![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
‘আমরা স্বাধীন’ দু’টি কি চমৎকার
শব্দের বাক্য শুনলে অন্তর জুড়ায়
এ বাক্যের উম্মাদনা প্রশান্তি ছড়ায়
নাগরিক চেতনার প্রতিস্থান জুড়ে।
‘স্বাধীনতা’ আমাদের এটা অধিকার
আমরা পেয়েছি এটা রক্তের বন্যায়
সহ্য করিনি আমরা শত্রুর অন্যায়
আমাদের এ পতাকা যোগ্যতায় উড়ে।
হৃদয়ের কোণে কোণে জাতির সম্মান
রক্ষায় এখনো আছে সুকঠিন শক্ত
মহাত্যাজে দৃঢ়মন শপথের টান।
দেশ রক্ষায় মৌজুদ আছে তপ্ত রক্ত
স্বাধীনতা আমাদের অমলিন সুখ
এদিকে তাকালে লোভে কানা হবে চোখ।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
সনেট কবি বলেছেন: তা’বলে বলুক। তবে সে কথা আমরাও বলি।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
স্বাধীনতা কেবলই পাতাকায়!
আমার কথা বলার স্বাধীনতা কোথায়?
গুম খুন ত্রাসে বন্ধ কেন স্বাধীন মত?
উন্নয়নের নামে নিহত গণতন্ত্রের মাতম - স্বাধীনতা!!!!
হে স্বাধীনতা, তোমাকেই খুঁজছে আমজনতা!
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
হাবিব বলেছেন: আম জনতার স্বাধীনতা নাই........
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা স্বাধীন নই।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরা স্বাধীন এর পাশে এখন? চিন্হ লেগে গেছে।।
এই কথা তারাই বলে। যারা যুদ্ধ করেছিল