অবশেষে?
সে চিন্তায় সামলিয়ে চলি তীব্রলোভ!
দাঁতগুলো রক্ষা পায়, এর পরিবর্তে
গুঁড়ো গুঁড়ো করে ফেলি মুড়ি ও বিস্কুট
পেটের মোচড় কমে কিঞ্চিত প্রশান্তি।

পরিবার ঘর নেই, খাবার পরের
দয়ায় চলে আমার। কাজ কি জানিনে
সেতো পারিনে করতে, এটুকুই জানি।
ভিক্ষুক তাড়ন চলে আজকাল দেখি
এদিকে ওদিকে ছুটে খয়রাতি সব
কি হবে এবার তবে ভাবি বসে একা।



বুভুক্ষ ও বড়লোক

বুভুক্ষ মানুষদের দল এলোমেলো
ক্ষুধায়।ওরা ভীষণ কষ্টে কাতরায়
অথচ কত রকম মানুষেরা খায়
কত সব মজাদার সুস্বাদু খাবার।
সে সকল স্বার্থপর অমানুষগুলো
নিত্য নতুন আনন্দে শুধু তড়পায়
গরীবের আহাজারী দেখে মজাপায়
ওদের সময় নেই পিছে তাকাবার।

নিত্য নৃত্য মদ্যপান ফুর্তি চলমান
থাকে সকল বেলায়।ওরা অগণিত
সম্পদ আহরণের প্রচেষ্টার টান
অনুভব করে মনে কি অপরিমিত!
সকল হিসেব মতে ওরা বড়লোক
সেজন্যে বুভুক্ষে বলে ঘৃণ্য ছোটলোক।



কাঁচামাথা মানুষেরা

বিজ্ঞানের লব্ধজ্ঞান বড় হয়ে গেল
আল্লাহর থেকে। তারা করে অনুভব
বিজ্ঞান তাদের শুধু জীবনের সব
এতে আছে সমস্যার সব সমাধান।
জীবনের সব যাঁর কাছ থেকে পেল
ভয় নেই তাঁর থেকে আসায় গজব
অকৃতজ্ঞতায় করে কি কন্ঠ সরব
মানীকে এভাবে তারা করে অপমান।

কাঁচামাথা মানুষেরা করে অবিচার
বিধাতার প্রতি চির ভুলে থেকে তাঁকে
বুঝেনা এতেই হবে জীবন অসার।
মানুষেরা বসে আছে বিপদের বাঁকে
আল্লাহর চেয়ে অন্যে দিয়ে বেশী দাম
বুঝেনা কতটা এটা করছে অকাম।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী সব গুলোই সুন্দর হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা জানবেন জনাব।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

হাবিব বলেছেন: অসাধারন

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

আলমগীর কাইজার বলেছেন: বেশ ভালো লাগলো।
মনের আকাশ কবিতাটি বেশি সুন্দর।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সনেট কবি বলেছেন: আকাশ অনেকের কাছেই সুন্দর লাগে।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: সবগুলিই খুব সুন্দর হয়েছে। ++

শুভকামনা রইল।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবগুলো সনেটই গুরুত্ব বহন করে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নূরু ভাই।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

নজসু বলেছেন:


মুখের ভিতর শক্ত দাঁতগুলো চিবিয়ে খেতে ইচ্ছে করে।
আহা তারা কত না ক্ষুধার্ত থাকে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

সনেট কবি বলেছেন: সেরকমই বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.